দেশের ইন্টারনেট গতি বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)। ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংককে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে দেশটি। পাকিস্তানের গণমাধ্যম সামা টিভির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
পিটিএ কর্তৃপক্ষ বলছে, স্টারলিংকের লাইসেন্স প্রস্তুত, শুধু সিকিউরিটি ক্লিয়ারেন্স বাকি। একবার এই প্রক্রিয়া শেষ হলে পাকিস্তানে কাজ করার জন্য আনুষ্ঠানিকভাবে লাইসেন্স দেওয়া হবে স্টারলিংককে।
স্টারলিংকের উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু হলে পাকিস্তানের সর্বত্র ইন্টারনেট সংযোগের একটি উল্লেখযোগ্য উন্নতি হবে। বিশেষ করে গ্রামাঞ্চল ও দূরবর্তী এলাকাগুলোতে, যেখানে ব্রডব্যান্ড পরিষেবা সীমিত বা ধীর গতির হয়ে থাকে।
পিটিএ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, স্টারলিংককে পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোসফিয়ার রিসার্চ কমিশনের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তিতে প্রবেশ করতে হবে, যাতে তারা দেশটিকে তাদের পরিষেবা প্রদান করতে পারে। এই চুক্তিটি পিটিএয়ের অনুমোদন পাওয়ার জন্যও জমা দিতে হবে।
স্টারলিংকের সেবা পাকিস্তানে এক বছরের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে। এটি পাকিস্তানের নাগরিকদের নির্ভরযোগ্য এবং উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেবে।
বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে ২০১৯ সালে প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় স্টারলিংক। এসব স্যাটেলাইট পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন ডেটা সেন্টারের সঙ্গে যুক্ত। স্টারলিংকের স্যাটেলাইটগুলো এসব তথ্য তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। একই সঙ্গে ভূপৃষ্ঠে এসব তরঙ্গ ছড়িয়ে দেয়।
স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের জন্য ব্যবহারকারীর কাছেও তরঙ্গ শনাক্তের যন্ত্র থাকতে হয়। এই যন্ত্র বা অ্যানটেনা প্রতিষ্ঠানটিই সরবরাহ করে। অনেকটা স্যাটেলাইট টেলিভিশনের মতো একই পদ্ধতিতে কাজ করে স্টারলিংকের ইন্টারনেট। পৃথিবীর কক্ষপথজুড়ে প্রচুর কৃত্রিম উপগ্রহ থাকায় যেকোনো জায়গায় ইন্টারনেট সিগন্যাল পাঠানো সম্ভব। তাই দুর্গম মরু, পাহাড় বা সমুদ্রের মধ্যে, যেখানে সরাসরি তার বা অন্য কোনো মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া যায় না, সেখানেও ইন্টারনেট সংযোগ দিতে পারে স্টারলিংক।
দেশের ইন্টারনেট গতি বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)। ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংককে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে দেশটি। পাকিস্তানের গণমাধ্যম সামা টিভির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
পিটিএ কর্তৃপক্ষ বলছে, স্টারলিংকের লাইসেন্স প্রস্তুত, শুধু সিকিউরিটি ক্লিয়ারেন্স বাকি। একবার এই প্রক্রিয়া শেষ হলে পাকিস্তানে কাজ করার জন্য আনুষ্ঠানিকভাবে লাইসেন্স দেওয়া হবে স্টারলিংককে।
স্টারলিংকের উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু হলে পাকিস্তানের সর্বত্র ইন্টারনেট সংযোগের একটি উল্লেখযোগ্য উন্নতি হবে। বিশেষ করে গ্রামাঞ্চল ও দূরবর্তী এলাকাগুলোতে, যেখানে ব্রডব্যান্ড পরিষেবা সীমিত বা ধীর গতির হয়ে থাকে।
পিটিএ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, স্টারলিংককে পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোসফিয়ার রিসার্চ কমিশনের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তিতে প্রবেশ করতে হবে, যাতে তারা দেশটিকে তাদের পরিষেবা প্রদান করতে পারে। এই চুক্তিটি পিটিএয়ের অনুমোদন পাওয়ার জন্যও জমা দিতে হবে।
স্টারলিংকের সেবা পাকিস্তানে এক বছরের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে। এটি পাকিস্তানের নাগরিকদের নির্ভরযোগ্য এবং উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেবে।
বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে ২০১৯ সালে প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় স্টারলিংক। এসব স্যাটেলাইট পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন ডেটা সেন্টারের সঙ্গে যুক্ত। স্টারলিংকের স্যাটেলাইটগুলো এসব তথ্য তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। একই সঙ্গে ভূপৃষ্ঠে এসব তরঙ্গ ছড়িয়ে দেয়।
স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের জন্য ব্যবহারকারীর কাছেও তরঙ্গ শনাক্তের যন্ত্র থাকতে হয়। এই যন্ত্র বা অ্যানটেনা প্রতিষ্ঠানটিই সরবরাহ করে। অনেকটা স্যাটেলাইট টেলিভিশনের মতো একই পদ্ধতিতে কাজ করে স্টারলিংকের ইন্টারনেট। পৃথিবীর কক্ষপথজুড়ে প্রচুর কৃত্রিম উপগ্রহ থাকায় যেকোনো জায়গায় ইন্টারনেট সিগন্যাল পাঠানো সম্ভব। তাই দুর্গম মরু, পাহাড় বা সমুদ্রের মধ্যে, যেখানে সরাসরি তার বা অন্য কোনো মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া যায় না, সেখানেও ইন্টারনেট সংযোগ দিতে পারে স্টারলিংক।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২২ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২২ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২২ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২২ দিন আগে