ফিচার ডেস্ক
প্রযুক্তির জগতে ইলন মাস্ক যেন এক রূপকথাকার। তিনি একের পর এক তৈরি করে চলেছেন মানুষের স্বপ্নের সব প্রযুক্তিপণ্য। মহাকাশযান উড্ডয়নে সাফল্যের পর রকেট ক্যাচার। টেসলা গাড়ির পর এবার স্টিয়ারিংবিহীন গাড়ি সে কথা মনে করিয়ে দিচ্ছে।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বুরবাকে আয়োজিত এক এআই ইভেন্টে সাইবার ক্যাবের এই নতুন ভার্সন সামনে এনেছে টেসলা। চালক ছাড়া চলবে গাড়িটি। এটি স্বয়ংক্রিয় গাড়ির দুনিয়ায় টেসলার নতুন যুগের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে নিরাপত্তা ও সুবিধা—দুটিই বজায় রাখা সম্ভব হবে।
গাড়িটি ২০২৬ সাল থেকে বাণিজ্যিকভাবে নির্মাণ শুরু করবে টেসলা। দাম হবে ৩০ হাজার ডলারের কিছু কম। আয়োজনে গাড়িটির খুঁটিনাটি জানিয়েছে এর নির্মাতাপ্রতিষ্ঠান। তারা ঘোষণা দেয়, এই গাড়ি সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। এতে কোনো স্টিয়ারিং হুইল না থাকায় আলাদা করে চালকের প্রয়োজন নেই। গাড়িটি নিজে থেকে যেকোনো কঠিন পরিস্থিতি সামলে নিতে সক্ষম।
টেসলার এই নতুন গাড়ি যেহেতু চালানোর কোনো ঝামেলা নেই, তাই এর যাত্রীরা গাড়িতে বসার পাশাপাশি শুয়েও ভ্রমণ করতে পারবে। আগে থেকে ঠিক করে দেওয়া গন্তব্যে নির্বিঘ্নে যাত্রীদের পৌঁছে দেবে এই গাড়ি।
নতুন এই গাড়িতে থাকছে আধুনিক ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। অন্যান্য গাড়ির মতো এতে দুই দিকে ঊর্ধ্বমুখী দরজা থাকবে, যা দেখতে কিছুটা পাখির ডানার মতো। এটি গাড়ির বাহ্যিক আকর্ষণ বাড়াবে। এর ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ ডিজাইন চিত্তাকর্ষক। তবে টেসলা শুধু রোবোট্যাক্সি নিয়ে আসছে, এমন নয়। একই আয়োজনে মাস্ক দিয়েছেন আরও একটি নতুন বিষয়ের খবর।
জানা গেছে, রোবোট্যাক্সির পাশাপাশি আসছে রোবোভ্যান। চালকবিহীন এই গাড়িতে একসঙ্গে ২০ যাত্রী ভ্রমণ করতে পারবে।
সূত্র: বিবিসি
প্রযুক্তির জগতে ইলন মাস্ক যেন এক রূপকথাকার। তিনি একের পর এক তৈরি করে চলেছেন মানুষের স্বপ্নের সব প্রযুক্তিপণ্য। মহাকাশযান উড্ডয়নে সাফল্যের পর রকেট ক্যাচার। টেসলা গাড়ির পর এবার স্টিয়ারিংবিহীন গাড়ি সে কথা মনে করিয়ে দিচ্ছে।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বুরবাকে আয়োজিত এক এআই ইভেন্টে সাইবার ক্যাবের এই নতুন ভার্সন সামনে এনেছে টেসলা। চালক ছাড়া চলবে গাড়িটি। এটি স্বয়ংক্রিয় গাড়ির দুনিয়ায় টেসলার নতুন যুগের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে নিরাপত্তা ও সুবিধা—দুটিই বজায় রাখা সম্ভব হবে।
গাড়িটি ২০২৬ সাল থেকে বাণিজ্যিকভাবে নির্মাণ শুরু করবে টেসলা। দাম হবে ৩০ হাজার ডলারের কিছু কম। আয়োজনে গাড়িটির খুঁটিনাটি জানিয়েছে এর নির্মাতাপ্রতিষ্ঠান। তারা ঘোষণা দেয়, এই গাড়ি সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। এতে কোনো স্টিয়ারিং হুইল না থাকায় আলাদা করে চালকের প্রয়োজন নেই। গাড়িটি নিজে থেকে যেকোনো কঠিন পরিস্থিতি সামলে নিতে সক্ষম।
টেসলার এই নতুন গাড়ি যেহেতু চালানোর কোনো ঝামেলা নেই, তাই এর যাত্রীরা গাড়িতে বসার পাশাপাশি শুয়েও ভ্রমণ করতে পারবে। আগে থেকে ঠিক করে দেওয়া গন্তব্যে নির্বিঘ্নে যাত্রীদের পৌঁছে দেবে এই গাড়ি।
নতুন এই গাড়িতে থাকছে আধুনিক ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। অন্যান্য গাড়ির মতো এতে দুই দিকে ঊর্ধ্বমুখী দরজা থাকবে, যা দেখতে কিছুটা পাখির ডানার মতো। এটি গাড়ির বাহ্যিক আকর্ষণ বাড়াবে। এর ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ ডিজাইন চিত্তাকর্ষক। তবে টেসলা শুধু রোবোট্যাক্সি নিয়ে আসছে, এমন নয়। একই আয়োজনে মাস্ক দিয়েছেন আরও একটি নতুন বিষয়ের খবর।
জানা গেছে, রোবোট্যাক্সির পাশাপাশি আসছে রোবোভ্যান। চালকবিহীন এই গাড়িতে একসঙ্গে ২০ যাত্রী ভ্রমণ করতে পারবে।
সূত্র: বিবিসি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে