ফিচার ডেস্ক
নান্দনিক ভিজ্যুয়াল এবং টিভি দেখার অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে দেশের বাজারে শাওমি এনেছে অত্যাধুনিক প্রযুক্তির শাওমি টিভি এ প্রো ২০২৫। এর মূল আকর্ষণ ডিজাইন ও প্রযুক্তি।
সিনেমাপ্রেমীদের জন্য বাড়িতে বসে সিনেমা হলের অভিজ্ঞতা এবং গেমিংয়ে মসৃণ ও ইন্টার্যাকটিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা—সবই পাওয়া যাবে এক টিভিতে। এ ছাড়া রয়েছে চোখধাঁধানো কিউএলইডি ৪-কে রেজল্যুশনের ডিসপ্লে। আছে বাস্তবের মতো দৃশ্য ফুটিয়ে তোলার জন্য ৯৪ শতাংশ ডিসিআই-পি-৩ রঙের সংমিশ্রণ। ফলে প্রতিটি দৃশ্য, শ্যাডোসহ বিস্তারিত এবং হাইলাইটের মতো ছোটখাটো বিষয়গুলো আরও নিখুঁতভাবে ফুটে উঠবে এতে।
তবে শাওমি টিভি এ প্রো ২০২৫-এর বিশেষত্ব শুধু এর ভিজ্যুয়ালেই সীমাবদ্ধ নয়; এতে রয়েছে ডলবি অডিও, ডিটিএস ও ডিটিএস ভার্চুয়াল সাউন্ড সাপোর্ট। এগুলো এই টিভির ভিজ্যুয়ালের মতোই নয়েসলেস এবং আরও পরিষ্কার শব্দের জন্য দারুণ অভিজ্ঞতা দেবে।
পছন্দের স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে গুগল প্লে অ্যাপস এবং অন্যান্য অ্যাপে দ্রুতগতিতে নেভিগেট করার জন্য রয়েছে শক্তিশালী কোয়াড এ৫৫ প্রসেসর ও ২ জিবি র্যাম। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ ও অ্যাপ ডাউনলোড করার জন্য রয়েছে ৮ জিবি রোম, যা স্টোরেজ নিয়ে ব্যবহারকারীদের চিন্তা থেকে মুক্ত রাখবে। চলতি বছরের অক্টোবর মাসে বিশ্বব্যাপী লঞ্চ করা হয় শাওমি টিভি এ প্রো ২০২৫।
নান্দনিক ভিজ্যুয়াল এবং টিভি দেখার অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে দেশের বাজারে শাওমি এনেছে অত্যাধুনিক প্রযুক্তির শাওমি টিভি এ প্রো ২০২৫। এর মূল আকর্ষণ ডিজাইন ও প্রযুক্তি।
সিনেমাপ্রেমীদের জন্য বাড়িতে বসে সিনেমা হলের অভিজ্ঞতা এবং গেমিংয়ে মসৃণ ও ইন্টার্যাকটিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা—সবই পাওয়া যাবে এক টিভিতে। এ ছাড়া রয়েছে চোখধাঁধানো কিউএলইডি ৪-কে রেজল্যুশনের ডিসপ্লে। আছে বাস্তবের মতো দৃশ্য ফুটিয়ে তোলার জন্য ৯৪ শতাংশ ডিসিআই-পি-৩ রঙের সংমিশ্রণ। ফলে প্রতিটি দৃশ্য, শ্যাডোসহ বিস্তারিত এবং হাইলাইটের মতো ছোটখাটো বিষয়গুলো আরও নিখুঁতভাবে ফুটে উঠবে এতে।
তবে শাওমি টিভি এ প্রো ২০২৫-এর বিশেষত্ব শুধু এর ভিজ্যুয়ালেই সীমাবদ্ধ নয়; এতে রয়েছে ডলবি অডিও, ডিটিএস ও ডিটিএস ভার্চুয়াল সাউন্ড সাপোর্ট। এগুলো এই টিভির ভিজ্যুয়ালের মতোই নয়েসলেস এবং আরও পরিষ্কার শব্দের জন্য দারুণ অভিজ্ঞতা দেবে।
পছন্দের স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে গুগল প্লে অ্যাপস এবং অন্যান্য অ্যাপে দ্রুতগতিতে নেভিগেট করার জন্য রয়েছে শক্তিশালী কোয়াড এ৫৫ প্রসেসর ও ২ জিবি র্যাম। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ ও অ্যাপ ডাউনলোড করার জন্য রয়েছে ৮ জিবি রোম, যা স্টোরেজ নিয়ে ব্যবহারকারীদের চিন্তা থেকে মুক্ত রাখবে। চলতি বছরের অক্টোবর মাসে বিশ্বব্যাপী লঞ্চ করা হয় শাওমি টিভি এ প্রো ২০২৫।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে