কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিডিও এবং ইমেজ জেনারেশন প্রযুক্তি ওয়ান ২.১ জনসাধারণের ব্যবহারের জন্য বা ওপেন সোর্স হিসেবে চালু করেছে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা। এর আগে মডেলটি সীমিত পরিসরে ডেভেলপারদের জন্য চালু করা হয়। আজ বুধবার থেকেই এই মডেল ব্যবহার করা যাবে। এই পদক্ষেপ সম্ভবত এই মডেলের গ্রহণযোগ্যতা বাড়াবে এবং এআই খাতে প্রতিযোগিতাকে আরও তীব্র করবে।
এদিকে চীনে স্টার্টআপ ডিপসিক তাদের সস্তা ওপেন সোর্স মডেলগুলো প্রকাশের মাধ্যমে প্রযুক্তি বিনিয়োগকারীদের মধ্যে সাড়া ফেলে এবং ব্যাপক নজর কাড়তে সক্ষম হয়েছে। এই স্টার্টআপে মডেলগুলোর কার্যকারিতার সঙ্গে বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠিত যেমন: ওপেনএআইয়ের চ্যাটজিপিটির কার্যকারিতার সঙ্গে তুলনা করা হচ্ছে। তাই এআই বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে আলিবাবা এই পদক্ষেপ নিল।
আলিবাবা জানিয়েছে, তারা ওয়ান ২.১-এর চারটি সংস্করণ প্রকাশ করেছে। সেগুলো হলো—টি২ভি ১.৩ বি, টি২ভি ১.১৪ বি, আই২ভি ১৪ বি–৭২০পি এবং আই২ভি ১৪ বি–৪৮০পি টি২ভি ১.৩ বি। এগুলো টেক্সট এবং ইমেজ ইনপুট থেকে ছবি ও ভিডিও তৈরি করতে পারে। ‘১৪ বি’-এর মানে হলো—এই সংস্করণগুলো ১৪ বিলিয়ন প্যারামিটার গ্রহণ করতে পারে। অর্থাৎ, এগুলো আরও বেশি ইনপুট প্রসেস করতে পারে এবং এর ফলে আরও সঠিক ফলাফল দেয়।
বিশ্বব্যাপী একাডেমিক, গবেষণা ও বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য এই মডেলগুলো এখন আলিবাবার ক্লাউড প্ল্যাটফর্ম ‘মডেলস্কোপ’ ও ‘হাগিংফেসএ’ পাওয়া যাবে।
আলিবাবা জানিয়েছে যে, তারা জানুয়ারি মাসে ভিডিও ও ইমেজ জেনারেশন মডেলের সর্বশেষ সংস্করণ ওয়ান ২.১-এর উন্মোচন করেছিল এবং পরে এর নাম সংক্ষেপ করে ‘ওয়ান’ রাখা হয়েছে। এটি খুবই বাস্তবসম্মত ভিজ্যুয়াল তৈরি করার ক্ষমতার জন্য ব্যাপক প্রশংসিত হয়েছে। কোম্পানি আরও দাবি করেছে যে, তারা ভিবিবেঞ্চ নামের একটি সূচকে ভিডিও জেনারেটিভ মডেলের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে। এখানে মাল্টি-অবজেক্ট ইন্টারঅ্যাকশনসহ অন্যান্য কার্যক্রমে প্রথম স্থানে রয়েছে আলিবাবার মডেলটি।
এ ছাড়া, গত মঙ্গলবার আলিবাবা তাদের নতুন রিজনিং মডেল কিউডব্লিউকিউ–ম্যাক্সও উন্মোচন করেছে, যা সম্পূর্ণভাবে উন্মোচনের পর ওপেন সোর্স হিসেবে উন্মুক্ত হবে।
এদিকে, চলতি সপ্তাহেই আলিবাবা বলেছে, আগামী তিন বছরের মধ্যে তাদের ক্লাউড কম্পিউটিং এবং এআই অবকাঠামো উন্নয়নে ৩৮০ বিলিয়ন ইউয়ান বা ৫২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই বিশাল বিনিয়োগ ই-কমার্স জায়ান্টটির কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নেতৃত্ব স্থানে আসার উচ্চাকাঙ্ক্ষা স্পষ্ট করে তুলেছে।
তথ্যসূত্র: রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিডিও এবং ইমেজ জেনারেশন প্রযুক্তি ওয়ান ২.১ জনসাধারণের ব্যবহারের জন্য বা ওপেন সোর্স হিসেবে চালু করেছে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা। এর আগে মডেলটি সীমিত পরিসরে ডেভেলপারদের জন্য চালু করা হয়। আজ বুধবার থেকেই এই মডেল ব্যবহার করা যাবে। এই পদক্ষেপ সম্ভবত এই মডেলের গ্রহণযোগ্যতা বাড়াবে এবং এআই খাতে প্রতিযোগিতাকে আরও তীব্র করবে।
এদিকে চীনে স্টার্টআপ ডিপসিক তাদের সস্তা ওপেন সোর্স মডেলগুলো প্রকাশের মাধ্যমে প্রযুক্তি বিনিয়োগকারীদের মধ্যে সাড়া ফেলে এবং ব্যাপক নজর কাড়তে সক্ষম হয়েছে। এই স্টার্টআপে মডেলগুলোর কার্যকারিতার সঙ্গে বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠিত যেমন: ওপেনএআইয়ের চ্যাটজিপিটির কার্যকারিতার সঙ্গে তুলনা করা হচ্ছে। তাই এআই বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে আলিবাবা এই পদক্ষেপ নিল।
আলিবাবা জানিয়েছে, তারা ওয়ান ২.১-এর চারটি সংস্করণ প্রকাশ করেছে। সেগুলো হলো—টি২ভি ১.৩ বি, টি২ভি ১.১৪ বি, আই২ভি ১৪ বি–৭২০পি এবং আই২ভি ১৪ বি–৪৮০পি টি২ভি ১.৩ বি। এগুলো টেক্সট এবং ইমেজ ইনপুট থেকে ছবি ও ভিডিও তৈরি করতে পারে। ‘১৪ বি’-এর মানে হলো—এই সংস্করণগুলো ১৪ বিলিয়ন প্যারামিটার গ্রহণ করতে পারে। অর্থাৎ, এগুলো আরও বেশি ইনপুট প্রসেস করতে পারে এবং এর ফলে আরও সঠিক ফলাফল দেয়।
বিশ্বব্যাপী একাডেমিক, গবেষণা ও বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য এই মডেলগুলো এখন আলিবাবার ক্লাউড প্ল্যাটফর্ম ‘মডেলস্কোপ’ ও ‘হাগিংফেসএ’ পাওয়া যাবে।
আলিবাবা জানিয়েছে যে, তারা জানুয়ারি মাসে ভিডিও ও ইমেজ জেনারেশন মডেলের সর্বশেষ সংস্করণ ওয়ান ২.১-এর উন্মোচন করেছিল এবং পরে এর নাম সংক্ষেপ করে ‘ওয়ান’ রাখা হয়েছে। এটি খুবই বাস্তবসম্মত ভিজ্যুয়াল তৈরি করার ক্ষমতার জন্য ব্যাপক প্রশংসিত হয়েছে। কোম্পানি আরও দাবি করেছে যে, তারা ভিবিবেঞ্চ নামের একটি সূচকে ভিডিও জেনারেটিভ মডেলের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে। এখানে মাল্টি-অবজেক্ট ইন্টারঅ্যাকশনসহ অন্যান্য কার্যক্রমে প্রথম স্থানে রয়েছে আলিবাবার মডেলটি।
এ ছাড়া, গত মঙ্গলবার আলিবাবা তাদের নতুন রিজনিং মডেল কিউডব্লিউকিউ–ম্যাক্সও উন্মোচন করেছে, যা সম্পূর্ণভাবে উন্মোচনের পর ওপেন সোর্স হিসেবে উন্মুক্ত হবে।
এদিকে, চলতি সপ্তাহেই আলিবাবা বলেছে, আগামী তিন বছরের মধ্যে তাদের ক্লাউড কম্পিউটিং এবং এআই অবকাঠামো উন্নয়নে ৩৮০ বিলিয়ন ইউয়ান বা ৫২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই বিশাল বিনিয়োগ ই-কমার্স জায়ান্টটির কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নেতৃত্ব স্থানে আসার উচ্চাকাঙ্ক্ষা স্পষ্ট করে তুলেছে।
তথ্যসূত্র: রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে