প্রযুক্তি ডেস্ক, ঢাকা
জ্যাম ঠেলে অনেকটা সময় ব্যয় করে বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটার দিন শেষ এখন। ফলে সময় বেঁচেছে অনেকখানি। এখন হাতের মুঠোয় ধরা মোবাইল ফোন দিয়ে যেকোনো জায়গা থেকে বাসের টিকিট কাটা যায়। এর জন্য আছে একাধিক ওয়েবসাইট ও অ্যাপ।
বাস খুঁজুন
এটি একটি ওয়েবসাইট। কোন বাস কখন কোন জায়গা থেকে ছাড়বে, কিংবা কখন গন্তব্যে পৌঁছাবে—সব তথ্যই মিলবে এই ওয়েবসাইটে। সঙ্গে থাকছে দেশজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন কাউন্টারের ফোন নম্বর, রুট নম্বরসহ প্রয়োজনীয় তথ্যাদি।
এসি, নন এসি, স্লিপিং চেয়ার, বিজনেস ক্লাসসহ প্রায় সব ধরনের বাসের পূর্ণাঙ্গ সময়সূচি তৈরি করেছে ‘বাস খুঁজুন’ ওয়েবসাইটটি। এ ছাড়া পছন্দের গন্তব্য নির্বাচন করে নির্দিষ্ট বাস খুঁজে নিতে সাহায্য করবে এই প্ল্যাটফর্ম। সার্বক্ষণিক যোগাযোগের জন্য মোবাইল ফোন ও ই-মেইলের মাধ্যমে বাস খুঁজুনের সঙ্গে যুক্ত থাকার ব্যবস্থা আছে। বাস খোঁজার পাশাপাশি এই ওয়েবসাইটে বাসবিষয়ক সব খবরাখবরও পাওয়া যাবে।
‘বাস খুঁজুন’ থেকে সেবা পেতে যেকোনো ব্রাউজার থেকে বাস খুঁজুন ডট কম যেতে হবে। সার্চ অপশন থেকে রুট নির্বাচন করে বাসের নির্দিষ্ট ক্যাটাগরির মাধ্যমে সার্চ করে বিভিন্ন বাসের তথ্য পাওয়া যাবে। এ ছাড়া ওয়েবসাইটে নির্দিষ্ট বাসের নাম লিখেও খোঁজার ব্যবস্থা আছে। তবে কিছু বহুল পরিচিত বাসের তথ্য ওয়েবসাইটের মূল পাতায় দেওয়া থাকে। ক্লিক করলে ওই সব প্রতিষ্ঠানের সব বাসের তথ্য পাওয়া যাবে মুহূর্তেই। ওয়েবসাইটটিতে আরও আছে রেজিস্ট্রেশন ও লগইন করে অংশ নেওয়ার ব্যবস্থা। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভালো সেবা দেওয়াই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
গুগল ম্যাপ
গুগল ম্যাপের মাধ্যমেও জানা যাবে সব রুটের বাসের খবরাখবর। এ জন্য মোবাইলে ইনস্টল করা গুগল ম্যাপ অ্যাপে ঢুকতে হবে। সার্চ অপশনে প্রত্যাশিত গন্তব্যস্থল লিখে ‘ডিরেকশন’-এ ক্লিক করতে হবে। এরপর ‘ট্রানজিট’-এ ক্লিক করলে সব ধরনের বাসের তথ্য চলে আসবে।
বাস খোঁজার ক্ষেত্রে ম্যাপে নিজের পছন্দের সময় নির্দিষ্ট করে সেট করলে বাস খুঁজে পেতে সহজ হবে। এ ছাড়া কোন রুটে চলাচল করলে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানো যাবে বা কোন রুটে কম হাঁটতে হবে—এ বিষয়ে তথ্য পাওয়া যাবে রুট অপশনে।
সহজ ডট কম
সহজ ডট কম বা সহজ অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো, এখান থেকে পছন্দমতো গন্তব্য ঠিক করে টিকিট কেনার ব্যবস্থা আছে। সহজের ওয়েবসাইট বা অ্যাপে ঢুকে কোন জায়গা থেকে কবে কোথায় যাবেন, তা সিলেক্ট করে নির্দিষ্ট বাসের নির্দিষ্ট সিট বুক করা সম্ভব। এতে সময় এবং কাউন্টারে যাওয়ার অতিরিক্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। আর পেমেন্টের জন্য কাউন্টারের ঝক্কি দূর করবে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সিস্টেম।
জ্যাম ঠেলে অনেকটা সময় ব্যয় করে বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটার দিন শেষ এখন। ফলে সময় বেঁচেছে অনেকখানি। এখন হাতের মুঠোয় ধরা মোবাইল ফোন দিয়ে যেকোনো জায়গা থেকে বাসের টিকিট কাটা যায়। এর জন্য আছে একাধিক ওয়েবসাইট ও অ্যাপ।
বাস খুঁজুন
এটি একটি ওয়েবসাইট। কোন বাস কখন কোন জায়গা থেকে ছাড়বে, কিংবা কখন গন্তব্যে পৌঁছাবে—সব তথ্যই মিলবে এই ওয়েবসাইটে। সঙ্গে থাকছে দেশজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন কাউন্টারের ফোন নম্বর, রুট নম্বরসহ প্রয়োজনীয় তথ্যাদি।
এসি, নন এসি, স্লিপিং চেয়ার, বিজনেস ক্লাসসহ প্রায় সব ধরনের বাসের পূর্ণাঙ্গ সময়সূচি তৈরি করেছে ‘বাস খুঁজুন’ ওয়েবসাইটটি। এ ছাড়া পছন্দের গন্তব্য নির্বাচন করে নির্দিষ্ট বাস খুঁজে নিতে সাহায্য করবে এই প্ল্যাটফর্ম। সার্বক্ষণিক যোগাযোগের জন্য মোবাইল ফোন ও ই-মেইলের মাধ্যমে বাস খুঁজুনের সঙ্গে যুক্ত থাকার ব্যবস্থা আছে। বাস খোঁজার পাশাপাশি এই ওয়েবসাইটে বাসবিষয়ক সব খবরাখবরও পাওয়া যাবে।
‘বাস খুঁজুন’ থেকে সেবা পেতে যেকোনো ব্রাউজার থেকে বাস খুঁজুন ডট কম যেতে হবে। সার্চ অপশন থেকে রুট নির্বাচন করে বাসের নির্দিষ্ট ক্যাটাগরির মাধ্যমে সার্চ করে বিভিন্ন বাসের তথ্য পাওয়া যাবে। এ ছাড়া ওয়েবসাইটে নির্দিষ্ট বাসের নাম লিখেও খোঁজার ব্যবস্থা আছে। তবে কিছু বহুল পরিচিত বাসের তথ্য ওয়েবসাইটের মূল পাতায় দেওয়া থাকে। ক্লিক করলে ওই সব প্রতিষ্ঠানের সব বাসের তথ্য পাওয়া যাবে মুহূর্তেই। ওয়েবসাইটটিতে আরও আছে রেজিস্ট্রেশন ও লগইন করে অংশ নেওয়ার ব্যবস্থা। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভালো সেবা দেওয়াই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
গুগল ম্যাপ
গুগল ম্যাপের মাধ্যমেও জানা যাবে সব রুটের বাসের খবরাখবর। এ জন্য মোবাইলে ইনস্টল করা গুগল ম্যাপ অ্যাপে ঢুকতে হবে। সার্চ অপশনে প্রত্যাশিত গন্তব্যস্থল লিখে ‘ডিরেকশন’-এ ক্লিক করতে হবে। এরপর ‘ট্রানজিট’-এ ক্লিক করলে সব ধরনের বাসের তথ্য চলে আসবে।
বাস খোঁজার ক্ষেত্রে ম্যাপে নিজের পছন্দের সময় নির্দিষ্ট করে সেট করলে বাস খুঁজে পেতে সহজ হবে। এ ছাড়া কোন রুটে চলাচল করলে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানো যাবে বা কোন রুটে কম হাঁটতে হবে—এ বিষয়ে তথ্য পাওয়া যাবে রুট অপশনে।
সহজ ডট কম
সহজ ডট কম বা সহজ অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো, এখান থেকে পছন্দমতো গন্তব্য ঠিক করে টিকিট কেনার ব্যবস্থা আছে। সহজের ওয়েবসাইট বা অ্যাপে ঢুকে কোন জায়গা থেকে কবে কোথায় যাবেন, তা সিলেক্ট করে নির্দিষ্ট বাসের নির্দিষ্ট সিট বুক করা সম্ভব। এতে সময় এবং কাউন্টারে যাওয়ার অতিরিক্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। আর পেমেন্টের জন্য কাউন্টারের ঝক্কি দূর করবে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সিস্টেম।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫