প্রায় দুই ঘণ্টা অকেজো থাকার পর ফের সচল হয়েছে হোয়াটসঅ্যাপ। যদিও এই মেসেজিং অ্যাপে এখনো কিছু সমস্যা রয়ে গেছে বলে জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। মালিক প্রতিষ্ঠান মেটা বলছে, সমস্যা সমাধানে কাজ চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৫ মিনিটের পর থেকে ধীরে ধীরে কার্যকর হতে শুরু করে হোয়াটসঅ্যাপ। তবে এখনো হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপ্লিকেশন এখনো ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ করছেন ব্যবহারকারীরা। তবে মোবাইল অ্যাপে বার্তা পাঠানো ও গ্রহণ করা যাচ্ছে। কোনো কোনো ব্যবহারকারী বলছেন, বার্তা পাঠানো গেলেও কিছু কিছু ক্ষেত্রে মোবাইল অ্যাপও নিখুঁতভাবে কাজ করছে না।
সংবাদমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে হোয়াটসঅ্যাপে বিভ্রাট দেখা দেয়। সার্ভারের কার্যকারিতা বিষয়ক ওয়েবসাইট ডাউন ডিটেক্টর বলছে, ওই সময় থেকে হোয়াটসঅ্যাপের সার্ভার কাজ না করার রিপোর্ট আসতে থাকে। ভারতে সকাল থেকে এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি রিপোর্ট ডাউন ডিটেক্টরের ওয়েবসাইটে জমা হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যে ৫৭ হাজার ৬০০, সিঙ্গাপুরে ১৯ হাজারসহ আরও বেশ কয়েকটি দেশ থেকে রিপোর্ট জমা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে হতাশা প্রকাশ করেন ব্যবহারকারীরা।
এদিকে হোয়াটসঅ্যাপের বিভ্রাট নিয়ে প্রাথমিকভাবে বক্তব্য না দিলেও পরে মুখ খোলে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, ‘ব্যবহারকারীদের অনেকেই হোয়াটসঅ্যাপে ঢুকতে এবং বার্তা পাঠাতে পারছেন না বলে আমাদের কাছে খবর এসেছে। এ সমস্যা আমরা যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা করছি।’
ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার ভারত। সারা বিশ্বের প্রায় ২০০ কোটি ব্যবহারকারী যোগাযোগ ও আর্থিক লেনদেনের কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন।
এর আগে গত বছরের ৫ অক্টোবর বিশ্বজুড়ে মেটার ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সেবা বিঘ্নিত হয়েছিল। সার্ভার ডাউন হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছিল এই তিন সেবা। তারপর এবারই প্রথম হোয়াটসঅ্যাপে এমন বিভ্রাট দেখা দিল।
প্রায় দুই ঘণ্টা অকেজো থাকার পর ফের সচল হয়েছে হোয়াটসঅ্যাপ। যদিও এই মেসেজিং অ্যাপে এখনো কিছু সমস্যা রয়ে গেছে বলে জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। মালিক প্রতিষ্ঠান মেটা বলছে, সমস্যা সমাধানে কাজ চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৫ মিনিটের পর থেকে ধীরে ধীরে কার্যকর হতে শুরু করে হোয়াটসঅ্যাপ। তবে এখনো হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপ্লিকেশন এখনো ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ করছেন ব্যবহারকারীরা। তবে মোবাইল অ্যাপে বার্তা পাঠানো ও গ্রহণ করা যাচ্ছে। কোনো কোনো ব্যবহারকারী বলছেন, বার্তা পাঠানো গেলেও কিছু কিছু ক্ষেত্রে মোবাইল অ্যাপও নিখুঁতভাবে কাজ করছে না।
সংবাদমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে হোয়াটসঅ্যাপে বিভ্রাট দেখা দেয়। সার্ভারের কার্যকারিতা বিষয়ক ওয়েবসাইট ডাউন ডিটেক্টর বলছে, ওই সময় থেকে হোয়াটসঅ্যাপের সার্ভার কাজ না করার রিপোর্ট আসতে থাকে। ভারতে সকাল থেকে এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি রিপোর্ট ডাউন ডিটেক্টরের ওয়েবসাইটে জমা হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যে ৫৭ হাজার ৬০০, সিঙ্গাপুরে ১৯ হাজারসহ আরও বেশ কয়েকটি দেশ থেকে রিপোর্ট জমা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে হতাশা প্রকাশ করেন ব্যবহারকারীরা।
এদিকে হোয়াটসঅ্যাপের বিভ্রাট নিয়ে প্রাথমিকভাবে বক্তব্য না দিলেও পরে মুখ খোলে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, ‘ব্যবহারকারীদের অনেকেই হোয়াটসঅ্যাপে ঢুকতে এবং বার্তা পাঠাতে পারছেন না বলে আমাদের কাছে খবর এসেছে। এ সমস্যা আমরা যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা করছি।’
ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার ভারত। সারা বিশ্বের প্রায় ২০০ কোটি ব্যবহারকারী যোগাযোগ ও আর্থিক লেনদেনের কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন।
এর আগে গত বছরের ৫ অক্টোবর বিশ্বজুড়ে মেটার ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সেবা বিঘ্নিত হয়েছিল। সার্ভার ডাউন হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছিল এই তিন সেবা। তারপর এবারই প্রথম হোয়াটসঅ্যাপে এমন বিভ্রাট দেখা দিল।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫