অনলাইন ডেস্ক
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম জেমিনি এখন সরাসরি ছবি বা এডিট সম্পাদনা করতে পারবে। জেমিনির চ্যাট ইন্টারফেস থেকে ব্যবহারকারীরা সহজেই যেকোনো ছবি সম্পাদনার নির্দেশনা দিতে পারবেন। এটি গুগলের পক্ষ থেকে একটি বড় আপডেট, যেখানে ছবির ব্যাকগ্রাউন্ড বদলানো থেকে শুরু করে ছোটখাটো দাগ মুছে ফেলা, এমনকি কুকুর বা পোষা প্রাণীর মাথায় মজার টুপি বসানো যাবে।
নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা চ্যাটের মাধ্যমে যেকোনো ছবি এডিট করতে পারবেন, একসঙ্গে আপলোড করতে পারবেন ১০টি ছবি বা অন্যান্য ফাইল। সবচেয়ে সুবিধার বিষয় হলো—একই ছবি একাধিকবার এডিট করা যাবে ও প্রতিটি পরিবর্তনের পর আগেরটা থেকে যাবে অক্ষত।
জেমিনির এই নতুন ইমেজ এডিটরের মাধ্যমে ছবির ওপর টেক্সটও বসানো যাবে।
গুগল জানিয়েছে, এডিটরের ভেতরে রয়েছে একাধিক প্রযুক্তির সমন্বয়। এর ফলে ছবিতে এলোমেলো কোলাজ দেখা যাবে না। বরং আলো, রং সবকিছুই বাস্তবসম্মত থাকবে।
এডিটরের পাশাপাশি বড় আপডেট এসেছে ফাইল আপলোডে। এখন থেকে একসঙ্গে ১০টি ছবি, পিডিএফ কিংবা অন্যান্য ফাইল আপলোড করে জেমিনিকে সেগুলো বিশ্লেষণের কাজ দেওয়া যাবে। শিক্ষকেরা চাইলে তৈরি করতে পারবেন চিত্রসহ স্টোরি বোর্ড, ডিজাইনারেরা বানাতে পারবেন পণ্যের ছবির পোর্টফোলিও, আর স্থপতিরা মিটিং চলাকালেই কাঙ্ক্ষিত ডিজাইনের পরিবর্তন দেখতে পারবেন।
তবে এই সুবিধা যেন ভুলভাবে কেউ ব্যবহার না করতে পারে, সে জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি এডিট করা ছবির গায়ে থাকবে দুই স্তরের ওয়াটারমার্ক বা জলছাপ—এর মধ্যে একটি দৃশ্যমান, অন্যটি গুগলের ‘সিংথআইডি’ প্রযুক্তিতে তৈরি, যা শুধু সফটওয়্যার দিয়ে ধরা যাবে। পাশাপাশি অনৈতিক অনুরোধ আটকানোর ফিল্টারও যুক্ত করা হবে।
সব মিলিয়ে জেমিনির এই নতুন ফিচারগুলো গুগলের বৃহৎ পরিকল্পনারই অংশ। শুধু তথ্য খোঁজার মেশিন নয়, বরং মানুষ যেন সৃজনশীল ও কার্যকরী কাজে জেমিনিকে সহকারী হিসেবে ভাবতে পারে, সেই লক্ষ্যে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
গুগল বলেছে, জেমিনির নিজস্ব ছবি সম্পাদনার ফিচার ধাপে ধাপে উন্মুক্ত করা হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি ৪৫টির বেশি ভাষায় এবং অধিকাংশ দেশে পাওয়া যাবে।
তথ্যসূত্র: টেক রেডার ও টেকক্রাঞ্চ
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম জেমিনি এখন সরাসরি ছবি বা এডিট সম্পাদনা করতে পারবে। জেমিনির চ্যাট ইন্টারফেস থেকে ব্যবহারকারীরা সহজেই যেকোনো ছবি সম্পাদনার নির্দেশনা দিতে পারবেন। এটি গুগলের পক্ষ থেকে একটি বড় আপডেট, যেখানে ছবির ব্যাকগ্রাউন্ড বদলানো থেকে শুরু করে ছোটখাটো দাগ মুছে ফেলা, এমনকি কুকুর বা পোষা প্রাণীর মাথায় মজার টুপি বসানো যাবে।
নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা চ্যাটের মাধ্যমে যেকোনো ছবি এডিট করতে পারবেন, একসঙ্গে আপলোড করতে পারবেন ১০টি ছবি বা অন্যান্য ফাইল। সবচেয়ে সুবিধার বিষয় হলো—একই ছবি একাধিকবার এডিট করা যাবে ও প্রতিটি পরিবর্তনের পর আগেরটা থেকে যাবে অক্ষত।
জেমিনির এই নতুন ইমেজ এডিটরের মাধ্যমে ছবির ওপর টেক্সটও বসানো যাবে।
গুগল জানিয়েছে, এডিটরের ভেতরে রয়েছে একাধিক প্রযুক্তির সমন্বয়। এর ফলে ছবিতে এলোমেলো কোলাজ দেখা যাবে না। বরং আলো, রং সবকিছুই বাস্তবসম্মত থাকবে।
এডিটরের পাশাপাশি বড় আপডেট এসেছে ফাইল আপলোডে। এখন থেকে একসঙ্গে ১০টি ছবি, পিডিএফ কিংবা অন্যান্য ফাইল আপলোড করে জেমিনিকে সেগুলো বিশ্লেষণের কাজ দেওয়া যাবে। শিক্ষকেরা চাইলে তৈরি করতে পারবেন চিত্রসহ স্টোরি বোর্ড, ডিজাইনারেরা বানাতে পারবেন পণ্যের ছবির পোর্টফোলিও, আর স্থপতিরা মিটিং চলাকালেই কাঙ্ক্ষিত ডিজাইনের পরিবর্তন দেখতে পারবেন।
তবে এই সুবিধা যেন ভুলভাবে কেউ ব্যবহার না করতে পারে, সে জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি এডিট করা ছবির গায়ে থাকবে দুই স্তরের ওয়াটারমার্ক বা জলছাপ—এর মধ্যে একটি দৃশ্যমান, অন্যটি গুগলের ‘সিংথআইডি’ প্রযুক্তিতে তৈরি, যা শুধু সফটওয়্যার দিয়ে ধরা যাবে। পাশাপাশি অনৈতিক অনুরোধ আটকানোর ফিল্টারও যুক্ত করা হবে।
সব মিলিয়ে জেমিনির এই নতুন ফিচারগুলো গুগলের বৃহৎ পরিকল্পনারই অংশ। শুধু তথ্য খোঁজার মেশিন নয়, বরং মানুষ যেন সৃজনশীল ও কার্যকরী কাজে জেমিনিকে সহকারী হিসেবে ভাবতে পারে, সেই লক্ষ্যে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
গুগল বলেছে, জেমিনির নিজস্ব ছবি সম্পাদনার ফিচার ধাপে ধাপে উন্মুক্ত করা হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি ৪৫টির বেশি ভাষায় এবং অধিকাংশ দেশে পাওয়া যাবে।
তথ্যসূত্র: টেক রেডার ও টেকক্রাঞ্চ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৪ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৪ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৪ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৪ দিন আগে