প্রযুক্তি ডেস্ক
ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) প্রযুক্তির বিপ্লবের ফলে আমাদের ব্যবহারের সব ডিভাইস আকারে দিন দিন ছোট হয়ে যাচ্ছে। এখন আমরা মোবাইল ফোন কিংবা ট্যাবে এমন সব কাজ করতে পারি, যেগুলো একসময় শুধু কম্পিউটারেই করা যেত। বহনযোগ্য হওয়ায় এখন বেশির ভাগ মানুষ ডেস্কটপ কম্পিউটারের বদলে ল্যাপটপ ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তবে ক্ষুদ্র ডিভাইসে অভ্যস্ত বেশির ভাগ ব্যবহারকারীই হয়তো জানেন না, পৃথিবীর প্রথম কম্পিউটারের ওজন ছিল ৩০ টন! এ ছাড়া কম্পিউটারটির আয়তন ছিল প্রায় ১ হাজার ৮০০ বর্গফুট। অর্থাৎ প্রায় একটি ঘরের সমান।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মুর স্কুল অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পদার্থবিদ জন মৌকলি, প্রকৌশলী জে. প্রেসপার একার্ট জুনিয়র এবং তাঁদের সহকর্মীরা মিলে পৃথিবীর প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার ‘এনিয়াক’ তৈরির প্রকল্পের নেতৃত্ব দেন। প্রকল্পটি সরকারি অর্থায়নে পরিচালিত হয়েছিল। ১৯৪৩ সালের প্রথম দিকে এনিয়াক নিয়ে কাজ শুরু হয়। এনিয়াক উদ্ভাবিত হয় ১৯৪৫ সালে। ‘এনিয়াক’ মূলত ‘ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার’-এর সংক্ষিপ্ত রূপ।
এনিয়াক ছিল প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, যেটিতে প্রোগ্রামিং করা যেত। অন্য কম্পিউটারগুলোতে এনিয়াকের সুবিধাগুলো থাকলেও সব সুবিধা একসঙ্গে শুধু এনিয়াকেই ছিল। এটি রিপ্রোগ্রামিংয়ের মাধ্যমে অনেক বড় গাণিতিক সমস্যার সমাধান করতে সক্ষম ছিল।
এনিয়াকের প্রথম দিকের প্রোগ্রামাররা হলেন কে ম্যাকনাল্টি, বেটি জেনিংস, বেটি স্নাইডার, মার্লিন মেল্টজার, ফ্রান বিলাস এবং রুথ লিখটারম্যান।
ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) প্রযুক্তির বিপ্লবের ফলে আমাদের ব্যবহারের সব ডিভাইস আকারে দিন দিন ছোট হয়ে যাচ্ছে। এখন আমরা মোবাইল ফোন কিংবা ট্যাবে এমন সব কাজ করতে পারি, যেগুলো একসময় শুধু কম্পিউটারেই করা যেত। বহনযোগ্য হওয়ায় এখন বেশির ভাগ মানুষ ডেস্কটপ কম্পিউটারের বদলে ল্যাপটপ ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তবে ক্ষুদ্র ডিভাইসে অভ্যস্ত বেশির ভাগ ব্যবহারকারীই হয়তো জানেন না, পৃথিবীর প্রথম কম্পিউটারের ওজন ছিল ৩০ টন! এ ছাড়া কম্পিউটারটির আয়তন ছিল প্রায় ১ হাজার ৮০০ বর্গফুট। অর্থাৎ প্রায় একটি ঘরের সমান।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মুর স্কুল অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পদার্থবিদ জন মৌকলি, প্রকৌশলী জে. প্রেসপার একার্ট জুনিয়র এবং তাঁদের সহকর্মীরা মিলে পৃথিবীর প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার ‘এনিয়াক’ তৈরির প্রকল্পের নেতৃত্ব দেন। প্রকল্পটি সরকারি অর্থায়নে পরিচালিত হয়েছিল। ১৯৪৩ সালের প্রথম দিকে এনিয়াক নিয়ে কাজ শুরু হয়। এনিয়াক উদ্ভাবিত হয় ১৯৪৫ সালে। ‘এনিয়াক’ মূলত ‘ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার’-এর সংক্ষিপ্ত রূপ।
এনিয়াক ছিল প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, যেটিতে প্রোগ্রামিং করা যেত। অন্য কম্পিউটারগুলোতে এনিয়াকের সুবিধাগুলো থাকলেও সব সুবিধা একসঙ্গে শুধু এনিয়াকেই ছিল। এটি রিপ্রোগ্রামিংয়ের মাধ্যমে অনেক বড় গাণিতিক সমস্যার সমাধান করতে সক্ষম ছিল।
এনিয়াকের প্রথম দিকের প্রোগ্রামাররা হলেন কে ম্যাকনাল্টি, বেটি জেনিংস, বেটি স্নাইডার, মার্লিন মেল্টজার, ফ্রান বিলাস এবং রুথ লিখটারম্যান।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে