ফেসবুকে একই নামে বিভিন্ন প্রোফাইল থাকে। তাই এসব নামের ভিড়ে বন্ধু ও পরিচিতরা আপনার আইডি সহজে খুঁজে পায় না। বিশেষ করে প্রোফাইল ছবিতে নিজের ছবি না থাকলে। তাই প্রোফাইল নামের পাশে নিকনেম বা ডাকনাম যুক্ত করার সুযোগ দিয়েছে ফেসবুক। এভাবে অন্যরা ডাকনাম ও মূল নাম দেখে আপনার আইডি সহজেই শনাক্ত করতে পারবে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। একই সঙ্গে ইংরেজি ও বাংলায় প্রোফাইল নাম দেখানোর জন্যও এই ফিচার ব্যবহার করা যায়।
ফেসবুকের ডাকনামটি প্রোফাইল নামের পাশে ব্র্যাকেটে থাকবে। ফেসবুকে নিকনেম বা ডাকনাম সেট করার প্রক্রিয়াটি খুবই সহজ। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফেসবুক অ্যাপ চালু করুন।
২. বামপাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এর ফলে আপনার প্রোফাইল পেজ চালু হবে।
৩. প্রোফাইল পেজের ওপরে থাকা ‘এডিট প্রোফাইল’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর প্রোফাইল পেজের ডিটেইলস অপশনের একদম নিচে থাকা ‘সি ইউর অ্যাবাউট ইনফো’ তে ট্যাপ করতে হবে।
৫. এবার নিচে স্ক্রল করে ‘আদারস নেম’ অপশনে সেকশনের নিচে থাকা ‘অ্যাড আদার নেম’–এ ট্যাপ করতে হবে।
৬. পরের পেজে একটি বক্স দেখা যাবে। এখানে পছন্দমতো ডাকনাম টাইপ করুন।
৭. এরপর ‘শো অ্যাট টপ অব প্রোফাইল’ অপশনে টিক দিতে হবে।
৮. এখন ‘সেভ’ বাটনে ট্যাপ করলেই প্রোফাইল পেজে নামের পাশে ডাকনাম যুক্ত হবে।
ডাকনাম এডিট বা মুছে ফেলবেন যেভাবে
কোনো সময় ডাকনাম মুছে ফেলতে চাইলেও তা সহজেই করা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফেসবুক অ্যাপ চালু করুন।
২. বামপাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এর ফলে আপনার প্রোফাইল পেজ চালু হবে।
৩. প্রোফাইল পেজের ওপরে থাকা ‘এডিট প্রোফাইল’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর প্রোফাইল পেজের ডিটেইলস অপশনের একদম নিচে থাকা ‘সি ইউর অ্যাবাউট ইনফো’–তে ট্যাপ করতে হবে।
৫. এবার নিচে স্ক্রল করে ‘আদারস নেম’ অপশনের নিচে আগে থেকে সেট করা ডাকনামগুলো দেখা যাবে।
৬. যে ডাকনামটি এডিট বা মুছে ফেলতে চান তার পাশার ‘এডিট’ (কলমের মতো আইকোন) আইকোনে ট্যাপ করুন।
৭. এখন একটি ছোট পপ আপ মেনু দেখা যাবে। এখন ডাকনামটি মুছে ফেলতে পপআপ মেনুর ডিলিট অপশনে ট্যাপ করুন।
আর ডাকনামটি এডিট করতে ‘এডিট’ অপশনে ট্যাপ করুন। পরের পেজে একটি বক্স দেখা যাবে। এখানে পছন্দমতো ডাকনাম টাইপ করুন। এরপর ‘শো অ্যাট টপ অব প্রোফাইল’ অপশনে টিক দিয়ে ‘সেভ’ বাটনে ট্যাপ করলেই এডিট করা নতুন ডাকনামটি প্রোফাইল নামের পাশে সেট হবে।
ফেসবুকে একই নামে বিভিন্ন প্রোফাইল থাকে। তাই এসব নামের ভিড়ে বন্ধু ও পরিচিতরা আপনার আইডি সহজে খুঁজে পায় না। বিশেষ করে প্রোফাইল ছবিতে নিজের ছবি না থাকলে। তাই প্রোফাইল নামের পাশে নিকনেম বা ডাকনাম যুক্ত করার সুযোগ দিয়েছে ফেসবুক। এভাবে অন্যরা ডাকনাম ও মূল নাম দেখে আপনার আইডি সহজেই শনাক্ত করতে পারবে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। একই সঙ্গে ইংরেজি ও বাংলায় প্রোফাইল নাম দেখানোর জন্যও এই ফিচার ব্যবহার করা যায়।
ফেসবুকের ডাকনামটি প্রোফাইল নামের পাশে ব্র্যাকেটে থাকবে। ফেসবুকে নিকনেম বা ডাকনাম সেট করার প্রক্রিয়াটি খুবই সহজ। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফেসবুক অ্যাপ চালু করুন।
২. বামপাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এর ফলে আপনার প্রোফাইল পেজ চালু হবে।
৩. প্রোফাইল পেজের ওপরে থাকা ‘এডিট প্রোফাইল’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর প্রোফাইল পেজের ডিটেইলস অপশনের একদম নিচে থাকা ‘সি ইউর অ্যাবাউট ইনফো’ তে ট্যাপ করতে হবে।
৫. এবার নিচে স্ক্রল করে ‘আদারস নেম’ অপশনে সেকশনের নিচে থাকা ‘অ্যাড আদার নেম’–এ ট্যাপ করতে হবে।
৬. পরের পেজে একটি বক্স দেখা যাবে। এখানে পছন্দমতো ডাকনাম টাইপ করুন।
৭. এরপর ‘শো অ্যাট টপ অব প্রোফাইল’ অপশনে টিক দিতে হবে।
৮. এখন ‘সেভ’ বাটনে ট্যাপ করলেই প্রোফাইল পেজে নামের পাশে ডাকনাম যুক্ত হবে।
ডাকনাম এডিট বা মুছে ফেলবেন যেভাবে
কোনো সময় ডাকনাম মুছে ফেলতে চাইলেও তা সহজেই করা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফেসবুক অ্যাপ চালু করুন।
২. বামপাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এর ফলে আপনার প্রোফাইল পেজ চালু হবে।
৩. প্রোফাইল পেজের ওপরে থাকা ‘এডিট প্রোফাইল’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর প্রোফাইল পেজের ডিটেইলস অপশনের একদম নিচে থাকা ‘সি ইউর অ্যাবাউট ইনফো’–তে ট্যাপ করতে হবে।
৫. এবার নিচে স্ক্রল করে ‘আদারস নেম’ অপশনের নিচে আগে থেকে সেট করা ডাকনামগুলো দেখা যাবে।
৬. যে ডাকনামটি এডিট বা মুছে ফেলতে চান তার পাশার ‘এডিট’ (কলমের মতো আইকোন) আইকোনে ট্যাপ করুন।
৭. এখন একটি ছোট পপ আপ মেনু দেখা যাবে। এখন ডাকনামটি মুছে ফেলতে পপআপ মেনুর ডিলিট অপশনে ট্যাপ করুন।
আর ডাকনামটি এডিট করতে ‘এডিট’ অপশনে ট্যাপ করুন। পরের পেজে একটি বক্স দেখা যাবে। এখানে পছন্দমতো ডাকনাম টাইপ করুন। এরপর ‘শো অ্যাট টপ অব প্রোফাইল’ অপশনে টিক দিয়ে ‘সেভ’ বাটনে ট্যাপ করলেই এডিট করা নতুন ডাকনামটি প্রোফাইল নামের পাশে সেট হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫