অনলাইন ডেস্ক
বিশ্বের অন্যতম ধনকুবের জেফ বেজোস ও তাঁর বাগ্দত্তা লরেন সানচেজ ভেনিসের সান জর্জিও দ্বীপে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের নির্দিষ্ট তারিখ গোপন রাখা হলেও তিন দিনের এই বিলাসবহুল অনুষ্ঠান (২৩ থেকে ২৫ জুন) ঘিরে ইতালির এই ঐতিহাসিক শহরে তৈরি হয়েছে চাঞ্চল্য। তবে উৎসবের আবহের মাঝেই শুরু হয়েছে স্থানীয় বাসিন্দারা প্রকাশ করেছেন প্রবল ক্ষোভ ও প্রতিবাদ।
ইতালীয় গণমাধ্যমের তথ্যমতে, এই বিয়ের আনুমানিক খরচ ১৫ থেকে ২০ মিলিয়ন মার্কিন ডলার। অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন কিম কার্দাশিয়ান, ওপ্রাহ উইনফ্রে, ক্রিস জেনার, ইভা লংগোরিয়া, অরল্যান্ডো ব্লুমসহ বহু হলিউড তারকা এবং সম্ভবত ট্রাম্প পরিবারের সদস্যরাও। বেজোসের ৫০০ মিলিয়ন ডলারের সুপারইয়ট ‘কোরু’ ইতিমধ্যে দ্বীপে নোঙর করেছে।
তবে এই জাঁকজমকপূর্ণ আয়োজন ভেনিসের স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। শহরের নানা প্রান্তে দেখা যাচ্ছে প্রতিবাদমূলক পোস্টার, গ্রাফিতি ও ব্যানার—যার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ‘নো স্পেস ফর বেজোস’ (এখানে বেজোসের কোনো স্থান নেই) বার্তাটি।
একটি পোস্টারে বেজোসের চোখে লাল টেপ এবং মুখে উল্টো অ্যামাজনের লোগো বসানো হয়েছে। এসব প্রতিবাদ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়ও।
ন্যদিকে শহরের মেয়র লুইজি ব্রুগনারো এই প্রতিবাদকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন এবং বলেন, ‘বিশ্বের আর কোনো শহর কি এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিয়েতে প্রতিবাদ করে?’
বিয়ের মূল আয়োজন হবে ঐতিহাসিক ‘সান জর্জিও মাজোরে বাসিলিকা’তে, যা জনসাধারণের জন্য বন্ধ থাকবে। আয়োজনে প্রতিবাদ জানানোর অংশ হিসেবে কিছু কর্মী নৌকা ও প্যাডলবোর্ড দিয়ে খালগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি, এমনকি খালে ঝাঁপ দিয়ে প্রতিবাদ জানানোর পরিকল্পনা করেছেন।
ভেনিস বহুদিন ধরেই পর্যটকের চাপের কারণে সমস্যায় ভুগছে। শহরের মূল অংশে মাত্র ৬০ হাজার বাসিন্দা থাকলেও, প্রতিদিনই হাজার হাজার পর্যটক শহরটিতে ভিড় জমান। ২০২৩ সালে শহর প্রশাসন এই প্রবাহ কমাতে কিছু পদক্ষেপ নেয়, তবে বাস্তবে তাতে বড় কোনো পরিবর্তন আসেনি।
এর আগেও ২০১৪ সালে জর্জ ও আমাল ক্লুনির বিয়েতে ভেনিস একই ধরনের অবস্থা দেখেছিল।
প্রতিবাদকারীদের মতে, ভেনিসকে ধনী বিদেশিদের ব্যক্তিগত মঞ্চে পরিণত করা হচ্ছে, যা শহরের প্রকৃত সমস্যা—‘ওভার ট্যুরিজম ও বসবাসের সংকট’কে আরও ঘনীভূত করছে।
স্থানীয় অধিকারকর্মী ফেদেরিকা তোনিনেল্লি বলেন, ‘ভেনিস এখন যেন কেবল একটি প্রদর্শনীর মঞ্চ। শহর বিক্রির প্রতীক এই বিয়ে।’
তথ্যসূত্র: ডেইলি মেইল
বিশ্বের অন্যতম ধনকুবের জেফ বেজোস ও তাঁর বাগ্দত্তা লরেন সানচেজ ভেনিসের সান জর্জিও দ্বীপে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের নির্দিষ্ট তারিখ গোপন রাখা হলেও তিন দিনের এই বিলাসবহুল অনুষ্ঠান (২৩ থেকে ২৫ জুন) ঘিরে ইতালির এই ঐতিহাসিক শহরে তৈরি হয়েছে চাঞ্চল্য। তবে উৎসবের আবহের মাঝেই শুরু হয়েছে স্থানীয় বাসিন্দারা প্রকাশ করেছেন প্রবল ক্ষোভ ও প্রতিবাদ।
ইতালীয় গণমাধ্যমের তথ্যমতে, এই বিয়ের আনুমানিক খরচ ১৫ থেকে ২০ মিলিয়ন মার্কিন ডলার। অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন কিম কার্দাশিয়ান, ওপ্রাহ উইনফ্রে, ক্রিস জেনার, ইভা লংগোরিয়া, অরল্যান্ডো ব্লুমসহ বহু হলিউড তারকা এবং সম্ভবত ট্রাম্প পরিবারের সদস্যরাও। বেজোসের ৫০০ মিলিয়ন ডলারের সুপারইয়ট ‘কোরু’ ইতিমধ্যে দ্বীপে নোঙর করেছে।
তবে এই জাঁকজমকপূর্ণ আয়োজন ভেনিসের স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। শহরের নানা প্রান্তে দেখা যাচ্ছে প্রতিবাদমূলক পোস্টার, গ্রাফিতি ও ব্যানার—যার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ‘নো স্পেস ফর বেজোস’ (এখানে বেজোসের কোনো স্থান নেই) বার্তাটি।
একটি পোস্টারে বেজোসের চোখে লাল টেপ এবং মুখে উল্টো অ্যামাজনের লোগো বসানো হয়েছে। এসব প্রতিবাদ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়ও।
ন্যদিকে শহরের মেয়র লুইজি ব্রুগনারো এই প্রতিবাদকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন এবং বলেন, ‘বিশ্বের আর কোনো শহর কি এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিয়েতে প্রতিবাদ করে?’
বিয়ের মূল আয়োজন হবে ঐতিহাসিক ‘সান জর্জিও মাজোরে বাসিলিকা’তে, যা জনসাধারণের জন্য বন্ধ থাকবে। আয়োজনে প্রতিবাদ জানানোর অংশ হিসেবে কিছু কর্মী নৌকা ও প্যাডলবোর্ড দিয়ে খালগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি, এমনকি খালে ঝাঁপ দিয়ে প্রতিবাদ জানানোর পরিকল্পনা করেছেন।
ভেনিস বহুদিন ধরেই পর্যটকের চাপের কারণে সমস্যায় ভুগছে। শহরের মূল অংশে মাত্র ৬০ হাজার বাসিন্দা থাকলেও, প্রতিদিনই হাজার হাজার পর্যটক শহরটিতে ভিড় জমান। ২০২৩ সালে শহর প্রশাসন এই প্রবাহ কমাতে কিছু পদক্ষেপ নেয়, তবে বাস্তবে তাতে বড় কোনো পরিবর্তন আসেনি।
এর আগেও ২০১৪ সালে জর্জ ও আমাল ক্লুনির বিয়েতে ভেনিস একই ধরনের অবস্থা দেখেছিল।
প্রতিবাদকারীদের মতে, ভেনিসকে ধনী বিদেশিদের ব্যক্তিগত মঞ্চে পরিণত করা হচ্ছে, যা শহরের প্রকৃত সমস্যা—‘ওভার ট্যুরিজম ও বসবাসের সংকট’কে আরও ঘনীভূত করছে।
স্থানীয় অধিকারকর্মী ফেদেরিকা তোনিনেল্লি বলেন, ‘ভেনিস এখন যেন কেবল একটি প্রদর্শনীর মঞ্চ। শহর বিক্রির প্রতীক এই বিয়ে।’
তথ্যসূত্র: ডেইলি মেইল
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে