অ্যাপ স্টোরের ইন-অ্যাপ পারচেজের বিষয়ে আদালতের আদেশকে অ্যাপল অবমাননা করছে বলে এপিকের সঙ্গে সুর মিলিয়েছে মেটা, মাইক্রোসফট, এক্স (টুইটার) ও ম্যাচ গ্রুপের মতো প্রযুক্তি কোম্পানিগুলো। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন এসব তথ্য জানা যায়।
অ্যাপ স্টোরের সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলোর কয়েকটি অ্যাপ এসব প্রযুক্তি কোম্পানিগুলো তৈরি করেছে। কোম্পানিগুলো বলছে, অ্যাপল ২০২১ সালের সেপ্টেম্বরে আদালতের আদেশের ‘স্পষ্ট লঙ্ঘন’ করেছে। এর ফলে গ্রাহকদের জন্য ডিজিটাল পণ্যের ফি সাশ্রয়ী করাকে কঠিন করে তোলে।
ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের নথিতে বলা হয়, অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে অ্যাপল।
গত ১৬ জানুয়ারি এক বিবৃতিতে অ্যাপল বলছে, কোম্পানিটি আদালতের আদেশ সম্পূর্ণরূপে মেনে চলছে, যা ভোক্তাদের ও ‘অ্যাপলের ইকোসিস্টেমের অখণ্ডতা’ রক্ষা করবে এবং ডেভেলপাররা যেন বিনা মূল্যে এই সুবিধা ব্যবহার করতে না পারে, তাও নিশ্চিত করবে।
২০২০ সালে অ্যাপলের বিরুদ্ধে মামলা করে এপিক। মামলার অভিযোগে এপিক বলে, গ্রাহকদের অ্যাপ স্টোরের মাধ্যমে অ্যাপস ইনস্টলে বাধ্য করতে ও ক্রয়ের ওপর ডেভেলপারদের ৩০ শতাংশ পর্যন্ত ফি আরোপ করে কোম্পানিটি অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করেছে।
আদালতের আদেশ অনুযায়ী, অ্যাপলকে ইন-অ্যাপ বিলিংয়ের ক্ষেত্রে বিকল্প লিংক ও বাটনের ব্যবস্থা করার সুবিধা ডেভেলপারদের দিতে হবে।
গত সপ্তাহে এপিক দাবি করে, অ্যাপল আদালতের এই আদেশ অবমাননা করে। কোম্পানিটির নতুন নিয়ম ও ডেভেলপারদের ওপর নতুন ২৭ শতাংশ ফি এসব লিংকের কার্যকারিতা মূল্যহীন করে তুলছে।
গত বুধবারে নথিতে বলা হয়েছে, বিকল্প লিংক থেকে ইন-অ্যাপ পারচেসের জন্য ডেভেলপাররা ব্যবহারকারীদের সঙ্গে কোথায় ও কীভাবে যোগাযোগ করতে পারে তার ওপর অ্যাপলের বিভিন্ন বিধিনিষেধ প্রতিযোগিতায় উল্লেখযোগ্য বাধা তৈরি করে ও কৃত্রিমভাবে দাম বাড়ায়।
গত জানুয়ারিতে অ্যাপলের আপিল না শোনার সিদ্ধান্ত নেয় মার্কিন সুপ্রিম কোর্ট। অন্যদিকে এপিকের আপিলের শুনানির পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত অ্যাপলের নীতিগুলি ফেডারেল অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করে না।
এপিকের অভিযোগের প্রতিক্রিয়া জানাতে আনুষ্ঠানিকভাবে অ্যাপলের ৩ এপ্রিল পর্যন্ত সময় আছে।
ক্যালিফোর্নিয়ার কিউপারটিনোতে অ্যাপলের সদর দপ্তর অবস্থিত ও এপিক উত্তর ক্যারোলিনার ক্যারিতে অবস্থিত।
অ্যাপলের বিরুদ্ধে এপিকের মামলাটি যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্ট নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ায় করা হয়েছে।
অ্যাপ স্টোরের ইন-অ্যাপ পারচেজের বিষয়ে আদালতের আদেশকে অ্যাপল অবমাননা করছে বলে এপিকের সঙ্গে সুর মিলিয়েছে মেটা, মাইক্রোসফট, এক্স (টুইটার) ও ম্যাচ গ্রুপের মতো প্রযুক্তি কোম্পানিগুলো। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন এসব তথ্য জানা যায়।
অ্যাপ স্টোরের সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলোর কয়েকটি অ্যাপ এসব প্রযুক্তি কোম্পানিগুলো তৈরি করেছে। কোম্পানিগুলো বলছে, অ্যাপল ২০২১ সালের সেপ্টেম্বরে আদালতের আদেশের ‘স্পষ্ট লঙ্ঘন’ করেছে। এর ফলে গ্রাহকদের জন্য ডিজিটাল পণ্যের ফি সাশ্রয়ী করাকে কঠিন করে তোলে।
ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের নথিতে বলা হয়, অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে অ্যাপল।
গত ১৬ জানুয়ারি এক বিবৃতিতে অ্যাপল বলছে, কোম্পানিটি আদালতের আদেশ সম্পূর্ণরূপে মেনে চলছে, যা ভোক্তাদের ও ‘অ্যাপলের ইকোসিস্টেমের অখণ্ডতা’ রক্ষা করবে এবং ডেভেলপাররা যেন বিনা মূল্যে এই সুবিধা ব্যবহার করতে না পারে, তাও নিশ্চিত করবে।
২০২০ সালে অ্যাপলের বিরুদ্ধে মামলা করে এপিক। মামলার অভিযোগে এপিক বলে, গ্রাহকদের অ্যাপ স্টোরের মাধ্যমে অ্যাপস ইনস্টলে বাধ্য করতে ও ক্রয়ের ওপর ডেভেলপারদের ৩০ শতাংশ পর্যন্ত ফি আরোপ করে কোম্পানিটি অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করেছে।
আদালতের আদেশ অনুযায়ী, অ্যাপলকে ইন-অ্যাপ বিলিংয়ের ক্ষেত্রে বিকল্প লিংক ও বাটনের ব্যবস্থা করার সুবিধা ডেভেলপারদের দিতে হবে।
গত সপ্তাহে এপিক দাবি করে, অ্যাপল আদালতের এই আদেশ অবমাননা করে। কোম্পানিটির নতুন নিয়ম ও ডেভেলপারদের ওপর নতুন ২৭ শতাংশ ফি এসব লিংকের কার্যকারিতা মূল্যহীন করে তুলছে।
গত বুধবারে নথিতে বলা হয়েছে, বিকল্প লিংক থেকে ইন-অ্যাপ পারচেসের জন্য ডেভেলপাররা ব্যবহারকারীদের সঙ্গে কোথায় ও কীভাবে যোগাযোগ করতে পারে তার ওপর অ্যাপলের বিভিন্ন বিধিনিষেধ প্রতিযোগিতায় উল্লেখযোগ্য বাধা তৈরি করে ও কৃত্রিমভাবে দাম বাড়ায়।
গত জানুয়ারিতে অ্যাপলের আপিল না শোনার সিদ্ধান্ত নেয় মার্কিন সুপ্রিম কোর্ট। অন্যদিকে এপিকের আপিলের শুনানির পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত অ্যাপলের নীতিগুলি ফেডারেল অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করে না।
এপিকের অভিযোগের প্রতিক্রিয়া জানাতে আনুষ্ঠানিকভাবে অ্যাপলের ৩ এপ্রিল পর্যন্ত সময় আছে।
ক্যালিফোর্নিয়ার কিউপারটিনোতে অ্যাপলের সদর দপ্তর অবস্থিত ও এপিক উত্তর ক্যারোলিনার ক্যারিতে অবস্থিত।
অ্যাপলের বিরুদ্ধে এপিকের মামলাটি যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্ট নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ায় করা হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২১ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২১ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২১ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২১ দিন আগে