ফিচার ডেস্ক
অনলাইনে বাড়তে থাকা প্রতারণা রোধে বড় পদক্ষেপ নিয়েছে মেটা। এখন পর্যন্ত ফেসবুক ও ইনস্টাগ্রামের ২০ লাখের বেশি সন্দেহজনক অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল ‘পিগ বুচারিং’ কেলেঙ্কারি ঠেকানো। এ ধরনের প্রতারণার মাধ্যমে অসৎ উপায়ে নেটিজেনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।
বিশ্বব্যাপী এ ধরনের প্রতারণার শিকার হয়েছে প্রায় ৩ লাখ মানুষ। প্রতারণার শিকার মানুষেরা ২০২৩ সালে মোট ৬৪ বিলিয়ন ডলার হারিয়েছে। মেটা এই প্রতারণার বিরুদ্ধে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও আইনি সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত চালায়। সেখান থেকে জানা যায়, সেসব অপরাধের পেছনে কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারের একটি বড় গ্রুপ রয়েছে। অবশেষে এই কেলেঙ্কারি ঠেকাতে মেটা ২০ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।
পিগ বুচারিং জালিয়াতি
প্রাথমিকভাবে এই প্রতারণা বন্ধুত্বপূর্ণ মেসেজ দিয়ে শুরু হয়। এর মাধ্যমে অপরিচিত ব্যক্তি ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলে। এরপর তার লক্ষ্য হয় বিশ্বাস অর্জন করে প্রতারণার মাধ্যমে কোনো প্রকল্পে বা ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের প্রস্তাব দেওয়া। যারা এই ফাঁদে পা দেয়, তারা প্রথমে অল্প পরিমাণে টাকা তুলে নিতে পারে। কিন্তু পরে হঠাৎ তাদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যায়। এমনকি কিছু কিছু ক্ষেত্রে চাকরি খুঁজছে এমন ব্যক্তিদের চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা আদায় করা হতো অনৈতিকভাবে। মেটা এই ধরনের প্রতারণামূলক অ্যাকাউন্ট চিহ্নিত করা শুরু করে এবং সেসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
যেভাবে সতর্ক থাকবেন
অনলাইনে আসা যেকোনো অচেনা মেসেজ সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। অনেক সময় অপরিচিত ব্যক্তি বন্ধুত্বপূর্ণ মেসেজ দিয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। পরবর্তী সময়ে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে। তাই অচেনা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। সন্দেহজনক কিছু মনে হলে সেই প্রোফাইলটি রিপোর্ট করুন।
সূত্র: ফোর্বস
অনলাইনে বাড়তে থাকা প্রতারণা রোধে বড় পদক্ষেপ নিয়েছে মেটা। এখন পর্যন্ত ফেসবুক ও ইনস্টাগ্রামের ২০ লাখের বেশি সন্দেহজনক অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল ‘পিগ বুচারিং’ কেলেঙ্কারি ঠেকানো। এ ধরনের প্রতারণার মাধ্যমে অসৎ উপায়ে নেটিজেনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।
বিশ্বব্যাপী এ ধরনের প্রতারণার শিকার হয়েছে প্রায় ৩ লাখ মানুষ। প্রতারণার শিকার মানুষেরা ২০২৩ সালে মোট ৬৪ বিলিয়ন ডলার হারিয়েছে। মেটা এই প্রতারণার বিরুদ্ধে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও আইনি সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত চালায়। সেখান থেকে জানা যায়, সেসব অপরাধের পেছনে কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারের একটি বড় গ্রুপ রয়েছে। অবশেষে এই কেলেঙ্কারি ঠেকাতে মেটা ২০ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।
পিগ বুচারিং জালিয়াতি
প্রাথমিকভাবে এই প্রতারণা বন্ধুত্বপূর্ণ মেসেজ দিয়ে শুরু হয়। এর মাধ্যমে অপরিচিত ব্যক্তি ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলে। এরপর তার লক্ষ্য হয় বিশ্বাস অর্জন করে প্রতারণার মাধ্যমে কোনো প্রকল্পে বা ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের প্রস্তাব দেওয়া। যারা এই ফাঁদে পা দেয়, তারা প্রথমে অল্প পরিমাণে টাকা তুলে নিতে পারে। কিন্তু পরে হঠাৎ তাদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যায়। এমনকি কিছু কিছু ক্ষেত্রে চাকরি খুঁজছে এমন ব্যক্তিদের চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা আদায় করা হতো অনৈতিকভাবে। মেটা এই ধরনের প্রতারণামূলক অ্যাকাউন্ট চিহ্নিত করা শুরু করে এবং সেসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
যেভাবে সতর্ক থাকবেন
অনলাইনে আসা যেকোনো অচেনা মেসেজ সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। অনেক সময় অপরিচিত ব্যক্তি বন্ধুত্বপূর্ণ মেসেজ দিয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। পরবর্তী সময়ে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে। তাই অচেনা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। সন্দেহজনক কিছু মনে হলে সেই প্রোফাইলটি রিপোর্ট করুন।
সূত্র: ফোর্বস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে