নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ‘থিংকিং মেশিনস ল্যাব’ প্রতিষ্ঠা করলেন ওপেনএআইয়ের সাবেক চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মিরা মুরাটি।
গত মঙ্গলবার তিনি এই স্টার্টআপ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন। এই স্টার্টআপে মোট ৩০ জন শীর্ষস্থানীয় গবেষক ও ইঞ্জিনিয়ার কাজ করছেন, যাদের মধ্যে ২০ জনই ওপেনএআই, মেটা ও মিস্ট্রালের কর্মী ছিলেন।
কোম্পানিটি তার ব্লগ পোস্টে জানিয়েছে, এই নতুন এআই স্টার্টআপের লক্ষ্য হচ্ছে মানবিক মূল্যবোধ ধারণ করে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা তৈরি করা, যা বর্তমানে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আরও বিস্তৃত অ্যাপ্লিকেশন তৈরি করবে।
ওপেনএআইয়ের শীর্ষ গবেষকদের নতুন স্টার্টআপে নিয়ে আসতে সক্ষম হয়েছেন মুরাটি। স্টার্টআপটির দুই-তৃতীয়াংশ ওপেনএআইয়ের সাবেক কর্মী, যার মধ্যে অন্যতম হলেন ব্যারেট জোফ। গত ৩০ সেপ্টেম্বর মুরাতির সঙ্গে ওপেনএআই থেকে পদত্যাগ করেন তিনি। জোফ বর্তমানে ‘থিংকিং মেশিনস ল্যাব’-এর প্রযুক্তিপ্রধান (সিটিও) হিসেবে কাজ করবেন। ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা জন শুলম্যানও এই স্টার্টআপের প্রধান বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছেন। শুলম্যান আগেই ওপেনএআই থেকে বেরিয়ে গিয়ে প্রতিদ্বন্দ্বী কোম্পানি ‘অ্যানথ্রপিক’-এ যোগ দেন এবং এআই অ্যালাইনমেন্টের দিকে বেশি মনোযোগ দিতে চান।
এআই অ্যালাইনমেন্ট হচ্ছে সেই প্রক্রিয়া, যার মাধ্যমে মানবিক মূল্যবোধ কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্ত করা হবে, যাতে এই সিস্টেমগুলো আরও নিরাপদ ও নির্ভরযোগ্য হতে পারে। এটিই মুরাটির স্টার্টআপের মূল লক্ষ্য। এই স্টার্টআপে ওপেনএআইেয়র আরও কর্মী যুক্ত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ‘থিংকিং মেশিনস ল্যাব’ তাদের সিস্টেমের ডিজাইনকে আরও উন্নত করার জন্য গবেষণা এবং পণ্যদলের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে চায়। আরও বলেছে, ‘তারা এআই অ্যালাইনমেন্টের ক্ষেত্রে গবেষণায় অবদান রাখতে চায় এবং কোড, ডেটাসেট ও মডেল স্পেসিফিকেশন শেয়ার করবে। আরও দুটি কোম্পানি, অ্যানথ্রপিক ও সেইফ সুপার ইন্টেলিজেন্স, পূর্বে ওপেনএআইয়ের গবেষকদের আকৃষ্ট করেছে এবং বিলিয়ন ডলার অর্থায়ন সংগ্রহ করেছে।
স্টার্টআপটি বলেছে, ‘বর্তমান সিস্টেমগুলো প্রোগ্রামিং ও গাণিতিক ক্ষেত্রে চমৎকার দক্ষতা দেখালেও আমরা এমন এআই তৈরি করছি, যা মানবিক দক্ষতার পূর্ণ পরিসরে মানিয়ে নিতে পারে এবং আরও বিস্তৃত অ্যাপ্লিকেশনগুলোর সম্ভাবনা তৈরি করতে পারে।
২০১৮ সালের জুনে ওপেনএআইতে যোগ দেন মুরাটি। যেখানে তিনি চ্যাটজিপিটির উন্নয়নে নেতৃত্ব দেন এবং সিইও স্যাম অল্টম্যানের সঙ্গে প্রায়ই প্রতিষ্ঠানটির মুখ হিসেবে উপস্থিত হতেন।
এ ছাড়া ওপেনএআইয়ে যোগ দেওয়ার আগে টেসলা এবং প্রযুক্তি কোম্পানি লিপ মোশনে কাজ করেছেন মুরাটি।
ওপেনএআই থেকে মুরাটির পদত্যাগের বিষয়টি অনেকেই অবাক হয়েছিলেন। কারণ তার অভাব অপূরণীয় বলে মনে হয়েছিল। তবে, এখন তিনি ‘থিংকিং মেশিনস ল্যাব’-এর সিইও হিসেবে নতুন পথে হাঁটছেন, যেখানে আরও অনেক ওপেনএআই কর্মীর যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ‘থিংকিং মেশিনস ল্যাব’ প্রতিষ্ঠা করলেন ওপেনএআইয়ের সাবেক চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মিরা মুরাটি।
গত মঙ্গলবার তিনি এই স্টার্টআপ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন। এই স্টার্টআপে মোট ৩০ জন শীর্ষস্থানীয় গবেষক ও ইঞ্জিনিয়ার কাজ করছেন, যাদের মধ্যে ২০ জনই ওপেনএআই, মেটা ও মিস্ট্রালের কর্মী ছিলেন।
কোম্পানিটি তার ব্লগ পোস্টে জানিয়েছে, এই নতুন এআই স্টার্টআপের লক্ষ্য হচ্ছে মানবিক মূল্যবোধ ধারণ করে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা তৈরি করা, যা বর্তমানে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আরও বিস্তৃত অ্যাপ্লিকেশন তৈরি করবে।
ওপেনএআইয়ের শীর্ষ গবেষকদের নতুন স্টার্টআপে নিয়ে আসতে সক্ষম হয়েছেন মুরাটি। স্টার্টআপটির দুই-তৃতীয়াংশ ওপেনএআইয়ের সাবেক কর্মী, যার মধ্যে অন্যতম হলেন ব্যারেট জোফ। গত ৩০ সেপ্টেম্বর মুরাতির সঙ্গে ওপেনএআই থেকে পদত্যাগ করেন তিনি। জোফ বর্তমানে ‘থিংকিং মেশিনস ল্যাব’-এর প্রযুক্তিপ্রধান (সিটিও) হিসেবে কাজ করবেন। ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা জন শুলম্যানও এই স্টার্টআপের প্রধান বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছেন। শুলম্যান আগেই ওপেনএআই থেকে বেরিয়ে গিয়ে প্রতিদ্বন্দ্বী কোম্পানি ‘অ্যানথ্রপিক’-এ যোগ দেন এবং এআই অ্যালাইনমেন্টের দিকে বেশি মনোযোগ দিতে চান।
এআই অ্যালাইনমেন্ট হচ্ছে সেই প্রক্রিয়া, যার মাধ্যমে মানবিক মূল্যবোধ কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্ত করা হবে, যাতে এই সিস্টেমগুলো আরও নিরাপদ ও নির্ভরযোগ্য হতে পারে। এটিই মুরাটির স্টার্টআপের মূল লক্ষ্য। এই স্টার্টআপে ওপেনএআইেয়র আরও কর্মী যুক্ত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ‘থিংকিং মেশিনস ল্যাব’ তাদের সিস্টেমের ডিজাইনকে আরও উন্নত করার জন্য গবেষণা এবং পণ্যদলের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে চায়। আরও বলেছে, ‘তারা এআই অ্যালাইনমেন্টের ক্ষেত্রে গবেষণায় অবদান রাখতে চায় এবং কোড, ডেটাসেট ও মডেল স্পেসিফিকেশন শেয়ার করবে। আরও দুটি কোম্পানি, অ্যানথ্রপিক ও সেইফ সুপার ইন্টেলিজেন্স, পূর্বে ওপেনএআইয়ের গবেষকদের আকৃষ্ট করেছে এবং বিলিয়ন ডলার অর্থায়ন সংগ্রহ করেছে।
স্টার্টআপটি বলেছে, ‘বর্তমান সিস্টেমগুলো প্রোগ্রামিং ও গাণিতিক ক্ষেত্রে চমৎকার দক্ষতা দেখালেও আমরা এমন এআই তৈরি করছি, যা মানবিক দক্ষতার পূর্ণ পরিসরে মানিয়ে নিতে পারে এবং আরও বিস্তৃত অ্যাপ্লিকেশনগুলোর সম্ভাবনা তৈরি করতে পারে।
২০১৮ সালের জুনে ওপেনএআইতে যোগ দেন মুরাটি। যেখানে তিনি চ্যাটজিপিটির উন্নয়নে নেতৃত্ব দেন এবং সিইও স্যাম অল্টম্যানের সঙ্গে প্রায়ই প্রতিষ্ঠানটির মুখ হিসেবে উপস্থিত হতেন।
এ ছাড়া ওপেনএআইয়ে যোগ দেওয়ার আগে টেসলা এবং প্রযুক্তি কোম্পানি লিপ মোশনে কাজ করেছেন মুরাটি।
ওপেনএআই থেকে মুরাটির পদত্যাগের বিষয়টি অনেকেই অবাক হয়েছিলেন। কারণ তার অভাব অপূরণীয় বলে মনে হয়েছিল। তবে, এখন তিনি ‘থিংকিং মেশিনস ল্যাব’-এর সিইও হিসেবে নতুন পথে হাঁটছেন, যেখানে আরও অনেক ওপেনএআই কর্মীর যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে