অনেক সময় কিছু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে মেসেজ বা কল যায় না। তখন মনে প্রশ্ন জাগতে পারে, আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছে কি না। এটা জানার কিছু উপায় প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাউ এক প্রতিবেদনে তুলে ধরেছে।
সর্বশেষ অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন দেখা যাবে না
কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করলে তার সর্বশেষ অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন (সর্বশেষ কখন হোয়াটসঅ্যাপে সক্রিয় ছিল) দেখা যাবে না। কারণ প্রাইভেসির (গোপনীয়তা) নিরাপত্তা দিতে হোয়াটসঅ্যাপ এ তথ্য লুকিয়ে রাখবে।
নতুন প্রোফাইল ছবি দেখা যাবে না
কেউ ব্লক করলে তাদের নতুন প্রোফাইল ছবি দেখা যাবে না। ফিচারটি হোয়াটসঅ্যাপে প্রাইভেসির নিরাপত্তা দিতে যুক্ত করা হয়েছে।
মেসেজ ডেলিভারি হবে না
হোয়াটসঅ্যাপে ব্লক করা হলে সেই নম্বরে মেসেজ সেন্ডের একটি চেক মার্ক দেখা যাবে। তবে মেসেজ ডেলিভারির দ্বিতীয় চেকমার্ক দেখা যাবে না। অর্থাৎ মেসেজটি সেন্ড হয়েছে কিন্তু ডেলিভারি হয়নি। কারণ ব্লক করা কনট্যাক্টের কাছে মেসেজ পাঠাতে বাধা দেবে হোয়াটসঅ্যাপ।
কল ঢুকবে না
যদি এমন কাউকে কল করার চেষ্টা করেন যিনি আপনাকে ব্লক করেছেন, তাহলে কলটি যাবে না। এর কারণ, হোয়াটসঅ্যাপ কল কানেক্ট হতে বাধা দেবে।
যদি একই কনট্যাক্টের ক্ষেত্রে ওপরের একাধিক বিষয় চিহ্নিত করতে পারেন তবে সম্ভবত তাঁরা আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে ৷ এ লক্ষণগুলো পুরোপুরি প্রমাণ করে না, আসলেই কোনো কনট্যাক্ট আপনাকে ব্লক করছে।
উদাহরণস্বরূপ কেউ হয়তো লাস্ট সিন ও অনলাইন স্ট্যাটাস বন্ধ করে রেখেছে বা তাদের ইন্টারনেট সংযোগে সমস্যা রয়েছে।
অনেক সময় কিছু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে মেসেজ বা কল যায় না। তখন মনে প্রশ্ন জাগতে পারে, আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছে কি না। এটা জানার কিছু উপায় প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাউ এক প্রতিবেদনে তুলে ধরেছে।
সর্বশেষ অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন দেখা যাবে না
কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করলে তার সর্বশেষ অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন (সর্বশেষ কখন হোয়াটসঅ্যাপে সক্রিয় ছিল) দেখা যাবে না। কারণ প্রাইভেসির (গোপনীয়তা) নিরাপত্তা দিতে হোয়াটসঅ্যাপ এ তথ্য লুকিয়ে রাখবে।
নতুন প্রোফাইল ছবি দেখা যাবে না
কেউ ব্লক করলে তাদের নতুন প্রোফাইল ছবি দেখা যাবে না। ফিচারটি হোয়াটসঅ্যাপে প্রাইভেসির নিরাপত্তা দিতে যুক্ত করা হয়েছে।
মেসেজ ডেলিভারি হবে না
হোয়াটসঅ্যাপে ব্লক করা হলে সেই নম্বরে মেসেজ সেন্ডের একটি চেক মার্ক দেখা যাবে। তবে মেসেজ ডেলিভারির দ্বিতীয় চেকমার্ক দেখা যাবে না। অর্থাৎ মেসেজটি সেন্ড হয়েছে কিন্তু ডেলিভারি হয়নি। কারণ ব্লক করা কনট্যাক্টের কাছে মেসেজ পাঠাতে বাধা দেবে হোয়াটসঅ্যাপ।
কল ঢুকবে না
যদি এমন কাউকে কল করার চেষ্টা করেন যিনি আপনাকে ব্লক করেছেন, তাহলে কলটি যাবে না। এর কারণ, হোয়াটসঅ্যাপ কল কানেক্ট হতে বাধা দেবে।
যদি একই কনট্যাক্টের ক্ষেত্রে ওপরের একাধিক বিষয় চিহ্নিত করতে পারেন তবে সম্ভবত তাঁরা আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে ৷ এ লক্ষণগুলো পুরোপুরি প্রমাণ করে না, আসলেই কোনো কনট্যাক্ট আপনাকে ব্লক করছে।
উদাহরণস্বরূপ কেউ হয়তো লাস্ট সিন ও অনলাইন স্ট্যাটাস বন্ধ করে রেখেছে বা তাদের ইন্টারনেট সংযোগে সমস্যা রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২২ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৩ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৩ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৩ দিন আগে