প্রযুক্তি ডেস্ক
‘দ্য গেম অ্যাওয়ার্ডস ২০২২’ আয়োজনে বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ গেমের পুরস্কার জিতেছে ‘এলডেন রিং’। বছরের সেরা গেমের তকমা জিতে নিতে ডার্ক ফ্যান্টাসি ঘরানার এলডেন রিং–কে হারাতে হয়েছে ‘গড অব ওয়ার: রাগনারক’, ‘হরাইজন ফরবিডেন ওয়েস্ট’ আর ‘স্ট্রে’-এর মতো জনপ্রিয় আর ব্যবসাসফল গেমগুলোকে।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, বছরজুড়েই গেমিং দুনিয়া আর সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে গেমারদের আলোচনায় ছিল এলডেন রিং। গেমটি নির্মাণে জনপ্রিয় ফ্যান্টাসি লেখক ‘গেম অব থ্রোনস’–এর স্রষ্টা জর্জ আর আর মার্টিনের সঙ্গে কাজ করেছেন গেমার আর সমালোচকদের কাছে সমাদৃত পরিচালক হিদেতাকা মিয়াজাকি।
এলডেন রিং–এর কারিগরি দিকগুলোতে কাজ করেছেন জনপ্রিয় অ্যাকশন রোল প্লেয়িং গেম ‘ডার্ক সোলস’ সিরিজের প্রকৌশলীরা। গেমের পটভূমি, দৃশ্যায়ন আর সার্বিক অভিজ্ঞতা দিয়ে গেমারদের মুগ্ধ করেছে জাপানি ভিডিও গেম ডেভেলপমেন্ট কোম্পানি ‘ফ্রম সফটওয়্যার’-এর রোল প্লেইং গেমটি।
সাম্প্রতিক বছরগুলোতে গেমিং ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর একটিতে পরিণত হয়েছে ‘দ্য গেম অ্যাওয়ার্ডস’। এই অনুষ্ঠানে বছরের সেরা গেমগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া নতুন গেমের বাজারে আসার ঘোষণার পাশাপাশি গেমের ট্রেলারও মুক্তি পায় এ আয়োজনে। এ বছরও ব্যতিক্রম ছিল না।
সমালোচকদেরও মন জিতেছে এলডেন রিং। গেমের রিভিউ তথা সমালোচনা সংগ্রহ এবং প্রকাশভিত্তিক ওয়েবসাইট মেটাক্রিটিকের তথ্য অনুযায়ী, সমালোচকদের কাছ থেকে গড়ে ৯৬ শতাংশ নম্বর পেয়েছে গেমটি। এ বছরের ‘গেম অ্যাওয়ার্ডস’-এ সব মিলিয়ে চারটি পুরস্কার জিতেছে এলডেন রিং। বর্ষসেরা গেমের স্বীকৃতি ছাড়াও ‘বেস্ট গেম নির্দেশনা’ এবং ‘বেস্ট শিল্প নির্দেশনা’ ছাড়াও ‘বেস্ট রোল প্লেয়িং গেম’ ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছে এলডেন রিং।
‘দ্য গেম অ্যাওয়ার্ডস ২০২২’ আয়োজনে বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ গেমের পুরস্কার জিতেছে ‘এলডেন রিং’। বছরের সেরা গেমের তকমা জিতে নিতে ডার্ক ফ্যান্টাসি ঘরানার এলডেন রিং–কে হারাতে হয়েছে ‘গড অব ওয়ার: রাগনারক’, ‘হরাইজন ফরবিডেন ওয়েস্ট’ আর ‘স্ট্রে’-এর মতো জনপ্রিয় আর ব্যবসাসফল গেমগুলোকে।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, বছরজুড়েই গেমিং দুনিয়া আর সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে গেমারদের আলোচনায় ছিল এলডেন রিং। গেমটি নির্মাণে জনপ্রিয় ফ্যান্টাসি লেখক ‘গেম অব থ্রোনস’–এর স্রষ্টা জর্জ আর আর মার্টিনের সঙ্গে কাজ করেছেন গেমার আর সমালোচকদের কাছে সমাদৃত পরিচালক হিদেতাকা মিয়াজাকি।
এলডেন রিং–এর কারিগরি দিকগুলোতে কাজ করেছেন জনপ্রিয় অ্যাকশন রোল প্লেয়িং গেম ‘ডার্ক সোলস’ সিরিজের প্রকৌশলীরা। গেমের পটভূমি, দৃশ্যায়ন আর সার্বিক অভিজ্ঞতা দিয়ে গেমারদের মুগ্ধ করেছে জাপানি ভিডিও গেম ডেভেলপমেন্ট কোম্পানি ‘ফ্রম সফটওয়্যার’-এর রোল প্লেইং গেমটি।
সাম্প্রতিক বছরগুলোতে গেমিং ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর একটিতে পরিণত হয়েছে ‘দ্য গেম অ্যাওয়ার্ডস’। এই অনুষ্ঠানে বছরের সেরা গেমগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া নতুন গেমের বাজারে আসার ঘোষণার পাশাপাশি গেমের ট্রেলারও মুক্তি পায় এ আয়োজনে। এ বছরও ব্যতিক্রম ছিল না।
সমালোচকদেরও মন জিতেছে এলডেন রিং। গেমের রিভিউ তথা সমালোচনা সংগ্রহ এবং প্রকাশভিত্তিক ওয়েবসাইট মেটাক্রিটিকের তথ্য অনুযায়ী, সমালোচকদের কাছ থেকে গড়ে ৯৬ শতাংশ নম্বর পেয়েছে গেমটি। এ বছরের ‘গেম অ্যাওয়ার্ডস’-এ সব মিলিয়ে চারটি পুরস্কার জিতেছে এলডেন রিং। বর্ষসেরা গেমের স্বীকৃতি ছাড়াও ‘বেস্ট গেম নির্দেশনা’ এবং ‘বেস্ট শিল্প নির্দেশনা’ ছাড়াও ‘বেস্ট রোল প্লেয়িং গেম’ ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছে এলডেন রিং।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২১ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২১ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২১ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২১ দিন আগে