অনলাইন ডেস্ক
ইনবক্সে স্প্যাম বার্তার ভিড়ে আসল ও জরুরি বার্তাগুলো আলাদা করে চিনতে সাহায্যে জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে ট্রুকলার। এই নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে ‘মেসেজ আইডি’। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোনের এসএমএস ইনবক্স স্ক্যান করা হয় এবং ভেরিফায়েড (নিশ্চিতভাবে প্রামাণ্য) প্রতিষ্ঠানের পাঠানো গুরুত্বপূর্ণ বার্তাগুলো যেমন—ওটিপি, ডেলিভারি আপডেট, টিকিট বুকিংয়ের তথ্য ইত্যাদি—আলাদা করে চিহ্নিত করা হয়। এ ধরনের গুরুত্বপূর্ণ বার্তার পাশে ইনবক্সে সবুজ চিহ্নসহ টিক চিহ্ন দেখানো হবে।
ট্রুকলার জানিয়েছে, তারা ভারতসহ আরও ৩০টি দেশে এই ফিচার চালু করেছে। এতে এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে ফোনেই ইনবক্স স্ক্যান করা হয়, কোনো ডেটা ডিভাইসের বাইরে পাঠানো হয় না। ফলে ব্যবহারকারীর গোপনীয়তাও বজায় থাকে।
এই ফিচার শুধু সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি ইংরেজি, হিন্দি, সোয়াহিলি, স্প্যানিশসহ বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক ভাষায় কাজ করতে পারে।
ফিচারটি চালু করতে হলে ফোনে ‘রিড এসএমএস’ ও ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপস’ অপশনের অনুমতি দিতে হবে, যাতে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ বার্তার নোটিফিকেশন দেখানো যায়।
ট্রুকলার জানিয়েছে, সবুজ মেসেজ আইডি ব্যবহার করে কোন বার্তা আসল ও ভেরিফায়েড প্রতিষ্ঠানের আর কোনটি প্রতারণামূলক বা ছদ্মবেশী, তা বোঝা সহজ হবে। এর মধ্যে ব্যাংকের অ্যালার্ট, ওটিপি, ডেলিভারি স্ট্যাটাস, ফ্লাইটের তথ্য এবং পেমেন্ট রিমাইন্ডারের বার্তাও অন্তর্ভুক্ত থাকবে।
শুধু তাই নয়, ট্রুকলার এখন প্রচলিত এসএমএসের বাইরের গুরুত্বপূর্ণ বার্তাও শনাক্ত করতে পারে। এআই প্রযুক্তি ব্যবহার করে মেসেজ আইডি মূল বার্তার ওপরে একটি সারসংক্ষেপ দেখায়, যাতে জরুরি তথ্য এক নজরে বোঝা যায়। এই অংশে লেখা থাকে ‘এআই জেনারেটেড সামারি’।
সম্প্রতি ট্রুকলার আইফোন ব্যবহারকারীদের জন্যও একটি নতুন এপিআই সাপোর্ট চালু করেছে, যার মাধ্যমে রিয়েল-টাইম কলার আইডেনটিফিকেশন ও স্প্যাম কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুবিধা পাওয়া যাচ্ছে। এত দিন এই সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই পেতেন। এখন আইওএসেও এই সুবিধা পাওয়া যাবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
ইনবক্সে স্প্যাম বার্তার ভিড়ে আসল ও জরুরি বার্তাগুলো আলাদা করে চিনতে সাহায্যে জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে ট্রুকলার। এই নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে ‘মেসেজ আইডি’। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোনের এসএমএস ইনবক্স স্ক্যান করা হয় এবং ভেরিফায়েড (নিশ্চিতভাবে প্রামাণ্য) প্রতিষ্ঠানের পাঠানো গুরুত্বপূর্ণ বার্তাগুলো যেমন—ওটিপি, ডেলিভারি আপডেট, টিকিট বুকিংয়ের তথ্য ইত্যাদি—আলাদা করে চিহ্নিত করা হয়। এ ধরনের গুরুত্বপূর্ণ বার্তার পাশে ইনবক্সে সবুজ চিহ্নসহ টিক চিহ্ন দেখানো হবে।
ট্রুকলার জানিয়েছে, তারা ভারতসহ আরও ৩০টি দেশে এই ফিচার চালু করেছে। এতে এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে ফোনেই ইনবক্স স্ক্যান করা হয়, কোনো ডেটা ডিভাইসের বাইরে পাঠানো হয় না। ফলে ব্যবহারকারীর গোপনীয়তাও বজায় থাকে।
এই ফিচার শুধু সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি ইংরেজি, হিন্দি, সোয়াহিলি, স্প্যানিশসহ বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক ভাষায় কাজ করতে পারে।
ফিচারটি চালু করতে হলে ফোনে ‘রিড এসএমএস’ ও ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপস’ অপশনের অনুমতি দিতে হবে, যাতে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ বার্তার নোটিফিকেশন দেখানো যায়।
ট্রুকলার জানিয়েছে, সবুজ মেসেজ আইডি ব্যবহার করে কোন বার্তা আসল ও ভেরিফায়েড প্রতিষ্ঠানের আর কোনটি প্রতারণামূলক বা ছদ্মবেশী, তা বোঝা সহজ হবে। এর মধ্যে ব্যাংকের অ্যালার্ট, ওটিপি, ডেলিভারি স্ট্যাটাস, ফ্লাইটের তথ্য এবং পেমেন্ট রিমাইন্ডারের বার্তাও অন্তর্ভুক্ত থাকবে।
শুধু তাই নয়, ট্রুকলার এখন প্রচলিত এসএমএসের বাইরের গুরুত্বপূর্ণ বার্তাও শনাক্ত করতে পারে। এআই প্রযুক্তি ব্যবহার করে মেসেজ আইডি মূল বার্তার ওপরে একটি সারসংক্ষেপ দেখায়, যাতে জরুরি তথ্য এক নজরে বোঝা যায়। এই অংশে লেখা থাকে ‘এআই জেনারেটেড সামারি’।
সম্প্রতি ট্রুকলার আইফোন ব্যবহারকারীদের জন্যও একটি নতুন এপিআই সাপোর্ট চালু করেছে, যার মাধ্যমে রিয়েল-টাইম কলার আইডেনটিফিকেশন ও স্প্যাম কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুবিধা পাওয়া যাচ্ছে। এত দিন এই সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই পেতেন। এখন আইওএসেও এই সুবিধা পাওয়া যাবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৪ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৪ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৪ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৪ দিন আগে