প্রযুক্তি ডেস্ক
এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে সুইডেন ভিত্তিক জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। চলমান অর্থনৈতিক সংকটে খরচ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ সিদ্ধান্তের ফলে প্রায় ৬০০ কর্মীকে হারাতে হবে চাকরি।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, স্পটিফাইর সিইও ড্যানিয়েল আজ (২৩ জানুয়ারি) কর্মীদের উদ্দেশ্যে এক মেমোতে বিশ্বব্যাপী কোম্পানিটির ৬ শতাংশ কর্মী ছাঁটাই করার ঘোষণা দেন। ছাঁটাইয়ের তালিকায় আছেন প্ল্যাটফর্মটির কনটেন্ট এবং বিজ্ঞাপন বিভাগের প্রধান ডন অস্ট্রফও। বিশ্বব্যাপী কোম্পানিটিতে কাজ করছে মোট ৯৮০০ জন কর্মী।
গত অক্টোবরে, কোম্পানির খরচ কমাতে ইন-হাউস স্টুডিও গুলির মোট ১১টি পডকাস্ট বন্ধ করে দেয় স্পটিফাই। ইন-হাউস স্টুডিও ‘জিমলেট’ এবং ‘পারকাস্ট’ থেকে বাতিল করা পডকাস্ট গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘হাউ টু সেভ এ প্ল্যানেট’, ‘ক্রাইম শো’ এবং ‘মেডিকেল মার্ডারস’। ২০২২-২০২৩ আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকে, ‘আজকের রাশিফল’ অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া, খরচ কমাতে নতুন নিয়োগ প্রায় ২৫ শতাংশ কমিয়ে আনে স্পটিফাই।
এর আগে, নিজস্ব লাইটওয়েট লিসেনিং অ্যাপ ‘স্পটিফাই স্টেশন্স’ বন্ধ করে প্ল্যাটফর্মটি। গত বছর স্পটিফাই-এর প্রধান আর্থিক কর্মকর্তা পল ভোগেল বিনিয়োগকারীদের জানিয়েছিলেন, স্পটিফাই বিশ্ব অর্থনীতির ক্রমবর্ধমান অনিশ্চয়তা সম্পর্কে সচেতন। গত বছর, সুইডিশ এই মিউজিক-স্ট্রিমিং প্ল্যাটফর্মে ৪৩ কোটিরও বেশি সক্রিয় মাসিক ব্যবহারকারী ছিল।
সম্প্রতি, গুগল প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দেয়, যা কোম্পানিটির মোট কর্মীসংখ্যার প্রায় ৬ শতাংশ।
এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে সুইডেন ভিত্তিক জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। চলমান অর্থনৈতিক সংকটে খরচ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ সিদ্ধান্তের ফলে প্রায় ৬০০ কর্মীকে হারাতে হবে চাকরি।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, স্পটিফাইর সিইও ড্যানিয়েল আজ (২৩ জানুয়ারি) কর্মীদের উদ্দেশ্যে এক মেমোতে বিশ্বব্যাপী কোম্পানিটির ৬ শতাংশ কর্মী ছাঁটাই করার ঘোষণা দেন। ছাঁটাইয়ের তালিকায় আছেন প্ল্যাটফর্মটির কনটেন্ট এবং বিজ্ঞাপন বিভাগের প্রধান ডন অস্ট্রফও। বিশ্বব্যাপী কোম্পানিটিতে কাজ করছে মোট ৯৮০০ জন কর্মী।
গত অক্টোবরে, কোম্পানির খরচ কমাতে ইন-হাউস স্টুডিও গুলির মোট ১১টি পডকাস্ট বন্ধ করে দেয় স্পটিফাই। ইন-হাউস স্টুডিও ‘জিমলেট’ এবং ‘পারকাস্ট’ থেকে বাতিল করা পডকাস্ট গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘হাউ টু সেভ এ প্ল্যানেট’, ‘ক্রাইম শো’ এবং ‘মেডিকেল মার্ডারস’। ২০২২-২০২৩ আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকে, ‘আজকের রাশিফল’ অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া, খরচ কমাতে নতুন নিয়োগ প্রায় ২৫ শতাংশ কমিয়ে আনে স্পটিফাই।
এর আগে, নিজস্ব লাইটওয়েট লিসেনিং অ্যাপ ‘স্পটিফাই স্টেশন্স’ বন্ধ করে প্ল্যাটফর্মটি। গত বছর স্পটিফাই-এর প্রধান আর্থিক কর্মকর্তা পল ভোগেল বিনিয়োগকারীদের জানিয়েছিলেন, স্পটিফাই বিশ্ব অর্থনীতির ক্রমবর্ধমান অনিশ্চয়তা সম্পর্কে সচেতন। গত বছর, সুইডিশ এই মিউজিক-স্ট্রিমিং প্ল্যাটফর্মে ৪৩ কোটিরও বেশি সক্রিয় মাসিক ব্যবহারকারী ছিল।
সম্প্রতি, গুগল প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দেয়, যা কোম্পানিটির মোট কর্মীসংখ্যার প্রায় ৬ শতাংশ।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে