সার্চ ইঞ্জিনে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচার ‘এআই ওভারভিউ’ যুক্ত করেছে গুগল। এর মাধ্যমে সহজে নির্দিষ্ট বিষয়ের তথ্য অনুসন্ধানের পাশাপাশি নানা ওয়েবসাইটে থাকা তথ্যের সারসংক্ষেপ জানা যায়। গত মাসে ফিচারটি চালুর পর উল্টাপাল্টা ও ভুল উত্তরের কারণে ইন্টারনেটে ব্যাপক আলোড়ন উঠে। এর মধ্যে অন্যতম ছিল- আঠা দিয়ে পিজ্জার ওপরে টপিং (পনিরসহ নানা উপাদান) আটকানোর পরামর্শ। সমালোচনার এত দিন পরও এ সমস্যার সমাধান হয়নি। এখনো পিজ্জায় আঠা লাগানোর পরামর্শ দিচ্ছে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ইন্টারনেটের ব্যাপক সমালোচনার সময় কেটি নোটোপোলোস নামে ইন্টারনেট ব্যক্তিত্ব সত্যিই আঠা লাগিয়ে পিৎজা খান। তাকে নিয়ে বিজনেস ইনসাইডারের ওয়েবসাইটে প্রতিবেদন ছাপা হয়। ‘পিজ্জায় কতটুকু আঠা লাগিয়ে খাওয়া উচিত’ এমন প্রশ্ন করা হলে গুগলের এআই সার্চ প্রতিবেদনটির লিংক দেয় ও প্রতিবেদন থেকে উত্তর তৈরি করে। উত্তরে এআই বলে এক কাপের এক– অষ্টমাংশ বা ২ টেবিল চামচ আঠা পিজ্জায় ব্যবহার করতে হবে। বিষয়টি নিয়ে ভার্জে একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে।
ভার্জের প্রতিবেদক বলছে, যতবারই গুগলের এআইকে ভুল ধরিয়ে দেওয়া হচ্ছে, ততই আরো ভুল হচ্ছে। অর্থাৎ এআই বুঝতে পারে না কোনটি সঠিক বা বেঠিক। এ জন্য ইন্টারনেট থেকে কোনো তথ্য পেলেই তা তুলে ধরে। সেটি অপ্রাসঙ্গিক বা ভুল হতে পারে।
তবে এই ধরনের সমস্যা অন্য এআইভিত্তিক সার্চে দেখা যায়নি। একই প্রশ্ন পারপ্লেক্সিটি এআইকে জিজ্ঞাসা করে ভার্জ প্রতিবেদক। তবে উত্তরে এআই মডেলটি বলে, আমি দৃঢ়ভাবে পিজ্জাতে কোনো আঠা লাগানোর বিরুদ্ধে পরামর্শ দেব। আঠা ভোজ্য উপাদান নয় এবং এটি খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।’ এরপর এটি ব্যাখ্যা করে কীভাবে ‘পিৎজার ওপর আঠালো’ মিমের উদ্ভব হয়েছে। চ্যাটজিপিটিও পিজ্জায় আঠা দিয়ে খাওয়ার বিপক্ষে উত্তর দেয়।
গুগলের এআই নিজের পণ্য নিয়েও কোনো তথ্য দিতে পারে না। তবে গুগল ইনকগনিটো মোডে কীভাবে স্ক্রিনশটে নেওয়া যায় এমন প্রশ্নের উত্তরেও সঠিক উত্তর দিতে পারেনি এই ফিচার। একবার গুগলের সাধারণ ট্যাবের স্ক্রিনশট নেওয়া প্রক্রিয়া বর্ণনা করে এআই। আরেকবার ইনকগনিটো মোডে কীভাবে স্ক্রিনশটে নেওয়া যায় না বলে জানায় এই ফিচার। ২১ জুন, ২০২৩ সালের পর্যন্ত ইনকগনিটো মোডে স্ক্রিনশট নেওয়া যেতে না। তবে এর পরে অ্যান্ড্রয়েড ১৩ ও এর পরের সংস্করণগুলো ডিভাইস থেকে স্ক্রিনশট নেওয়া যায়।
সার্চ ইঞ্জিনে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচার ‘এআই ওভারভিউ’ যুক্ত করেছে গুগল। এর মাধ্যমে সহজে নির্দিষ্ট বিষয়ের তথ্য অনুসন্ধানের পাশাপাশি নানা ওয়েবসাইটে থাকা তথ্যের সারসংক্ষেপ জানা যায়। গত মাসে ফিচারটি চালুর পর উল্টাপাল্টা ও ভুল উত্তরের কারণে ইন্টারনেটে ব্যাপক আলোড়ন উঠে। এর মধ্যে অন্যতম ছিল- আঠা দিয়ে পিজ্জার ওপরে টপিং (পনিরসহ নানা উপাদান) আটকানোর পরামর্শ। সমালোচনার এত দিন পরও এ সমস্যার সমাধান হয়নি। এখনো পিজ্জায় আঠা লাগানোর পরামর্শ দিচ্ছে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ইন্টারনেটের ব্যাপক সমালোচনার সময় কেটি নোটোপোলোস নামে ইন্টারনেট ব্যক্তিত্ব সত্যিই আঠা লাগিয়ে পিৎজা খান। তাকে নিয়ে বিজনেস ইনসাইডারের ওয়েবসাইটে প্রতিবেদন ছাপা হয়। ‘পিজ্জায় কতটুকু আঠা লাগিয়ে খাওয়া উচিত’ এমন প্রশ্ন করা হলে গুগলের এআই সার্চ প্রতিবেদনটির লিংক দেয় ও প্রতিবেদন থেকে উত্তর তৈরি করে। উত্তরে এআই বলে এক কাপের এক– অষ্টমাংশ বা ২ টেবিল চামচ আঠা পিজ্জায় ব্যবহার করতে হবে। বিষয়টি নিয়ে ভার্জে একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে।
ভার্জের প্রতিবেদক বলছে, যতবারই গুগলের এআইকে ভুল ধরিয়ে দেওয়া হচ্ছে, ততই আরো ভুল হচ্ছে। অর্থাৎ এআই বুঝতে পারে না কোনটি সঠিক বা বেঠিক। এ জন্য ইন্টারনেট থেকে কোনো তথ্য পেলেই তা তুলে ধরে। সেটি অপ্রাসঙ্গিক বা ভুল হতে পারে।
তবে এই ধরনের সমস্যা অন্য এআইভিত্তিক সার্চে দেখা যায়নি। একই প্রশ্ন পারপ্লেক্সিটি এআইকে জিজ্ঞাসা করে ভার্জ প্রতিবেদক। তবে উত্তরে এআই মডেলটি বলে, আমি দৃঢ়ভাবে পিজ্জাতে কোনো আঠা লাগানোর বিরুদ্ধে পরামর্শ দেব। আঠা ভোজ্য উপাদান নয় এবং এটি খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।’ এরপর এটি ব্যাখ্যা করে কীভাবে ‘পিৎজার ওপর আঠালো’ মিমের উদ্ভব হয়েছে। চ্যাটজিপিটিও পিজ্জায় আঠা দিয়ে খাওয়ার বিপক্ষে উত্তর দেয়।
গুগলের এআই নিজের পণ্য নিয়েও কোনো তথ্য দিতে পারে না। তবে গুগল ইনকগনিটো মোডে কীভাবে স্ক্রিনশটে নেওয়া যায় এমন প্রশ্নের উত্তরেও সঠিক উত্তর দিতে পারেনি এই ফিচার। একবার গুগলের সাধারণ ট্যাবের স্ক্রিনশট নেওয়া প্রক্রিয়া বর্ণনা করে এআই। আরেকবার ইনকগনিটো মোডে কীভাবে স্ক্রিনশটে নেওয়া যায় না বলে জানায় এই ফিচার। ২১ জুন, ২০২৩ সালের পর্যন্ত ইনকগনিটো মোডে স্ক্রিনশট নেওয়া যেতে না। তবে এর পরে অ্যান্ড্রয়েড ১৩ ও এর পরের সংস্করণগুলো ডিভাইস থেকে স্ক্রিনশট নেওয়া যায়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২২ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২২ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২২ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৩ দিন আগে