আবির আহসান রুদ্র, ঢাকা
দোরগোড়ায় ঈদ। এই ঈদে নিজের কিংবা প্রিয়জনের জন্য সেরা উপহার হতে পারে স্মার্টফোন। বাজারে বাজেটের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এ ফোনগুলো যেমন ক্যামেরায় এগিয়ে, তেমনি বিভিন্ন গেম খেলার জন্যও কম যায় না।
রিয়েলমি সি৩৩
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটি মূলত ৪জি ফোন। রিয়েলমি সি৩৩-এ আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরি। অক্টাকোর প্রসেসর, ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে রিয়েলমির সি সিরিজের এই ফোনে।
শাওমি রেডমি ১০-এ
দাম ১২ হাজার ৯৯৯ টাকা
১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মোবাইল ফোনটির র্যাম ৪ জিবি। আছে ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। ৬ দশমিক ৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের ফোন শাওমির রেডমি ১০-এ। ফোনটির ওজন মাত্র ১৯৪ গ্রাম।
ওয়ালটন প্রিমো এনএক্স৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরির এই স্মার্ট ফোনে রয়েছে তিনটি এআই ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের স্মার্টফোন প্রিমো এনএক্স৬। এতে আছে হেলিও জি৮৫ গেমিং প্রসেসর। অর্থাৎ গেম খেলার জন্য বাজেটের মধ্যে সেরা ফোন এটি। ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের এলআই—পলিমারের ব্যাটারি দেবে দীর্ঘক্ষণ চার্জের নিশ্চয়তা।
স্যামসাং গ্যালাক্সি এ১২
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
এতে আছে ৪৮, ৫, ২ এবং ২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের দ্রুতগতির চার্জিংয়ের ব্যবস্থা আছে ফোনটিতে। স্যামসাংয়ের গ্যালাক্সি এ১২-তে আছে ৬ দশমিক ৫ ইঞ্চির পিএলএস আইপিএস ডিসপ্লে। আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। গ্যালাক্সি এ১২ আছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
ভিভো ওয়াই ১৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
এর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এতে আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবির ইন্টারনাল ফোন মেমোরি। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার লি—প্রো ব্যাটারির সঙ্গে আরও আছে ১০ ওয়াটের চার্জার। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের এ মোবাইল ফোনটিতে রয়েছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
অপো এ১৭
দাম ১৫ হাজার ৯৯০ টাকা
অপোর স্মার্টফোনগুলো মূলত ক্যামেরা জন্য বিখ্যাত। অপো এ১৭-এর ব্যতিক্রম নয়। ফোনটির মূল ডুয়েল ক্যামেরা ৫০ ও ২ মেগাপিক্সেলের। আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের পাশাপাশি রয়েছে কালার ওএস ১২ দশমিক ১। র্যাম ৬৪ জিবি, ইন্টারনাল ফোন মেমোরি ৬৪ জিবি। এ ছাড়া ফোনটিতে থাকছে মিডিয়াটেকের অক্টাকোর প্রসেসর এবং ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারি।
দোরগোড়ায় ঈদ। এই ঈদে নিজের কিংবা প্রিয়জনের জন্য সেরা উপহার হতে পারে স্মার্টফোন। বাজারে বাজেটের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এ ফোনগুলো যেমন ক্যামেরায় এগিয়ে, তেমনি বিভিন্ন গেম খেলার জন্যও কম যায় না।
রিয়েলমি সি৩৩
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটি মূলত ৪জি ফোন। রিয়েলমি সি৩৩-এ আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরি। অক্টাকোর প্রসেসর, ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে রিয়েলমির সি সিরিজের এই ফোনে।
শাওমি রেডমি ১০-এ
দাম ১২ হাজার ৯৯৯ টাকা
১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মোবাইল ফোনটির র্যাম ৪ জিবি। আছে ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। ৬ দশমিক ৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের ফোন শাওমির রেডমি ১০-এ। ফোনটির ওজন মাত্র ১৯৪ গ্রাম।
ওয়ালটন প্রিমো এনএক্স৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরির এই স্মার্ট ফোনে রয়েছে তিনটি এআই ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের স্মার্টফোন প্রিমো এনএক্স৬। এতে আছে হেলিও জি৮৫ গেমিং প্রসেসর। অর্থাৎ গেম খেলার জন্য বাজেটের মধ্যে সেরা ফোন এটি। ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের এলআই—পলিমারের ব্যাটারি দেবে দীর্ঘক্ষণ চার্জের নিশ্চয়তা।
স্যামসাং গ্যালাক্সি এ১২
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
এতে আছে ৪৮, ৫, ২ এবং ২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের দ্রুতগতির চার্জিংয়ের ব্যবস্থা আছে ফোনটিতে। স্যামসাংয়ের গ্যালাক্সি এ১২-তে আছে ৬ দশমিক ৫ ইঞ্চির পিএলএস আইপিএস ডিসপ্লে। আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। গ্যালাক্সি এ১২ আছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
ভিভো ওয়াই ১৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
এর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এতে আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবির ইন্টারনাল ফোন মেমোরি। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার লি—প্রো ব্যাটারির সঙ্গে আরও আছে ১০ ওয়াটের চার্জার। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের এ মোবাইল ফোনটিতে রয়েছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
অপো এ১৭
দাম ১৫ হাজার ৯৯০ টাকা
অপোর স্মার্টফোনগুলো মূলত ক্যামেরা জন্য বিখ্যাত। অপো এ১৭-এর ব্যতিক্রম নয়। ফোনটির মূল ডুয়েল ক্যামেরা ৫০ ও ২ মেগাপিক্সেলের। আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের পাশাপাশি রয়েছে কালার ওএস ১২ দশমিক ১। র্যাম ৬৪ জিবি, ইন্টারনাল ফোন মেমোরি ৬৪ জিবি। এ ছাড়া ফোনটিতে থাকছে মিডিয়াটেকের অক্টাকোর প্রসেসর এবং ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে