প্রযুক্তি ডেস্ক
চাঁদে এবার বেড়াতে যাবেন বিনোদন জগতের তারকারা। তাঁদের মধ্যে রয়েছেন—ডিজে, কে-পপ র্যাপার, চলচ্চিত্র নির্মাতা, একজন স্পেস ইউটিউবারসহ বেশ কয়েকজন পরিচিত মুখ। জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়া তাঁর ব্যক্তিগত মহাকাশ যাত্রার সঙ্গী হিসেবে তাঁদের বাছাই করেছেন। মহাকাশ ভ্রমণের এই প্রকল্পটিকে তিনি নাম দিয়েছেন ‘ডিয়ার মুন’।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক এবং মহাকাশ যাত্রা সেবা প্রদানকারী কোম্পানি স্পেসএক্স এই অভিযাত্রা পরিচালনা করবে। গত বছর বিশ্বব্যাপী সৃজনশীল ব্যক্তিদের অনুসন্ধানের পর গত ৯ ডিসেম্বর ব্যবসায়ী ইউসাকু মায়েজাওয়া তাঁর সঙ্গীদের তালিকা প্রকাশ করেছেন। এই ফ্লাইটের সবচেয়ে হাই-প্রোফাইল তারকা হচ্ছেন মার্কিন ডিজে স্টিভ আওকি এবং দক্ষিণ কোরীয় তারকা টিওপি। আগামী বছরের জন্য নির্ধারিত ফ্লাইটটি ১৯৭২ সালের পর মানুষের প্রথম চন্দ্র ভ্রমণ হতে পারে।
প্রস্তাবিত মহাকাশ ভ্রমণে মহাকাশযানটি চাঁদকে বৃত্তাকারে প্রদক্ষিণ করবে। মহাকাশ যানটি চন্দ্র পৃষ্ঠ থেকে ২০০ কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থান করবে। পৃথিবী ছেড়ে যাওয়া থেকে আবার ফিরে আসার মোট সময় ধরা হয়েছে ৮ দিন।
তবে মার্কিন নিয়ন্ত্রকেরা মহাকাশযানটিকে চন্দ্র ভ্রমণ দূরে থাকুক, এখনো পৃথিবীর কক্ষপথেই ভ্রমণের অনুমোদন দেয়নি। এই রকেটেই ক্রুদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে।
২০২১ সালের মে মাসে একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করার পর থেকে মহাকাশ যানটিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গত ১৮ মাস ধরে ফেলে রাখা হয়েছে। কিন্তু মায়েজাওয়া তাঁর ক্রুদের নাম প্রকাশ করার ভিডিওতে রকেট নিয়ে এই বিলম্বের কোনো উল্লেখ করেননি।
ঘোষিত ‘ডিয়ার মুন’ মিশনের সদস্যরা হলেন:
টিওপি (চোই সেউং হিউন), একজন কে-পপ র্যাপার এবং বয় ব্যান্ড বিগ ব্যাং (দক্ষিণ কোরিয়া) এর প্রাক্তন লিড
নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার ইয়েমি এডি (চেক প্রজাতন্ত্র)
ফটোগ্রাফার রিয়ানন অ্যাডাম (আয়ারল্যান্ড)
বন্যপ্রাণী ফটোগ্রাফার করিম ইলিয়া (যুক্তরাজ্য)
চলচ্চিত্র নির্মাতা ব্রেন্ডন হল (যুক্তরাষ্ট্র)
অভিনেতা দেব যোশি (ভারত)
চাঁদে এবার বেড়াতে যাবেন বিনোদন জগতের তারকারা। তাঁদের মধ্যে রয়েছেন—ডিজে, কে-পপ র্যাপার, চলচ্চিত্র নির্মাতা, একজন স্পেস ইউটিউবারসহ বেশ কয়েকজন পরিচিত মুখ। জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়া তাঁর ব্যক্তিগত মহাকাশ যাত্রার সঙ্গী হিসেবে তাঁদের বাছাই করেছেন। মহাকাশ ভ্রমণের এই প্রকল্পটিকে তিনি নাম দিয়েছেন ‘ডিয়ার মুন’।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক এবং মহাকাশ যাত্রা সেবা প্রদানকারী কোম্পানি স্পেসএক্স এই অভিযাত্রা পরিচালনা করবে। গত বছর বিশ্বব্যাপী সৃজনশীল ব্যক্তিদের অনুসন্ধানের পর গত ৯ ডিসেম্বর ব্যবসায়ী ইউসাকু মায়েজাওয়া তাঁর সঙ্গীদের তালিকা প্রকাশ করেছেন। এই ফ্লাইটের সবচেয়ে হাই-প্রোফাইল তারকা হচ্ছেন মার্কিন ডিজে স্টিভ আওকি এবং দক্ষিণ কোরীয় তারকা টিওপি। আগামী বছরের জন্য নির্ধারিত ফ্লাইটটি ১৯৭২ সালের পর মানুষের প্রথম চন্দ্র ভ্রমণ হতে পারে।
প্রস্তাবিত মহাকাশ ভ্রমণে মহাকাশযানটি চাঁদকে বৃত্তাকারে প্রদক্ষিণ করবে। মহাকাশ যানটি চন্দ্র পৃষ্ঠ থেকে ২০০ কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থান করবে। পৃথিবী ছেড়ে যাওয়া থেকে আবার ফিরে আসার মোট সময় ধরা হয়েছে ৮ দিন।
তবে মার্কিন নিয়ন্ত্রকেরা মহাকাশযানটিকে চন্দ্র ভ্রমণ দূরে থাকুক, এখনো পৃথিবীর কক্ষপথেই ভ্রমণের অনুমোদন দেয়নি। এই রকেটেই ক্রুদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে।
২০২১ সালের মে মাসে একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করার পর থেকে মহাকাশ যানটিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গত ১৮ মাস ধরে ফেলে রাখা হয়েছে। কিন্তু মায়েজাওয়া তাঁর ক্রুদের নাম প্রকাশ করার ভিডিওতে রকেট নিয়ে এই বিলম্বের কোনো উল্লেখ করেননি।
ঘোষিত ‘ডিয়ার মুন’ মিশনের সদস্যরা হলেন:
টিওপি (চোই সেউং হিউন), একজন কে-পপ র্যাপার এবং বয় ব্যান্ড বিগ ব্যাং (দক্ষিণ কোরিয়া) এর প্রাক্তন লিড
নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার ইয়েমি এডি (চেক প্রজাতন্ত্র)
ফটোগ্রাফার রিয়ানন অ্যাডাম (আয়ারল্যান্ড)
বন্যপ্রাণী ফটোগ্রাফার করিম ইলিয়া (যুক্তরাজ্য)
চলচ্চিত্র নির্মাতা ব্রেন্ডন হল (যুক্তরাষ্ট্র)
অভিনেতা দেব যোশি (ভারত)
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৪ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৪ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৪ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৪ দিন আগে