আবির আহসান রুদ্র
ডেস্কটপে ইউটিউব ব্যবহার করার সময় বিরক্তিকর ইউটিউব শর্টস কিংবা ক্লিকবেইট ভিডিও হরহামেশা সামনে চলে আসে। অনেক সময় এসব ভিডিও অস্বস্তির কারণ হয়েও দাঁড়ায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ইউটিউবের উপযোগী বেশ কিছু এক্সটেনশন আছে। এগুলো দিয়ে আওয়াজ বাড়ানো থেকে ভিডিও সামারাইজার—সব ধরনের সুবিধাই উপভোগ করা যাবে।
ইউটিউব এনহ্যানসার: একের বেশি এক্সটেনশন ইনস্টল করার ইচ্ছা না থাকলে ইউটিউব এনহ্যানসার হতে পারে দারুণ জিনিস। এটি মূলত অ্যাড ব্লক করে, ভিডিওতে শব্দ বাড়ায় এবং ফ্রেম রেট ও কোডেক অনুযায়ী ভিডিও পছন্দ করতে সহায়তা করে। ক্রোম, ফায়ারফক্স, সাফারি ও অপেরা ব্রাউজারে এক্সটেনশনটি পাওয়া যায়।
প্যারাডিফাই: মুক্তি পাওয়া বেশির ভাগ গানই ইউটিউবে পাওয়া যায়। এসব গান অনেকে ইউটিউবে দেখে স্পটিফাইতে খুঁজতে থাকেন। প্যারাডিফাই দিয়ে সহজেই ইউটিউবের যেকোনো গান যুক্ত করা যাবে স্পটিফাইয়ে। এই এক্সটেনশনের সঙ্গে স্পটিফাই লিংক করা থাকে। পছন্দের গান ইউটিউব থেকে সেভ দিয়ে এক ক্লিকেই যুক্ত হবে স্পটিফাইয়ের প্লে লিস্টে।
ভলিউম মাস্টার: ইউটিউবে যদি ভলিউম-সম্পর্কিত সমস্যা থাকে, তবে চিন্তার কোনো কারণ নেই। ভলিউম মাস্টার দিয়ে ৬০০ শতাংশ পর্যন্ত শব্দ বাড়ানো যাবে। এ ছাড়া আলাদা ট্যাবে পৃথক ভলিউম লেভেলও সেট করার ব্যবস্থা আছে এতে।
ক্লিকবেইট রিমুভার: অনেক সময় ইউটিউবাররা অদ্ভুত থাম্বনেইল দিয়ে দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করেন। ক্লিকবেইট রিমুভার এসব ছবি মুছে থাম্বনেইলে ভিডিওর স্ক্রিনশট প্রদর্শন করে। এতে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটা কমে যায়।
ইউব্লক অরিজিন: অ্যাড বা বিজ্ঞাপন ব্লক করার ভালো এক্সটেনশন ইউব্লক অরিজিন। এ ছাড়া কুকি ব্যানার ও ম্যালওয়্যার ব্লক করে এবং ট্রেকিংয়ের হাত থেকে দূরে রাখে এই এক্সটেনশন।
আনহুক: ইউটিউব ফিড পরিচ্ছন্ন রাখতে আনহুকের ভালো বিকল্প নেই। এই এক্সটেনশন সাজেস্ট করা ভিডিও, ইউটিউব শর্টস, সরাসরি চ্যাট, কমেন্টসসহ অপছন্দের সবকিছু ফিড থেকে সরিয়ে দেবে। আপনি কী দেখবেন, তা ইউটিউব অ্যালগরিদমের মাধ্যমে নির্দিষ্ট করার হাত থেকে মুক্তি পেতে আনহুক নামের এই এক্সটেনশন ব্যবহার করতে পারেন।
রাউন্ডেড টিউব: চতুর্ভুজাকৃতির থাম্বনেইল দেখতে বিরক্ত হয়ে গেলে রাউন্ডেড টিউব ব্যবহার করা যেতে পারে। এটি থাম্বনেইলের প্রান্তগুলো গোল আকৃতির করে দেয়। ফলে ইউটিউব ফিডে আসে নতুনত্ব।
রিটার্ন ইউটিউব ডিসলাইক: ইউটিউব ভিডিওতে লাইকের সংখ্যা দেখা গেলেও, ডিসলাইকের সংখ্যা দেখা যায় না। রিটার্ন ইউটিউব ডিসলাইকের মাধ্যমে ডিসলাইকের আনুমানিক একটা সংখ্যা পাওয়া যাবে। যদিও সংখ্যাটি শতভাগ সঠিক নয়, তারপরও কাছাকাছি একটা সংখ্যা পাওয়া যাবে।
স্পনসর ব্লক: ইউটিউবাররা অনেক সময় ভিডিওতে বিভিন্ন ধরনের পণ্য বা সেবার প্রচার করেন। স্পনসর ব্লক এসব ভিডিও স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করে প্রচার করা পণ্য বা সেবার অংশটুকু বাদ দিয়ে দেয়।
গ্ল্যারিটি: দীর্ঘ ভিডিও দেখে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার ধৈর্য থাকে না অনেকের। এই সমস্যার সমাধান দেবে এআই ইউটিউব সামারাইজার গ্ল্যারিটি। এক্সটেনশনটি দিয়ে ভিডিওর বিস্তারিত তথ্য দ্রুত জানা যাবে। মূলত ৫ থেকে ১৫ মিনিট দৈর্ঘ্যের ভিডিওতে গ্ল্যারিটি খুব ভালো কাজ করে।
ডেস্কটপে ইউটিউব ব্যবহার করার সময় বিরক্তিকর ইউটিউব শর্টস কিংবা ক্লিকবেইট ভিডিও হরহামেশা সামনে চলে আসে। অনেক সময় এসব ভিডিও অস্বস্তির কারণ হয়েও দাঁড়ায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ইউটিউবের উপযোগী বেশ কিছু এক্সটেনশন আছে। এগুলো দিয়ে আওয়াজ বাড়ানো থেকে ভিডিও সামারাইজার—সব ধরনের সুবিধাই উপভোগ করা যাবে।
ইউটিউব এনহ্যানসার: একের বেশি এক্সটেনশন ইনস্টল করার ইচ্ছা না থাকলে ইউটিউব এনহ্যানসার হতে পারে দারুণ জিনিস। এটি মূলত অ্যাড ব্লক করে, ভিডিওতে শব্দ বাড়ায় এবং ফ্রেম রেট ও কোডেক অনুযায়ী ভিডিও পছন্দ করতে সহায়তা করে। ক্রোম, ফায়ারফক্স, সাফারি ও অপেরা ব্রাউজারে এক্সটেনশনটি পাওয়া যায়।
প্যারাডিফাই: মুক্তি পাওয়া বেশির ভাগ গানই ইউটিউবে পাওয়া যায়। এসব গান অনেকে ইউটিউবে দেখে স্পটিফাইতে খুঁজতে থাকেন। প্যারাডিফাই দিয়ে সহজেই ইউটিউবের যেকোনো গান যুক্ত করা যাবে স্পটিফাইয়ে। এই এক্সটেনশনের সঙ্গে স্পটিফাই লিংক করা থাকে। পছন্দের গান ইউটিউব থেকে সেভ দিয়ে এক ক্লিকেই যুক্ত হবে স্পটিফাইয়ের প্লে লিস্টে।
ভলিউম মাস্টার: ইউটিউবে যদি ভলিউম-সম্পর্কিত সমস্যা থাকে, তবে চিন্তার কোনো কারণ নেই। ভলিউম মাস্টার দিয়ে ৬০০ শতাংশ পর্যন্ত শব্দ বাড়ানো যাবে। এ ছাড়া আলাদা ট্যাবে পৃথক ভলিউম লেভেলও সেট করার ব্যবস্থা আছে এতে।
ক্লিকবেইট রিমুভার: অনেক সময় ইউটিউবাররা অদ্ভুত থাম্বনেইল দিয়ে দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করেন। ক্লিকবেইট রিমুভার এসব ছবি মুছে থাম্বনেইলে ভিডিওর স্ক্রিনশট প্রদর্শন করে। এতে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটা কমে যায়।
ইউব্লক অরিজিন: অ্যাড বা বিজ্ঞাপন ব্লক করার ভালো এক্সটেনশন ইউব্লক অরিজিন। এ ছাড়া কুকি ব্যানার ও ম্যালওয়্যার ব্লক করে এবং ট্রেকিংয়ের হাত থেকে দূরে রাখে এই এক্সটেনশন।
আনহুক: ইউটিউব ফিড পরিচ্ছন্ন রাখতে আনহুকের ভালো বিকল্প নেই। এই এক্সটেনশন সাজেস্ট করা ভিডিও, ইউটিউব শর্টস, সরাসরি চ্যাট, কমেন্টসসহ অপছন্দের সবকিছু ফিড থেকে সরিয়ে দেবে। আপনি কী দেখবেন, তা ইউটিউব অ্যালগরিদমের মাধ্যমে নির্দিষ্ট করার হাত থেকে মুক্তি পেতে আনহুক নামের এই এক্সটেনশন ব্যবহার করতে পারেন।
রাউন্ডেড টিউব: চতুর্ভুজাকৃতির থাম্বনেইল দেখতে বিরক্ত হয়ে গেলে রাউন্ডেড টিউব ব্যবহার করা যেতে পারে। এটি থাম্বনেইলের প্রান্তগুলো গোল আকৃতির করে দেয়। ফলে ইউটিউব ফিডে আসে নতুনত্ব।
রিটার্ন ইউটিউব ডিসলাইক: ইউটিউব ভিডিওতে লাইকের সংখ্যা দেখা গেলেও, ডিসলাইকের সংখ্যা দেখা যায় না। রিটার্ন ইউটিউব ডিসলাইকের মাধ্যমে ডিসলাইকের আনুমানিক একটা সংখ্যা পাওয়া যাবে। যদিও সংখ্যাটি শতভাগ সঠিক নয়, তারপরও কাছাকাছি একটা সংখ্যা পাওয়া যাবে।
স্পনসর ব্লক: ইউটিউবাররা অনেক সময় ভিডিওতে বিভিন্ন ধরনের পণ্য বা সেবার প্রচার করেন। স্পনসর ব্লক এসব ভিডিও স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করে প্রচার করা পণ্য বা সেবার অংশটুকু বাদ দিয়ে দেয়।
গ্ল্যারিটি: দীর্ঘ ভিডিও দেখে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার ধৈর্য থাকে না অনেকের। এই সমস্যার সমাধান দেবে এআই ইউটিউব সামারাইজার গ্ল্যারিটি। এক্সটেনশনটি দিয়ে ভিডিওর বিস্তারিত তথ্য দ্রুত জানা যাবে। মূলত ৫ থেকে ১৫ মিনিট দৈর্ঘ্যের ভিডিওতে গ্ল্যারিটি খুব ভালো কাজ করে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫