কিশোরদের জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোব্লক্স বিশ্বব্যাপী পুনরায় চালু হয়েছে। গত রোববার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে গত তিন দিন ধরে এই গেম বন্ধ ছিল।
রোবলক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ডেভিড বাসজুকি বলেন, `আমাদের সিস্টেমের অভ্যন্তরীণ কিছু ত্রুটির কারণেই এই বিড়ম্বনার সম্মুখীন হয়েছি। এর আগে এই প্রতিষ্ঠানে এত বড় ব্ল্যাকআউটের ঘটনা ঘটেনি। তিনি বলেন, হয়তো অনেকের ধারণা, আমাদের এই প্ল্যাটফর্মে অতিরিক্ত ট্রাফিক আসার কারণেই এমন হয়েছে। কিন্তু আসলে তা নয়। রোবলক্সের প্রসারে ডেটা সেন্টারের সার্ভারের সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা সময়মতো সার্ভারগুলোর মাঝে সমন্বয় করতে পারিনি। মূলত এ কারণেই এই ব্ল্যাকআউটের সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এই ত্রুটি সারিয়ে পুনরায় সব চালু করতে যে এত সময় লাগবে, তা আমাদের ধারণার বাইরে ছিল।'
সবাই চিপটল ম্যাক্সিকান গ্রিল কোম্পানি বা চিপটলের নাম শুনেছেন নিশ্চয়ই। তারা শুধু যুক্তরাষ্ট্রই নয়, ছড়িয়ে আছে ইউরোপ জুড়েও। চিপটল বুরিটো নামের এক রেসিপির জন্য বিখ্যাত। এর আগে গুজব ছিল যে, প্রচারণা চালাতে গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স ও চিপটলের মধ্যে এক চুক্তি হয়েছিল। যার আওতায় হ্যালোউইনের সময় ১ মিলিয়ন মূল্যের বুরিটো বিনা মূল্যে রোবলক্স গেমারদের বিতরণ করা হবে। যে কারণেই গেমিং প্ল্যাটফর্মটিতে মাত্রাতিরিক্ত ট্রাফিকের চাপে তাদের সিস্টেমে ভেঙে পড়েছে। তবে ওই টুইট বার্তায় এ কথা অস্বীকার করেছে রোবলক্স।
উল্লেখ্য, রোবলক্সকে মেটাভার্সের প্রতীক হিসাবে দেখা হয়। ফেসবুক কোম্পানি মেটায় রূপান্তর হওয়ার পরই রোবলক্স এই সমস্যার সম্মুখীন হয়। রোবলক্স এমন এক প্ল্যাটফর্ম, যেখানে গেমারদের খেলার সুযোগ ছাড়াও ডেভেলপারদের রয়েছে গেম তৈরির সুযোগ। প্ল্যাটফর্মটিতে হঠাৎ এ সমস্যা দেখা দেওয়ায় হ্যালোউইনকে সামনে রেখে বিশ্বব্যাপী তরুণ গেমারদের মাঝে দেখা দিয়েছে অস্থিরতা। তা ছাড়াও বন্ধ হয়ে গেছে প্ল্যাটফর্মটিতে গেম ডেভেলপারদের আয়। গত আগস্টের হিসাব অনুযায়ী এই প্ল্যাটফর্মে দৈনিক ৪ কোটি ৩০ লাখ (৪৩ মিলিয়ন) সক্রিয় ইউজার ছিল। তবে বিভ্রাটের পর নতুন করে রোবলক্সকের যাত্রা তাদের বিনিয়োগকারীদের আস্থা কত টুক বজায় রাখতে পারবে তা ভবিষ্যৎ বলে দেবে।
কিশোরদের জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোব্লক্স বিশ্বব্যাপী পুনরায় চালু হয়েছে। গত রোববার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে গত তিন দিন ধরে এই গেম বন্ধ ছিল।
রোবলক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ডেভিড বাসজুকি বলেন, `আমাদের সিস্টেমের অভ্যন্তরীণ কিছু ত্রুটির কারণেই এই বিড়ম্বনার সম্মুখীন হয়েছি। এর আগে এই প্রতিষ্ঠানে এত বড় ব্ল্যাকআউটের ঘটনা ঘটেনি। তিনি বলেন, হয়তো অনেকের ধারণা, আমাদের এই প্ল্যাটফর্মে অতিরিক্ত ট্রাফিক আসার কারণেই এমন হয়েছে। কিন্তু আসলে তা নয়। রোবলক্সের প্রসারে ডেটা সেন্টারের সার্ভারের সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা সময়মতো সার্ভারগুলোর মাঝে সমন্বয় করতে পারিনি। মূলত এ কারণেই এই ব্ল্যাকআউটের সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এই ত্রুটি সারিয়ে পুনরায় সব চালু করতে যে এত সময় লাগবে, তা আমাদের ধারণার বাইরে ছিল।'
সবাই চিপটল ম্যাক্সিকান গ্রিল কোম্পানি বা চিপটলের নাম শুনেছেন নিশ্চয়ই। তারা শুধু যুক্তরাষ্ট্রই নয়, ছড়িয়ে আছে ইউরোপ জুড়েও। চিপটল বুরিটো নামের এক রেসিপির জন্য বিখ্যাত। এর আগে গুজব ছিল যে, প্রচারণা চালাতে গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স ও চিপটলের মধ্যে এক চুক্তি হয়েছিল। যার আওতায় হ্যালোউইনের সময় ১ মিলিয়ন মূল্যের বুরিটো বিনা মূল্যে রোবলক্স গেমারদের বিতরণ করা হবে। যে কারণেই গেমিং প্ল্যাটফর্মটিতে মাত্রাতিরিক্ত ট্রাফিকের চাপে তাদের সিস্টেমে ভেঙে পড়েছে। তবে ওই টুইট বার্তায় এ কথা অস্বীকার করেছে রোবলক্স।
উল্লেখ্য, রোবলক্সকে মেটাভার্সের প্রতীক হিসাবে দেখা হয়। ফেসবুক কোম্পানি মেটায় রূপান্তর হওয়ার পরই রোবলক্স এই সমস্যার সম্মুখীন হয়। রোবলক্স এমন এক প্ল্যাটফর্ম, যেখানে গেমারদের খেলার সুযোগ ছাড়াও ডেভেলপারদের রয়েছে গেম তৈরির সুযোগ। প্ল্যাটফর্মটিতে হঠাৎ এ সমস্যা দেখা দেওয়ায় হ্যালোউইনকে সামনে রেখে বিশ্বব্যাপী তরুণ গেমারদের মাঝে দেখা দিয়েছে অস্থিরতা। তা ছাড়াও বন্ধ হয়ে গেছে প্ল্যাটফর্মটিতে গেম ডেভেলপারদের আয়। গত আগস্টের হিসাব অনুযায়ী এই প্ল্যাটফর্মে দৈনিক ৪ কোটি ৩০ লাখ (৪৩ মিলিয়ন) সক্রিয় ইউজার ছিল। তবে বিভ্রাটের পর নতুন করে রোবলক্সকের যাত্রা তাদের বিনিয়োগকারীদের আস্থা কত টুক বজায় রাখতে পারবে তা ভবিষ্যৎ বলে দেবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২১ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২১ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২১ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২১ দিন আগে