প্রযুক্তি প্রতিবেদক
ইন্টারনেটকে হ্যাকিং থেকে মুক্ত রাখতে কাজ করছে অড্রা। অড্রা হচ্ছে ডিআইওয়াই ইন্টারনেট সলিউশন প্রতিষ্ঠান।হ্যাকিং থেকে নেটকে সুরক্ষা করার ক্ষেত্রে অড্রার রয়েছে বিশেষ দক্ষতা।
পাশাপাশি বয়সের অনুপযোগী বিষয়গুলো থেকে শিশুদেরকে মুক্ত রাখার সেবা দিতেও সক্ষম প্রতিষ্ঠানটি।
অড্রাকে অনলাইনে সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের কাছে বেশিমাত্রায় ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডে।
এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি অড্রার সাথে চুক্তি করেছে ইভ্যালি ডটকম লিমিটেড। এর ভিত্তিতে অড্রার ডিজিটাল সেবা পাওয়া যাবে ইভ্যালিতে।
অড্রার মাধ্যমে গ্রাহকরা তাদের ইন্টারনেটকে হ্যাকিং থেকে নিরাপদে রাখতে পারবেন এবং বয়সের অনুপযোগী বিষয়গুলো থেকে তাদের শিশুদের রক্ষা করতে পারবেন।
বাসাবাড়ির ইন্টারনেটের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও কাজ করে অড্রা। তাদের এ সলিউশন আকর্ষণীয় মূল্যছাড়ে ইভ্যালি থেকে কিনতে পারবেন গ্রাহকরা।
অড্রার পক্ষ থেকে বলা হয় ইভ্যালির সাথে চুক্তির পর তাদের সেবা প্রদানের মাত্রা বেড়েছে। বেশি বেশি গ্রাহকের মাঝে সেবা প্রদানের লক্ষ্যই ছিলো প্রতিষ্ঠানটির।
তাই ইভ্যালির অনলাইন সেবা তাদের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে অড্রা কতৃপক্ষ। আর এটি গ্রাহকের জন্যও পজিটিভ হবে।
ক্যাপশন: ক্যাপশন:ইন্টারনেটের অনুপযোগী বিষয়গুলো থেকে শিশুদের রক্ষা করবে অড্রা।
ইন্টারনেটকে হ্যাকিং থেকে মুক্ত রাখতে কাজ করছে অড্রা। অড্রা হচ্ছে ডিআইওয়াই ইন্টারনেট সলিউশন প্রতিষ্ঠান।হ্যাকিং থেকে নেটকে সুরক্ষা করার ক্ষেত্রে অড্রার রয়েছে বিশেষ দক্ষতা।
পাশাপাশি বয়সের অনুপযোগী বিষয়গুলো থেকে শিশুদেরকে মুক্ত রাখার সেবা দিতেও সক্ষম প্রতিষ্ঠানটি।
অড্রাকে অনলাইনে সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের কাছে বেশিমাত্রায় ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডে।
এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি অড্রার সাথে চুক্তি করেছে ইভ্যালি ডটকম লিমিটেড। এর ভিত্তিতে অড্রার ডিজিটাল সেবা পাওয়া যাবে ইভ্যালিতে।
অড্রার মাধ্যমে গ্রাহকরা তাদের ইন্টারনেটকে হ্যাকিং থেকে নিরাপদে রাখতে পারবেন এবং বয়সের অনুপযোগী বিষয়গুলো থেকে তাদের শিশুদের রক্ষা করতে পারবেন।
বাসাবাড়ির ইন্টারনেটের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও কাজ করে অড্রা। তাদের এ সলিউশন আকর্ষণীয় মূল্যছাড়ে ইভ্যালি থেকে কিনতে পারবেন গ্রাহকরা।
অড্রার পক্ষ থেকে বলা হয় ইভ্যালির সাথে চুক্তির পর তাদের সেবা প্রদানের মাত্রা বেড়েছে। বেশি বেশি গ্রাহকের মাঝে সেবা প্রদানের লক্ষ্যই ছিলো প্রতিষ্ঠানটির।
তাই ইভ্যালির অনলাইন সেবা তাদের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে অড্রা কতৃপক্ষ। আর এটি গ্রাহকের জন্যও পজিটিভ হবে।
ক্যাপশন: ক্যাপশন:ইন্টারনেটের অনুপযোগী বিষয়গুলো থেকে শিশুদের রক্ষা করবে অড্রা।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫