Ajker Patrika

চলতি মাসে কর্মীদের অতিরিক্ত বোনাস দেবে গুগল 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৫: ০৬
চলতি মাসে কর্মীদের অতিরিক্ত বোনাস দেবে গুগল 

চলতি বছর কর্মীদের অতিরিক্ত বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট গুগল। পাশাপাশি এ বছরই কর্মীদের অফিসে ফেরানোর পরিকল্পনা করছে কোম্পানিটি। 

গুগলের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গুগল তার সব কর্মীকে ১ হাজার ৬০০ ডলার এককালীন বোনাস দেবে। 

গুগলের মুখপাত্র জানিয়েছেন, বৈশ্বিক মহামারির মধ্যে গুগল তার কর্মীদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।  বাড়ি থেকে কাজ করার ভাতা এবং সুস্থতার বোনাস হিসেবে এই টাকা দেওয়া হবে। 

গত মার্চে গুগলের অভ্যন্তরীণ সমীক্ষায় দেখা যায়, কোম্পানিটির কর্মীদের সুযোগ-সুবিধা কমে গেছে। এর পরই কোম্পানিটি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার কথা ঘোষণা করে। এর মধ্যে ছিল ৫০০ ডলারের শ্রমিক কল্যাণ বোনাস। 

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর কর্মীদের অফিসে ফেরানোর পরিকল্পনা পিছিয়েছে গুগল। আগামী ১০ জানুয়ারি থেকে গুগল কর্মীদের অফিসে গিয়ে কাজ করার কথা ছিল। এদিকে অনেক কর্মী গুগলের বাধ্যতামূলক টিকা দেওয়ার নির্দেশের বিরোধিতা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত