জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যানজটের কারণে চাহিদা বাড়ছে ব্যাটারিচালিত স্কুটারের। কিন্তু স্কুটার কেনার কেনার আগে বেশ কিছু বিষয়ে জানতে হবে। যা আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
জেনে নিন নতুন বাইক কেনার আগে কোন কোন বিষয় যাচাই করবেন-
নকশা
স্কুটি কেনার আগে অবশ্যই এর ডিজাইন, রং দেখা জরুরি। রাস্তায় চলাচল করতে গেলে কাদা-ময়লায় স্কুটি নোংরা হবেই। প্রতিদিন তো আর পরিষ্কার করা সম্ভব না। তাই এমন রং পছন্দ করুন যেটায় ময়লা একটু কম বোঝা যায়।
ওজন
স্কুটি কেনার আগে অবশ্যই এর ওজনটা কেমন তা পরীক্ষা করে নিন। কেননা গাড়ির ওজন বেশি হলে তা সামলানো মুশকিল হতে পারে আপনার জন্য। সাধারণত এসব গাড়ি খুব হালকা হয়। ফলে যাদের ওজন বেশি, তারা এই গাড়ি চালালে সমস্যা হতে পারে। তা ছাড়া গাড়ির পেছনে আরও কাউকে বসালে, তার ওজনও বহনের ক্ষমতা আপনার গাড়ির রয়েছে কি না তা জেনে নিন।
চার্জ
ব্যাটারিচালিত স্কুটার কেনার সময়ে বাড়িতে তা চার্জ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। তাই আগেই দেখে নিন এতে চার্জ হতে কতক্ষণ লাগে এবং ব্যাকআপ থাকে কতক্ষণ তা জেনে নিন। কেননা দীর্ঘ ভ্রমণে বেরিয়ে মাঝ রাস্তায় দেখলেন গাড়ির চার্জ ফুরিয়ে গেছে, তখন উপায়?
গতি
বেশির ভাগ ব্যাটারিচালিত স্কুটারগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২০ মাইল। আবার কোনো কোনোটাতে ১৭ মাইলও হয়। তাই আপনার প্রয়োজন অনুযায়ী বাছাই করুন।
ইঞ্জিন
কমপক্ষে ২৫০ ওয়াটের ধারণক্ষমতার স্কুটার নির্বাচন করা উচিত। যা সমতল ভূমি এবং ছোট ছোট পাহাড়ের ওপর আপনি সহজেই চালাতে পারবেন। এর থেকে বেশি ক্ষমতার ইঞ্জিন দরকার হতে পারে পাহাড়ি পথে চলতে। সে ক্ষেত্রে দ্বৈত মোটরের স্কুটি বেছে নিতে পারেন। সে ক্ষেত্রে দাম খানিকটা বেশি হবে।
দাম
সাধারণ বাইক বা স্কুটারের তুলনায় ব্যাটারিচালিত এই বাহনের দাম অনেকটাই কম। কিন্তু এর নির্মাণকৌশল এবং যন্ত্রপাতির নিরিখে দাম নেহাত কমও নয়। ৫০ হাজার টাকা থেকে সাধারণত এর দাম শুরু হয়। ব্যাটারির ক্ষমতা, গতিবেগ বাড়লে এর দামও বাড়ে। তাই কেনার আগে দামের বিষয়টিও ভালো।
লাইসেন্স
সাধারণত ঘণ্টায় ২৫ কিলোমিটারের কম গতিবেগ হলে সেই যান চালাতে লাইসেন্স লাগে না। তবু আপনার পছন্দের ব্যাটারিচালিত স্কুটারটি কেনার আগে ভালো করে জেনে নিন, এটির জন্য কোনো লাইসেন্স লাগবে কি না।
হেডলাইট
স্কুটার কেনার আগে অবশ্যই এর হেডলাইট যাচাই করে নিন। আপনার স্কুটারটির জন্য পর্যাপ্ত আলো আছে কিনা তা নিশ্চিত করুন। দরকার পড়লে স্কুটারে অতিরিক্ত লাইট লাগানোর ব্যবস্থা আছে কিনা জেনে নিন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যানজটের কারণে চাহিদা বাড়ছে ব্যাটারিচালিত স্কুটারের। কিন্তু স্কুটার কেনার কেনার আগে বেশ কিছু বিষয়ে জানতে হবে। যা আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
জেনে নিন নতুন বাইক কেনার আগে কোন কোন বিষয় যাচাই করবেন-
নকশা
স্কুটি কেনার আগে অবশ্যই এর ডিজাইন, রং দেখা জরুরি। রাস্তায় চলাচল করতে গেলে কাদা-ময়লায় স্কুটি নোংরা হবেই। প্রতিদিন তো আর পরিষ্কার করা সম্ভব না। তাই এমন রং পছন্দ করুন যেটায় ময়লা একটু কম বোঝা যায়।
ওজন
স্কুটি কেনার আগে অবশ্যই এর ওজনটা কেমন তা পরীক্ষা করে নিন। কেননা গাড়ির ওজন বেশি হলে তা সামলানো মুশকিল হতে পারে আপনার জন্য। সাধারণত এসব গাড়ি খুব হালকা হয়। ফলে যাদের ওজন বেশি, তারা এই গাড়ি চালালে সমস্যা হতে পারে। তা ছাড়া গাড়ির পেছনে আরও কাউকে বসালে, তার ওজনও বহনের ক্ষমতা আপনার গাড়ির রয়েছে কি না তা জেনে নিন।
চার্জ
ব্যাটারিচালিত স্কুটার কেনার সময়ে বাড়িতে তা চার্জ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। তাই আগেই দেখে নিন এতে চার্জ হতে কতক্ষণ লাগে এবং ব্যাকআপ থাকে কতক্ষণ তা জেনে নিন। কেননা দীর্ঘ ভ্রমণে বেরিয়ে মাঝ রাস্তায় দেখলেন গাড়ির চার্জ ফুরিয়ে গেছে, তখন উপায়?
গতি
বেশির ভাগ ব্যাটারিচালিত স্কুটারগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২০ মাইল। আবার কোনো কোনোটাতে ১৭ মাইলও হয়। তাই আপনার প্রয়োজন অনুযায়ী বাছাই করুন।
ইঞ্জিন
কমপক্ষে ২৫০ ওয়াটের ধারণক্ষমতার স্কুটার নির্বাচন করা উচিত। যা সমতল ভূমি এবং ছোট ছোট পাহাড়ের ওপর আপনি সহজেই চালাতে পারবেন। এর থেকে বেশি ক্ষমতার ইঞ্জিন দরকার হতে পারে পাহাড়ি পথে চলতে। সে ক্ষেত্রে দ্বৈত মোটরের স্কুটি বেছে নিতে পারেন। সে ক্ষেত্রে দাম খানিকটা বেশি হবে।
দাম
সাধারণ বাইক বা স্কুটারের তুলনায় ব্যাটারিচালিত এই বাহনের দাম অনেকটাই কম। কিন্তু এর নির্মাণকৌশল এবং যন্ত্রপাতির নিরিখে দাম নেহাত কমও নয়। ৫০ হাজার টাকা থেকে সাধারণত এর দাম শুরু হয়। ব্যাটারির ক্ষমতা, গতিবেগ বাড়লে এর দামও বাড়ে। তাই কেনার আগে দামের বিষয়টিও ভালো।
লাইসেন্স
সাধারণত ঘণ্টায় ২৫ কিলোমিটারের কম গতিবেগ হলে সেই যান চালাতে লাইসেন্স লাগে না। তবু আপনার পছন্দের ব্যাটারিচালিত স্কুটারটি কেনার আগে ভালো করে জেনে নিন, এটির জন্য কোনো লাইসেন্স লাগবে কি না।
হেডলাইট
স্কুটার কেনার আগে অবশ্যই এর হেডলাইট যাচাই করে নিন। আপনার স্কুটারটির জন্য পর্যাপ্ত আলো আছে কিনা তা নিশ্চিত করুন। দরকার পড়লে স্কুটারে অতিরিক্ত লাইট লাগানোর ব্যবস্থা আছে কিনা জেনে নিন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে