নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজকাল স্মার্টফোন ব্যবহার করে প্রায় সবাই। অসতর্ক থাকলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এসব দুর্ঘটনার মধ্যে একটি হলো ফোন পানিতে পড়ে যাওয়া বা বৃষ্টিতে ভিজে যাওয়া। যে কারণেই হোক না কেন, পানিতে ভিজে গেলে ফোনটি পুনরায় ব্যবহারের সময় পড়তে হয় নানা বিড়ম্বনায়। এ কারণে হতে পারে ফোনের নানা রকম অভ্যন্তরীণ ক্ষতি, ডিসপ্লে এবং টাচস্ক্রিন অকেজো হওয়ার মতো কোনো সমস্যা। কখনো ফোনটি চালু না হওয়ারও আশঙ্কা থাকে। এসব দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক কিছু কাজ বাঁচিয়ে দিতে পারে প্রিয় ফোনটি।
ফোনের সুইচ বন্ধ করতে হবে
ফোনে পানি ঢুকলে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। সেটা না করে যত দ্রুত সম্ভব পানিতে ডুবে যাওয়া বা বৃষ্টির পানিতে ভেজা ফোনটি শুকনো কাপড়ে মুছে নিয়ে পাওয়ার সুইচটি বন্ধ করে দিন। এতে ক্ষতির পরিমাণ কম হবে। এরপর কেস খুলে ফেলতে হবে। তারপর কভার, সিম, ব্যাটারি, মেমোরি কার্ড খুলে ফেলতে হবে এবং এগুলো টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে।
আলতো করে ডিভাইস ঝাঁকান
এ সময় ডিভাইসটি আলতো করে ঝাঁকান। একইভাবে হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট ইত্যাদিতে আটকে থাকা পানি বের করার চেষ্টা করুন। ফ্যানের নিচে রেখে বাতাসে ভালো করে শুকিয়ে নিন।
চাল বা এয়ার টাইট পাত্রে রেখে দিন
শুকনো মুড়ি বা চালের ভেতর ফোন রেখে দিলেও ভেজা ভাব দূর হবে। আরেকটি বিকল্প হলো, কিছু সিলিকা জেলসহ ফোনটিকে একটি এয়ার টাইট পাত্রে রাখা। এটিও ভেজা ভাব দূর হতে সহায়তা করে। ভেজা ভাব চলে যাওয়ার পরও ৪৮ ঘণ্টার আগে ফোনটি ব্যবহার না করাই ভালো।
আজকাল স্মার্টফোন ব্যবহার করে প্রায় সবাই। অসতর্ক থাকলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এসব দুর্ঘটনার মধ্যে একটি হলো ফোন পানিতে পড়ে যাওয়া বা বৃষ্টিতে ভিজে যাওয়া। যে কারণেই হোক না কেন, পানিতে ভিজে গেলে ফোনটি পুনরায় ব্যবহারের সময় পড়তে হয় নানা বিড়ম্বনায়। এ কারণে হতে পারে ফোনের নানা রকম অভ্যন্তরীণ ক্ষতি, ডিসপ্লে এবং টাচস্ক্রিন অকেজো হওয়ার মতো কোনো সমস্যা। কখনো ফোনটি চালু না হওয়ারও আশঙ্কা থাকে। এসব দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক কিছু কাজ বাঁচিয়ে দিতে পারে প্রিয় ফোনটি।
ফোনের সুইচ বন্ধ করতে হবে
ফোনে পানি ঢুকলে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। সেটা না করে যত দ্রুত সম্ভব পানিতে ডুবে যাওয়া বা বৃষ্টির পানিতে ভেজা ফোনটি শুকনো কাপড়ে মুছে নিয়ে পাওয়ার সুইচটি বন্ধ করে দিন। এতে ক্ষতির পরিমাণ কম হবে। এরপর কেস খুলে ফেলতে হবে। তারপর কভার, সিম, ব্যাটারি, মেমোরি কার্ড খুলে ফেলতে হবে এবং এগুলো টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে।
আলতো করে ডিভাইস ঝাঁকান
এ সময় ডিভাইসটি আলতো করে ঝাঁকান। একইভাবে হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট ইত্যাদিতে আটকে থাকা পানি বের করার চেষ্টা করুন। ফ্যানের নিচে রেখে বাতাসে ভালো করে শুকিয়ে নিন।
চাল বা এয়ার টাইট পাত্রে রেখে দিন
শুকনো মুড়ি বা চালের ভেতর ফোন রেখে দিলেও ভেজা ভাব দূর হবে। আরেকটি বিকল্প হলো, কিছু সিলিকা জেলসহ ফোনটিকে একটি এয়ার টাইট পাত্রে রাখা। এটিও ভেজা ভাব দূর হতে সহায়তা করে। ভেজা ভাব চলে যাওয়ার পরও ৪৮ ঘণ্টার আগে ফোনটি ব্যবহার না করাই ভালো।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২০ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২০ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২০ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২০ দিন আগে