ছবি ও ভিডিও ক্লাউডে সংরক্ষণ করার জন্য গুগল ফটোজ ব্যবহার করেন অনেকেই। এই প্ল্যাটফর্ম থেকে অনেক উপায়ে প্রিয়জনদের সঙ্গে এসব কনটেন্ট শেয়ার করা যায়। এর মধ্যে একটি হলো—পার্টনার শেয়ারিং ফিচার। ফিচারটি মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে শেয়ার করার সুযোগ দেয়।
গুগল ফটোজে একটি অ্যালবাম তৈরি করার পর অন্য ব্যক্তিদের সেই অ্যালবাম দেখার জন্য আমন্ত্রণ জানানো যায়। আমন্ত্রিত ব্যক্তিরা অ্যালবামে নতুন ছবি এবং ভিডিও যুক্ত করতে পারবেন যা সম্মিলিতভাবে অ্যালবামটিকে আরও সমৃদ্ধ করে তুলবে। অ্যালবামের ক্রিয়েটর হিসেবে কে কে ছবিতে এডিট বা ডিলিট করার অনুমতি পাবে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবে। অ্যালবাম ছাড়াও চাইলে সব ছবিও শেয়ার করা যাবে।
ফিচারটি স্মৃতিগুলো ভাগাভাগি করার একটি চমৎকার উপায়, যা আপনার প্রিয়জনদের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে সাহায্য করে।
গুগল ফটোজের পার্টনার শেয়ারিং ফিচার সেটআপ করবেন যেভাবে
১. গুগল ফটোজ অ্যাপ চাল করুন বা কোনো ব্রাউজার থেকে গুগল ফটোজ ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
৩. নিজের প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এর মাধ্যমে একটি মেনু চালু হবে।
৪. এরপর ফটোজ সেটিংস অপশনে যান। এরপরের পেজে ‘শেয়ারিং’ অপশনে ট্যাপ করুন।
৫. এখন ‘পার্টনার শেয়ারিং’ অপশন নির্বাচন করুন।
৬. এবার ‘গেট স্টার্টেড’ অপশনে ট্যাপ করুন।
পরের পেজে কোন দিন থেকে ছবি শেয়ার করতে চান তা নির্বাচন করুন। আর সব ছবি নাকি তাদের সঙ্গে কার কার ছবি শেয়ার করতে চান তা নির্বাচন করুন। এজন তাদের মুখের ছবির ওপর ট্যাপ করুন।
৭. ‘সিলেক্ট পার্টনার’ অপশনে ট্যাপ করুন
৮. যার সঙ্গে ছবি শেয়ার করতে চান তার ইমেইল অ্যাড্রেস দিন।
৯. এরপর ‘কনফার্ম’ বাটনে ট্যাপ করুন। এভাবে পার্টনার নির্বাচিত হবে। সব ছবি শেয়ার না করলে এরপরের পেজে ‘+’ আইকোন থেকে অ্যালবাম তৈরি করুন। সেই অ্যালবামের ছবিগুলো পার্টনার দেখতে পারবে।
তারা আপনার ইনভাইটেশন গ্রহণ করলেই ছবিগুলো দেখতে পারবে। অন্য কাউকে ছবি শেয়ার করতে চাইলে আগের ব্যক্তিকে পার্টনার শেয়ারিং অপশন থেকে বাদ দিতে হবে।
এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. গুগল ফটোজ খুলুন ও অ্যাকাউন্ট প্রোফাইল নির্বাচন করুন।
২. এরপর ফটোজ সেটিংসে ট্যাপ করুন।
৩. এরপর পার্টনার শেয়ারিং অপশন নির্বাচন করুন।
৪. এখন তিন ডট যুক্ত আইকনে ট্যাপ করুন এবং ‘স্টপ শেয়ারিং ইউওর ফটোজ’ অপশন ট্যাপ করুন।
৫. আবার স্টপ শেয়ারিং অপশন নির্বাচন করুন।
ছবি ও ভিডিও ক্লাউডে সংরক্ষণ করার জন্য গুগল ফটোজ ব্যবহার করেন অনেকেই। এই প্ল্যাটফর্ম থেকে অনেক উপায়ে প্রিয়জনদের সঙ্গে এসব কনটেন্ট শেয়ার করা যায়। এর মধ্যে একটি হলো—পার্টনার শেয়ারিং ফিচার। ফিচারটি মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে শেয়ার করার সুযোগ দেয়।
গুগল ফটোজে একটি অ্যালবাম তৈরি করার পর অন্য ব্যক্তিদের সেই অ্যালবাম দেখার জন্য আমন্ত্রণ জানানো যায়। আমন্ত্রিত ব্যক্তিরা অ্যালবামে নতুন ছবি এবং ভিডিও যুক্ত করতে পারবেন যা সম্মিলিতভাবে অ্যালবামটিকে আরও সমৃদ্ধ করে তুলবে। অ্যালবামের ক্রিয়েটর হিসেবে কে কে ছবিতে এডিট বা ডিলিট করার অনুমতি পাবে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবে। অ্যালবাম ছাড়াও চাইলে সব ছবিও শেয়ার করা যাবে।
ফিচারটি স্মৃতিগুলো ভাগাভাগি করার একটি চমৎকার উপায়, যা আপনার প্রিয়জনদের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে সাহায্য করে।
গুগল ফটোজের পার্টনার শেয়ারিং ফিচার সেটআপ করবেন যেভাবে
১. গুগল ফটোজ অ্যাপ চাল করুন বা কোনো ব্রাউজার থেকে গুগল ফটোজ ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
৩. নিজের প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এর মাধ্যমে একটি মেনু চালু হবে।
৪. এরপর ফটোজ সেটিংস অপশনে যান। এরপরের পেজে ‘শেয়ারিং’ অপশনে ট্যাপ করুন।
৫. এখন ‘পার্টনার শেয়ারিং’ অপশন নির্বাচন করুন।
৬. এবার ‘গেট স্টার্টেড’ অপশনে ট্যাপ করুন।
পরের পেজে কোন দিন থেকে ছবি শেয়ার করতে চান তা নির্বাচন করুন। আর সব ছবি নাকি তাদের সঙ্গে কার কার ছবি শেয়ার করতে চান তা নির্বাচন করুন। এজন তাদের মুখের ছবির ওপর ট্যাপ করুন।
৭. ‘সিলেক্ট পার্টনার’ অপশনে ট্যাপ করুন
৮. যার সঙ্গে ছবি শেয়ার করতে চান তার ইমেইল অ্যাড্রেস দিন।
৯. এরপর ‘কনফার্ম’ বাটনে ট্যাপ করুন। এভাবে পার্টনার নির্বাচিত হবে। সব ছবি শেয়ার না করলে এরপরের পেজে ‘+’ আইকোন থেকে অ্যালবাম তৈরি করুন। সেই অ্যালবামের ছবিগুলো পার্টনার দেখতে পারবে।
তারা আপনার ইনভাইটেশন গ্রহণ করলেই ছবিগুলো দেখতে পারবে। অন্য কাউকে ছবি শেয়ার করতে চাইলে আগের ব্যক্তিকে পার্টনার শেয়ারিং অপশন থেকে বাদ দিতে হবে।
এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. গুগল ফটোজ খুলুন ও অ্যাকাউন্ট প্রোফাইল নির্বাচন করুন।
২. এরপর ফটোজ সেটিংসে ট্যাপ করুন।
৩. এরপর পার্টনার শেয়ারিং অপশন নির্বাচন করুন।
৪. এখন তিন ডট যুক্ত আইকনে ট্যাপ করুন এবং ‘স্টপ শেয়ারিং ইউওর ফটোজ’ অপশন ট্যাপ করুন।
৫. আবার স্টপ শেয়ারিং অপশন নির্বাচন করুন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে