প্রযুক্তি ডেস্ক
গত ৭ ফেব্রুয়ারি ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র প্রযুক্তি নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে যুক্ত করে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। বিং সার্চ ইঞ্জিনের নতুন সংস্করণে উন্নত সার্চ ফলাফলের পাশাপাশি চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ব্যবহারের সুবিধা রয়েছে। সম্প্রতি চালু হয় জিপিটি-৩-এর উন্নত সংস্করণ জিপিটি-৪। ‘জিপিটি-৪’ যুক্ত বিং চ্যাটে বিজ্ঞাপনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে মাইক্রোসফট।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেন, ‘অংশীদারদের সঙ্গে মিলে আলোচনা করে আমরা নতুন আইডিয়া বের করছি। কীভাবে কনটেন্ট সরবরাহ করে বেশি ট্রাফিক আনা যায় এবং অংশীদারদের জন্য আয়ের সুযোগ তৈরি করা যায় সে ব্যাপারে আলোচনা করা হচ্ছে। এই পরিকল্পনা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে থাকা স্ক্রিনশট টুলের নিরাপত্তা ত্রুটির সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এই ত্রুটি থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের উইন্ডোজ হালনাগাদ করতে হবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজের বিল্ট-ইন স্ক্রিনশট টুলটি গত কয়েক বছরে বড় আপগ্রেড পেয়েছে। তবে আপগ্রেডেও এই টুলের নিরাপত্তা ত্রুটি ঠিক হয়নি। উইন্ডোজ ১০ এবং ১১ এর ডিফল্ট স্ক্রিনশট টুল হওয়ার আগে স্নিপিং টুলটি ‘পাওয়াটয়েস’-এর অংশ ছিল।
সম্প্রতি গবেষকেরা লক্ষ করেন, গুগলের পিক্সেল ফোনে তোলা এবং ক্রপ করা স্ক্রিনশটগুলো বিশেষ টুলের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। এতে স্ক্রিনশটগুলোর ক্রপ করা অংশ আবার দৃশ্যমান হয়ে ওঠে। অনেক গবেষক উইন্ডোজ ১১-এর স্নিপিং টুল এবং পুরোনো ‘স্নিপ অ্যান্ড স্কেচ’ টুলে একই সমস্যা খুঁজে পেয়েছেন।
সমস্যাটির মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে স্ক্রিনশট টুলগুলোর ফাইল সেভ করার ধরনকে। ক্রপ করার পর টুলটি মূলত একই ফাইলকে ওভাররাইট করে সেভ হয়। আসল ফাইল সম্পূর্ণ ও নিখুঁতভাবে পুনরুদ্ধার এই সময়ে সম্ভব বলে মনে না হলেও পূর্ণ আকারের ফাইলগুলো থেকে যথেষ্ট তথ্য সংগ্রহ করা সম্ভব।
ক্রিস ব্লুম নামের এক ব্যবহারকারী উইন্ডোজের স্নিপিং টুলে পিক্সেলের মতো সমস্যা খুঁজে পেয়েছেন। পিক্সেলের ত্রুটি সম্পর্কিত টুইটে তিনি এক মন্তব্যে লেখেন, একটি ১৯৮ বাইটের পিএনজি ফরম্যাটের স্ক্রিনশটকে কোনো বিদ্যমান ফাইলের ওপর সেভ করা হলে এর সাইজ ৪ দশমিক ৭ কিলোবাইট হয়ে যাচ্ছে। তবে নতুন ফাইল হিসেবে সেভ করা হলে সম্ভবত কিছু মেটাডেটা যোগ করে এর সাইজ মাত্র ৫৬ বাইট বৃদ্ধি পাচ্ছে।
ফলে নিরাপত্তার প্রয়োজনে কোনো ব্যক্তি ছবিতে থাকা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিলেও সেগুলো সংগ্রহ করে জমা রাখত স্নিপিং টুল। মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের স্নিপিং ও স্কেচ অ্যাপের পাশাপাশি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের স্নিপিং টুলে এই ত্রুটি শনাক্ত করা হয়। এই ত্রুটির কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য চুরির আশঙ্কা থাকায় উইন্ডোজের নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র প্রযুক্তি নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে যুক্ত করে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। বিং সার্চ ইঞ্জিনের নতুন সংস্করণে উন্নত সার্চ ফলাফলের পাশাপাশি চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ব্যবহারের সুবিধা রয়েছে। সম্প্রতি চালু হয় জিপিটি-৩-এর উন্নত সংস্করণ জিপিটি-৪। ‘জিপিটি-৪’ যুক্ত বিং চ্যাটে বিজ্ঞাপনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে মাইক্রোসফট।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেন, ‘অংশীদারদের সঙ্গে মিলে আলোচনা করে আমরা নতুন আইডিয়া বের করছি। কীভাবে কনটেন্ট সরবরাহ করে বেশি ট্রাফিক আনা যায় এবং অংশীদারদের জন্য আয়ের সুযোগ তৈরি করা যায় সে ব্যাপারে আলোচনা করা হচ্ছে। এই পরিকল্পনা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে থাকা স্ক্রিনশট টুলের নিরাপত্তা ত্রুটির সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এই ত্রুটি থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের উইন্ডোজ হালনাগাদ করতে হবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজের বিল্ট-ইন স্ক্রিনশট টুলটি গত কয়েক বছরে বড় আপগ্রেড পেয়েছে। তবে আপগ্রেডেও এই টুলের নিরাপত্তা ত্রুটি ঠিক হয়নি। উইন্ডোজ ১০ এবং ১১ এর ডিফল্ট স্ক্রিনশট টুল হওয়ার আগে স্নিপিং টুলটি ‘পাওয়াটয়েস’-এর অংশ ছিল।
সম্প্রতি গবেষকেরা লক্ষ করেন, গুগলের পিক্সেল ফোনে তোলা এবং ক্রপ করা স্ক্রিনশটগুলো বিশেষ টুলের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। এতে স্ক্রিনশটগুলোর ক্রপ করা অংশ আবার দৃশ্যমান হয়ে ওঠে। অনেক গবেষক উইন্ডোজ ১১-এর স্নিপিং টুল এবং পুরোনো ‘স্নিপ অ্যান্ড স্কেচ’ টুলে একই সমস্যা খুঁজে পেয়েছেন।
সমস্যাটির মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে স্ক্রিনশট টুলগুলোর ফাইল সেভ করার ধরনকে। ক্রপ করার পর টুলটি মূলত একই ফাইলকে ওভাররাইট করে সেভ হয়। আসল ফাইল সম্পূর্ণ ও নিখুঁতভাবে পুনরুদ্ধার এই সময়ে সম্ভব বলে মনে না হলেও পূর্ণ আকারের ফাইলগুলো থেকে যথেষ্ট তথ্য সংগ্রহ করা সম্ভব।
ক্রিস ব্লুম নামের এক ব্যবহারকারী উইন্ডোজের স্নিপিং টুলে পিক্সেলের মতো সমস্যা খুঁজে পেয়েছেন। পিক্সেলের ত্রুটি সম্পর্কিত টুইটে তিনি এক মন্তব্যে লেখেন, একটি ১৯৮ বাইটের পিএনজি ফরম্যাটের স্ক্রিনশটকে কোনো বিদ্যমান ফাইলের ওপর সেভ করা হলে এর সাইজ ৪ দশমিক ৭ কিলোবাইট হয়ে যাচ্ছে। তবে নতুন ফাইল হিসেবে সেভ করা হলে সম্ভবত কিছু মেটাডেটা যোগ করে এর সাইজ মাত্র ৫৬ বাইট বৃদ্ধি পাচ্ছে।
ফলে নিরাপত্তার প্রয়োজনে কোনো ব্যক্তি ছবিতে থাকা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিলেও সেগুলো সংগ্রহ করে জমা রাখত স্নিপিং টুল। মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের স্নিপিং ও স্কেচ অ্যাপের পাশাপাশি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের স্নিপিং টুলে এই ত্রুটি শনাক্ত করা হয়। এই ত্রুটির কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য চুরির আশঙ্কা থাকায় উইন্ডোজের নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করা হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫