ফিচার ডেস্ক
পানির ওপর ভেসে চলা কচ্ছপটির নাম প্যানজিওস। না, এটি কোনো জীবন্ত কচ্ছপ নয়। প্যানজিওস হলো বিশাল সমুদ্রে ভাসমান একটি জাহাজের ওপর গড়ে ওঠা শহর, যা দেখতে কচ্ছপের মতো। সেখানে থাকবে হোটেল, শপিং সেন্টার, পার্কসহ একটি শহরের সব সুবিধা।
তবে কথা হলো, এখনো এটি পরিকল্পনার মধ্যেই আছে। কিন্তু ‘যদি’ প্যানজিওস সত্যিই নির্মিত হয়, তাহলে এটি হবে এখন পর্যন্ত নির্মিত বৃহত্তম সামুদ্রিক জাহাজ।
সৌদি আরবকে এই উচ্চাভিলাষী প্রকল্পের প্রস্তাব করেছে লাজারিনি ডিজাইন স্টুডিও। রোমভিত্তিক এই প্রতিষ্ঠান থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটির ডিজাইন এবং ধারণাগুলো চিত্রায়িত করেছে। লাজারিনি দাবি করেছে, প্যানজিওস ৬০ হাজার অতিথি, অনির্দিষ্টসংখ্যক ক্রু এবং কর্মীর থাকার ব্যবস্থা করতে সক্ষম হবে। এর প্রতিটি ডানায় ১৯টি ভিলা এবং ৬৯টি অ্যাপার্টমেন্টের জন্য জায়গা থাকবে। ছাদের শেলে ৭২টি টেরেস পাওয়া যাবে। এর দৈর্ঘ্য-প্রস্থ এতটাই বড় হবে যে প্যানজিওসে আসা অতিথিদের সাগরের অন্যান্য জায়গায় ঘুরে দেখানোর জন্য আলাদা জাহাজ বা বিমান ব্যবহার করার সুযোগ থাকবে। অন্যান্য নৌযানের জন্য এখানে একটি বন্দর তৈরি করা হবে।
এই প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৮ বিলিয়ন ডলার। পুরো প্রকল্পটি শেষ হতে সময় লাগবে ৮ বছর। এর প্রস্তাবিত দৈর্ঘ্য ৫৫০ মিটার ও প্রস্থ ৬১০ মিটার।
পানির ওপর ভেসে চলা কচ্ছপটির নাম প্যানজিওস। না, এটি কোনো জীবন্ত কচ্ছপ নয়। প্যানজিওস হলো বিশাল সমুদ্রে ভাসমান একটি জাহাজের ওপর গড়ে ওঠা শহর, যা দেখতে কচ্ছপের মতো। সেখানে থাকবে হোটেল, শপিং সেন্টার, পার্কসহ একটি শহরের সব সুবিধা।
তবে কথা হলো, এখনো এটি পরিকল্পনার মধ্যেই আছে। কিন্তু ‘যদি’ প্যানজিওস সত্যিই নির্মিত হয়, তাহলে এটি হবে এখন পর্যন্ত নির্মিত বৃহত্তম সামুদ্রিক জাহাজ।
সৌদি আরবকে এই উচ্চাভিলাষী প্রকল্পের প্রস্তাব করেছে লাজারিনি ডিজাইন স্টুডিও। রোমভিত্তিক এই প্রতিষ্ঠান থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটির ডিজাইন এবং ধারণাগুলো চিত্রায়িত করেছে। লাজারিনি দাবি করেছে, প্যানজিওস ৬০ হাজার অতিথি, অনির্দিষ্টসংখ্যক ক্রু এবং কর্মীর থাকার ব্যবস্থা করতে সক্ষম হবে। এর প্রতিটি ডানায় ১৯টি ভিলা এবং ৬৯টি অ্যাপার্টমেন্টের জন্য জায়গা থাকবে। ছাদের শেলে ৭২টি টেরেস পাওয়া যাবে। এর দৈর্ঘ্য-প্রস্থ এতটাই বড় হবে যে প্যানজিওসে আসা অতিথিদের সাগরের অন্যান্য জায়গায় ঘুরে দেখানোর জন্য আলাদা জাহাজ বা বিমান ব্যবহার করার সুযোগ থাকবে। অন্যান্য নৌযানের জন্য এখানে একটি বন্দর তৈরি করা হবে।
এই প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৮ বিলিয়ন ডলার। পুরো প্রকল্পটি শেষ হতে সময় লাগবে ৮ বছর। এর প্রস্তাবিত দৈর্ঘ্য ৫৫০ মিটার ও প্রস্থ ৬১০ মিটার।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫