প্রযুক্তি ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম মানেই দুদিন পরপর নতুন নতুন ফিচারের আনাগোনা। সেই সব ফিচারে থাকে নিত্যনতুন সুবিধা। তেমনই নতুন একটি সুবিধা এসেছে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে। মেসেজিং অ্যাপে ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়াতে এই ফিচার এনেছে মেটা।
হোয়াটসঅ্যাপ কল করার সময় কোথাও ফোনের আইপি অ্যাড্রেস দেখতে পাওয়া যায় না। কিন্তু যাঁর সঙ্গে কথা বলছেন, তাঁর কাছে পৌঁছে যায় আইপি অ্যাড্রেস। ভয়েস কল করুন অথবা ভিডিও কল—সব ক্ষেত্রেই শেয়ার হয় আইপি অ্যাড্রেস। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার অন রাখলে ব্যবহারকারী যাঁকেই ভিডিও অথবা ভয়েস কল করবেন, তাঁর কাছে শুধু সেই সার্ভারের ডেটা পৌঁছাবে। আইপি অ্যাড্রেসের নাগাল আর পাওয়া যাবে না। এই ফিচারের ফলে ফোনের গোপনীয়তা বজায় থাকবে বলে দাবি করেছে মেটা।
ফিচারটি সেট করতে হলে
এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে ক্লিক করে প্রাইভেসি অপশনে ট্যাপ করতে হবে। সেখানে স্ক্রল করার পর নিচে অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে। এবার প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল অপশনটি পাওয়া যাবে। সেই অপশনটি অন করে দিতে হবে। ব্যবহারকারী চাইলে একই পদ্ধতি মেনে এটি অফও রাখতে পারবেন। আপাতত সুবিধাটি ওয়ান-অন-ওয়ান কলের জন্যই এনেছে মেটা। হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস গোপন করার এই সুবিধা রাখা হয়নি। ফিচারটি অন রাখার ফলে দুটি ডিভাইস সরাসরি যুক্ত না হয়ে সার্ভারের মাধ্যমে যুক্ত হবে। এতে কলের কোয়ালিটি কমে যাওয়ার আশঙ্কা আছে। এ ক্ষেত্রে প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস ফিচারটি অফ করে রাখা যেতে পারে।
সূত্র: দ্য ভার্জ
সামাজিক যোগাযোগমাধ্যম মানেই দুদিন পরপর নতুন নতুন ফিচারের আনাগোনা। সেই সব ফিচারে থাকে নিত্যনতুন সুবিধা। তেমনই নতুন একটি সুবিধা এসেছে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে। মেসেজিং অ্যাপে ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়াতে এই ফিচার এনেছে মেটা।
হোয়াটসঅ্যাপ কল করার সময় কোথাও ফোনের আইপি অ্যাড্রেস দেখতে পাওয়া যায় না। কিন্তু যাঁর সঙ্গে কথা বলছেন, তাঁর কাছে পৌঁছে যায় আইপি অ্যাড্রেস। ভয়েস কল করুন অথবা ভিডিও কল—সব ক্ষেত্রেই শেয়ার হয় আইপি অ্যাড্রেস। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার অন রাখলে ব্যবহারকারী যাঁকেই ভিডিও অথবা ভয়েস কল করবেন, তাঁর কাছে শুধু সেই সার্ভারের ডেটা পৌঁছাবে। আইপি অ্যাড্রেসের নাগাল আর পাওয়া যাবে না। এই ফিচারের ফলে ফোনের গোপনীয়তা বজায় থাকবে বলে দাবি করেছে মেটা।
ফিচারটি সেট করতে হলে
এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে ক্লিক করে প্রাইভেসি অপশনে ট্যাপ করতে হবে। সেখানে স্ক্রল করার পর নিচে অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে। এবার প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল অপশনটি পাওয়া যাবে। সেই অপশনটি অন করে দিতে হবে। ব্যবহারকারী চাইলে একই পদ্ধতি মেনে এটি অফও রাখতে পারবেন। আপাতত সুবিধাটি ওয়ান-অন-ওয়ান কলের জন্যই এনেছে মেটা। হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস গোপন করার এই সুবিধা রাখা হয়নি। ফিচারটি অন রাখার ফলে দুটি ডিভাইস সরাসরি যুক্ত না হয়ে সার্ভারের মাধ্যমে যুক্ত হবে। এতে কলের কোয়ালিটি কমে যাওয়ার আশঙ্কা আছে। এ ক্ষেত্রে প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস ফিচারটি অফ করে রাখা যেতে পারে।
সূত্র: দ্য ভার্জ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২২ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২২ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২২ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২২ দিন আগে