‘এআই সুপারপাওয়ার’ খ্যাতি পাওয়া চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়া ও আইফোন নির্মাতা ফক্সকন যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারখানা গড়ার ঘোষণা দিয়েছে। নতুন ধরনের এই ডেটা সেন্টারে এআইভিত্তিক প্রযুক্তির বিকাশে এনভিডিয়ার চিপ ব্যবহার করা হবে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এনভিডিয়ার চিপ ব্যবহার কর স্বয়ংক্রিয় গাড়ির প্রশিক্ষণ, রোবটিক্স প্ল্যাটফর্ম ও লার্জ ল্যাংগুয়েজ মডেলের বিকাশ ঘটনানো হবে। চীনে চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধের পরপরই দুই কোম্পানির এই যৌথ উদ্যোগের ঘোষণা এল।
এনভিডিয়া বলছে, চীনের বাজারে জন্য তৈরি উন্নত মানের এ৮০০ ও এইচ ৮০০ এআই চিপ দুটির রপ্তানিতে বিধিনিষেধ দিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের রাজধানী তাইপেতে গত বুধবার ফক্সকনের বার্ষিক প্রযুক্তি প্রদর্শন অনুষ্ঠানে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ও ফক্সকনের চেয়ারম্যান ইয়াং লিউ এসব তথ্য প্রকাশ করেন।
লিউ বলেন, তার কোম্পানি প্রযুক্তি পণ্য উৎপাদন থেকে সরে এসে আস্তে আস্তে সফটওয়ার সলিউশন্স প্ল্যাটফর্ম সমাধানের কোম্পানিতে পরিণত হবে।
এআই অ্যাপের জন্য উন্নত মানের চিপ তৈরি করে এনভিডিয়ার শেয়ারের দর তিনগুণ বেড়েছে। এর ফলে পুঁজিবাজারে এই কোম্পানির বাজার মূলধন বেড়ে এক লক্ষ কোটি ডলারে উঠেছে। অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট ও অ্যামাজনের সঙ্গে পঞ্চম কোম্পানি হিসেবে ‘ট্রিলিয়ন ডলার ক্লাবে’ ঢুকল এনভিডিয়া।
এদিকে অ্যাপলের অর্ধেক পণ্য উৎপাদন করে ফক্সকন। এখন ব্যবসায়িক পরিধি বাড়ানো এবং ডেস্কটপ কম্পিউটার ও স্মার্টফোনের ক্ষেত্রে সাফল্য অর্জনের চেষ্টা করছে এই কোম্পানি।
লিউ বলেন, আগামী দশকে ইলেকট্রিক গাড়ি (ইভি) কোম্পানির অর্জন বাড়াতে সাহায্য করবে।
স্বয়ংক্রিয় গাড়ি বিকাশে অংশীদারত্ব চুক্তি করেছে ফক্সকন ও এনভিডিয়া। এর আওতায়, এনভিডিয়ার চিপের ওপর ভিত্তি করে গাড়ির ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট উৎপাদন করবে ফক্সকন।
‘এআই সুপারপাওয়ার’ খ্যাতি পাওয়া চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়া ও আইফোন নির্মাতা ফক্সকন যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারখানা গড়ার ঘোষণা দিয়েছে। নতুন ধরনের এই ডেটা সেন্টারে এআইভিত্তিক প্রযুক্তির বিকাশে এনভিডিয়ার চিপ ব্যবহার করা হবে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এনভিডিয়ার চিপ ব্যবহার কর স্বয়ংক্রিয় গাড়ির প্রশিক্ষণ, রোবটিক্স প্ল্যাটফর্ম ও লার্জ ল্যাংগুয়েজ মডেলের বিকাশ ঘটনানো হবে। চীনে চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধের পরপরই দুই কোম্পানির এই যৌথ উদ্যোগের ঘোষণা এল।
এনভিডিয়া বলছে, চীনের বাজারে জন্য তৈরি উন্নত মানের এ৮০০ ও এইচ ৮০০ এআই চিপ দুটির রপ্তানিতে বিধিনিষেধ দিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের রাজধানী তাইপেতে গত বুধবার ফক্সকনের বার্ষিক প্রযুক্তি প্রদর্শন অনুষ্ঠানে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ও ফক্সকনের চেয়ারম্যান ইয়াং লিউ এসব তথ্য প্রকাশ করেন।
লিউ বলেন, তার কোম্পানি প্রযুক্তি পণ্য উৎপাদন থেকে সরে এসে আস্তে আস্তে সফটওয়ার সলিউশন্স প্ল্যাটফর্ম সমাধানের কোম্পানিতে পরিণত হবে।
এআই অ্যাপের জন্য উন্নত মানের চিপ তৈরি করে এনভিডিয়ার শেয়ারের দর তিনগুণ বেড়েছে। এর ফলে পুঁজিবাজারে এই কোম্পানির বাজার মূলধন বেড়ে এক লক্ষ কোটি ডলারে উঠেছে। অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট ও অ্যামাজনের সঙ্গে পঞ্চম কোম্পানি হিসেবে ‘ট্রিলিয়ন ডলার ক্লাবে’ ঢুকল এনভিডিয়া।
এদিকে অ্যাপলের অর্ধেক পণ্য উৎপাদন করে ফক্সকন। এখন ব্যবসায়িক পরিধি বাড়ানো এবং ডেস্কটপ কম্পিউটার ও স্মার্টফোনের ক্ষেত্রে সাফল্য অর্জনের চেষ্টা করছে এই কোম্পানি।
লিউ বলেন, আগামী দশকে ইলেকট্রিক গাড়ি (ইভি) কোম্পানির অর্জন বাড়াতে সাহায্য করবে।
স্বয়ংক্রিয় গাড়ি বিকাশে অংশীদারত্ব চুক্তি করেছে ফক্সকন ও এনভিডিয়া। এর আওতায়, এনভিডিয়ার চিপের ওপর ভিত্তি করে গাড়ির ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট উৎপাদন করবে ফক্সকন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫