স্যামসাংয়ের ফোল্ডিং ফোনগুলো বেশ জনপ্রিয়। এই ফোল্ডিং ফোনগুলো আরও চিকন করে ‘গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম’ নামে নতুন মডেল নিয়ে আসবে স্যামসাং। আর এই মডেলে আগামী অক্টোবরেই উন্মোচন করবে কোম্পানিটি। বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইট এমনই তথ্য ফাঁস করেছে।
আগামী মাসের শুরুর দিকে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গ্যালাক্সি জেড ফোল্ড ৬, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ও গ্যালক্সি রিং উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে স্যামসাং ফোনের বিভিন্ন তথ্য ফাঁসকারী অ্যাকাউন্ট আইস ইউনিভার্স বলেছে, গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম ফোনটি আগামী অক্টোবরে উন্মোচন হবে।
আইস ইউনিভার্স আরও বলে, চীনে এই ফোন ‘গ্যালাক্সি ডাব্লু ১৫ মোনিকার’ নামে উন্মোচন হবে।
তবে ফোনটি সে সময় বিশ্বজুড়ে নাকি শুধু চীনের বাজারে চালু হবে তা সুনির্দিষ্টভাবে পোস্টে উল্লেখ নেই। নতুন ফোনটি অনেক হালকা ও চিকন হবে। ফোল্ডিং ফোনের আগের মডেলগুলোর তুলনায় এটি কিছুটা বড় হবে। এতে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হতে পারে। তবে এতে এস পেন না–ও থাকতে পারে।
গত মাসে ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টসের (ডিএসসিসি) সহপ্রতিষ্ঠাতা ও সিইও রস ইয়ং বলেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম গ্যালাক্সি জেড ফোল্ড ৬ থেকে বড় হবে। এটি চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) উন্মোচন হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন। ফোনটির দাম স্যামসাংয়ের ফোল্ডিংয়ের স্ট্যান্ডার্ড মডেলের মতো একই হবে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬–এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ফোনটির সম্পূর্ণ সম্পর্কে জানা যায়নি। আর ফাঁস হওয়া বিভিন্ন স্পেসিকেশন সঠিক না–ও হতে পারে। গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে যা যা জানা গেছে তা তুলে ধরা হলো—
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা থাকবে—৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা।
কভার ডিসপ্লে ক্যামেরা: ১০ মেগাপিক্সেল।
আন্ডার ডিসপ্লে ক্যামেরা: ৪ মেগাপিক্সেল।
ভেতরে ডিসপ্লে: ৭ দশমিক ৬ ইঞ্চি।
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি।
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩।
মেমোরি: ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স।
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি।
ব্যাটারি: ৪,৪০০ এমএএইচ।
চার্জিং: ২৫ ওয়াট।
আগামী বছরে বাজারে আইফোন ১৭ সিরিজে একটি স্লিম মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। তবে ফোনটি তুলনামূলক অনেক দামি হতে পারে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
স্যামসাংয়ের ফোল্ডিং ফোনগুলো বেশ জনপ্রিয়। এই ফোল্ডিং ফোনগুলো আরও চিকন করে ‘গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম’ নামে নতুন মডেল নিয়ে আসবে স্যামসাং। আর এই মডেলে আগামী অক্টোবরেই উন্মোচন করবে কোম্পানিটি। বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইট এমনই তথ্য ফাঁস করেছে।
আগামী মাসের শুরুর দিকে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গ্যালাক্সি জেড ফোল্ড ৬, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ও গ্যালক্সি রিং উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে স্যামসাং ফোনের বিভিন্ন তথ্য ফাঁসকারী অ্যাকাউন্ট আইস ইউনিভার্স বলেছে, গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম ফোনটি আগামী অক্টোবরে উন্মোচন হবে।
আইস ইউনিভার্স আরও বলে, চীনে এই ফোন ‘গ্যালাক্সি ডাব্লু ১৫ মোনিকার’ নামে উন্মোচন হবে।
তবে ফোনটি সে সময় বিশ্বজুড়ে নাকি শুধু চীনের বাজারে চালু হবে তা সুনির্দিষ্টভাবে পোস্টে উল্লেখ নেই। নতুন ফোনটি অনেক হালকা ও চিকন হবে। ফোল্ডিং ফোনের আগের মডেলগুলোর তুলনায় এটি কিছুটা বড় হবে। এতে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হতে পারে। তবে এতে এস পেন না–ও থাকতে পারে।
গত মাসে ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টসের (ডিএসসিসি) সহপ্রতিষ্ঠাতা ও সিইও রস ইয়ং বলেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম গ্যালাক্সি জেড ফোল্ড ৬ থেকে বড় হবে। এটি চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) উন্মোচন হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন। ফোনটির দাম স্যামসাংয়ের ফোল্ডিংয়ের স্ট্যান্ডার্ড মডেলের মতো একই হবে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬–এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ফোনটির সম্পূর্ণ সম্পর্কে জানা যায়নি। আর ফাঁস হওয়া বিভিন্ন স্পেসিকেশন সঠিক না–ও হতে পারে। গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে যা যা জানা গেছে তা তুলে ধরা হলো—
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা থাকবে—৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা।
কভার ডিসপ্লে ক্যামেরা: ১০ মেগাপিক্সেল।
আন্ডার ডিসপ্লে ক্যামেরা: ৪ মেগাপিক্সেল।
ভেতরে ডিসপ্লে: ৭ দশমিক ৬ ইঞ্চি।
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি।
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩।
মেমোরি: ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স।
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি।
ব্যাটারি: ৪,৪০০ এমএএইচ।
চার্জিং: ২৫ ওয়াট।
আগামী বছরে বাজারে আইফোন ১৭ সিরিজে একটি স্লিম মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। তবে ফোনটি তুলনামূলক অনেক দামি হতে পারে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে