আইফোন ১৪ প্লাসের ক্যামেরার ত্রুটি সারিয়ে একটি সার্ভিস প্রোগ্রামের ঘোষণা দিয়েছে অ্যাপল। গত ১২ মাসের মধ্যে যেসব ফোন তৈরি করা হয়েছে সেগুলোতে এই ধরনের ত্রুটি দেখা গেছে। এই ত্রুটিযুক্ত অ্যাপলের ডিভাইসগুলো অনুমোদিত অ্যাপল সার্ভিস থেকে বিনা খরচেই সারিয়ে দেওয়া হবে।
ফোনের সিরিয়াল নম্বরের মাধ্যমে জানা যাবে, ডিভাইসটিকে ত্রুটি রয়েছে কিনা।
তবে যারা ইতিমধ্যেই আইফোন ১৪ প্লাসের পেছনের ক্যামেরা মেরামতে অর্থ দিয়েছেন তারা সেই অর্থ ফেরতের জন্য আবেদন করতে পারবেন।
অ্যাপলের সাপোর্ট পেজে বলা হয়, আইফোন ১৪ প্লাসের ‘অত্যন্ত ছোট’ ইউনিটে এই ত্রুটি রয়েছে। যেখানে পেছনের ক্যামেরাতে ছবি তোলার সময় প্রিভিউ দেখা যায় না। অ্যাপলের মতে, ২০২৩ সালের ১০ এপ্রিল থেকে ২০২৪ সালের ২৮ এপ্রিলের মধ্যে উৎপাদিত আইফোন ১৪ প্লাস ইউনিটগুলোয় এই ত্রুটি দেখা দিতে হতে পারে।
আইফোন ১৪ প্লাসের ক্রেতারা সাপোর্ট পেজে ফোনের সিরিয়াল নম্বর দিয়ে দেখতে পারবেন যে, তাদের স্মার্টফোনটিতে এই ত্রুটি রয়েছে কিনা এবং বিনা মূল্যে ফোনটি সার্ভিসিংয়ের যোগ্য কিনা। অ্যাপল জানিয়েছে, সার্ভিস প্রোগ্রামটি প্রভাবিত ফোনগুলোর ক্রয়ের সময় থেকে তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।
সিরিয়াল নম্বর জানতে ফোনের সেটিংস অ্যাপ থেকে অ্যাবাউট অপশনে প্রবেশ করুন। এরপর সিরিয়াল নম্বর সেকশনের নিচে নম্বরটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে নম্বরটির কপির অপশন দেখাবে। এরপর কোনো ব্রাউজার থেকে অ্যাপল সাপোর্ট পেজে গিয়ে নম্বরটি পেস্ট করতে হবে। এর মাধ্যমে আপনার ডিভাইসটি সার্ভিস প্রোগ্রামের যোগ্য কিরা তা জানা যাবে।
অ্যাপল বলছে, ক্যামেরা গ্লাস যদি ভাঙা থাকে গ্রাহকদের প্রথমে সেই সমস্যার সমাধান করতে হবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
আইফোন ১৪ প্লাসের ক্যামেরার ত্রুটি সারিয়ে একটি সার্ভিস প্রোগ্রামের ঘোষণা দিয়েছে অ্যাপল। গত ১২ মাসের মধ্যে যেসব ফোন তৈরি করা হয়েছে সেগুলোতে এই ধরনের ত্রুটি দেখা গেছে। এই ত্রুটিযুক্ত অ্যাপলের ডিভাইসগুলো অনুমোদিত অ্যাপল সার্ভিস থেকে বিনা খরচেই সারিয়ে দেওয়া হবে।
ফোনের সিরিয়াল নম্বরের মাধ্যমে জানা যাবে, ডিভাইসটিকে ত্রুটি রয়েছে কিনা।
তবে যারা ইতিমধ্যেই আইফোন ১৪ প্লাসের পেছনের ক্যামেরা মেরামতে অর্থ দিয়েছেন তারা সেই অর্থ ফেরতের জন্য আবেদন করতে পারবেন।
অ্যাপলের সাপোর্ট পেজে বলা হয়, আইফোন ১৪ প্লাসের ‘অত্যন্ত ছোট’ ইউনিটে এই ত্রুটি রয়েছে। যেখানে পেছনের ক্যামেরাতে ছবি তোলার সময় প্রিভিউ দেখা যায় না। অ্যাপলের মতে, ২০২৩ সালের ১০ এপ্রিল থেকে ২০২৪ সালের ২৮ এপ্রিলের মধ্যে উৎপাদিত আইফোন ১৪ প্লাস ইউনিটগুলোয় এই ত্রুটি দেখা দিতে হতে পারে।
আইফোন ১৪ প্লাসের ক্রেতারা সাপোর্ট পেজে ফোনের সিরিয়াল নম্বর দিয়ে দেখতে পারবেন যে, তাদের স্মার্টফোনটিতে এই ত্রুটি রয়েছে কিনা এবং বিনা মূল্যে ফোনটি সার্ভিসিংয়ের যোগ্য কিনা। অ্যাপল জানিয়েছে, সার্ভিস প্রোগ্রামটি প্রভাবিত ফোনগুলোর ক্রয়ের সময় থেকে তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।
সিরিয়াল নম্বর জানতে ফোনের সেটিংস অ্যাপ থেকে অ্যাবাউট অপশনে প্রবেশ করুন। এরপর সিরিয়াল নম্বর সেকশনের নিচে নম্বরটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে নম্বরটির কপির অপশন দেখাবে। এরপর কোনো ব্রাউজার থেকে অ্যাপল সাপোর্ট পেজে গিয়ে নম্বরটি পেস্ট করতে হবে। এর মাধ্যমে আপনার ডিভাইসটি সার্ভিস প্রোগ্রামের যোগ্য কিরা তা জানা যাবে।
অ্যাপল বলছে, ক্যামেরা গ্লাস যদি ভাঙা থাকে গ্রাহকদের প্রথমে সেই সমস্যার সমাধান করতে হবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে