ফিচার ডেস্ক
বেশ কিছুদিন আগের কথা; অনলাইনে কিছু খুঁজতে সহায়ক ছিল গুগল। বলা যায়, গুগল ছাড়া চিন্তা করা যেত না। ২০২২ সালে ঘটনায় নতুন মোড় নিয়ে এল মার্কিন এআই প্রতিষ্ঠান ওপেনএআই। তাদের চ্যাটবট চ্যাটজিপিটি সাড়া ফেলল। শুধু খোঁজার কাজ নয়, আপনার যা প্রয়োজন, সেটি তৈরি করতে পারবে এই প্রযুক্তি। ধরুন, আপনার প্রয়োজন একটি মেইল লেখা বা কোনো একটি কাজ নিয়ে পরিকল্পনা করা। সবকিছুর সমাধান দিতে পারে চ্যাটজিপিটি।
যে গুগল এত দিন অনলাইন দুনিয়ায় রাজত্ব করে যাচ্ছে, তার কী হবে? এমন প্রভাবশালী প্রযুক্তিপ্রতিষ্ঠানের তো বসে থাকার কথা নয়। ঠিক এক বছর পর, ২০২৩ সালে গুগল নিয়ে এল তাদের এআই চ্যাটবট জেমিনি। তবে এখনো এটি চ্যাটজিপিটির চেয়ে পিছিয়ে। এই প্রতিযোগিতার মোড় আবারও ঘুরতে পারে ২০২৫ সালে।
গুগল এরই মধ্যে বেশ কয়েকটি উন্নত প্রযুক্তি যোগ করেছে জেমিনিতে। সেখানেই শেষ নয়, আরও উন্নত করা হচ্ছে এই চ্যাটবট। এর মধ্যে আছে জেমিনির সঙ্গে সরাসরি কথা বলা। কোনো ধরনের টাইপ করার ঝামেলা ছাড়া জেমিনির সঙ্গে কথা বলা যাবে। আর এই চ্যাটবট সরাসরি উত্তর দিতে প্রস্তুত থাকবে। এ ছাড়া টেক্সট ও ভিডিওর মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবে।
এসব সুবিধা ছাড়া ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী আরও প্রাসঙ্গিক পরামর্শ দিতে পারবে জেমিনি।
এই চ্যাটবটে কিছু আপলোড করে সংশোধন চাইলে সেটি ব্যবহারকারীর পছন্দের ওপর ভিত্তি করে দেবে। এর বাইরে একাধিক কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে জেমিনির কাঁধে; যেমন রিমাইন্ডার সেট করা, হোম ডিভাইস নিয়ন্ত্রণ ইত্যাদি।
এত আপডেট এলেও গুগল সেগুলোর কিছুই বিনা মূল্যে দেবে না। আপাতত শুধু জেমিনি অ্যাডভান্স গ্রাহকেরা এসব সুবিধা নিতে পারবেন।
অন্যদিকে জেমিনি অ্যাপ ব্যবহার নিয়ে অপেক্ষায় ছিলেন আইফোন ব্যবহারকারীরা। তাঁদের জন্য সুখবর, সম্প্রতি অ্যাপ স্টোরে যুক্ত হয়েছে এই অ্যাপ।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
বেশ কিছুদিন আগের কথা; অনলাইনে কিছু খুঁজতে সহায়ক ছিল গুগল। বলা যায়, গুগল ছাড়া চিন্তা করা যেত না। ২০২২ সালে ঘটনায় নতুন মোড় নিয়ে এল মার্কিন এআই প্রতিষ্ঠান ওপেনএআই। তাদের চ্যাটবট চ্যাটজিপিটি সাড়া ফেলল। শুধু খোঁজার কাজ নয়, আপনার যা প্রয়োজন, সেটি তৈরি করতে পারবে এই প্রযুক্তি। ধরুন, আপনার প্রয়োজন একটি মেইল লেখা বা কোনো একটি কাজ নিয়ে পরিকল্পনা করা। সবকিছুর সমাধান দিতে পারে চ্যাটজিপিটি।
যে গুগল এত দিন অনলাইন দুনিয়ায় রাজত্ব করে যাচ্ছে, তার কী হবে? এমন প্রভাবশালী প্রযুক্তিপ্রতিষ্ঠানের তো বসে থাকার কথা নয়। ঠিক এক বছর পর, ২০২৩ সালে গুগল নিয়ে এল তাদের এআই চ্যাটবট জেমিনি। তবে এখনো এটি চ্যাটজিপিটির চেয়ে পিছিয়ে। এই প্রতিযোগিতার মোড় আবারও ঘুরতে পারে ২০২৫ সালে।
গুগল এরই মধ্যে বেশ কয়েকটি উন্নত প্রযুক্তি যোগ করেছে জেমিনিতে। সেখানেই শেষ নয়, আরও উন্নত করা হচ্ছে এই চ্যাটবট। এর মধ্যে আছে জেমিনির সঙ্গে সরাসরি কথা বলা। কোনো ধরনের টাইপ করার ঝামেলা ছাড়া জেমিনির সঙ্গে কথা বলা যাবে। আর এই চ্যাটবট সরাসরি উত্তর দিতে প্রস্তুত থাকবে। এ ছাড়া টেক্সট ও ভিডিওর মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবে।
এসব সুবিধা ছাড়া ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী আরও প্রাসঙ্গিক পরামর্শ দিতে পারবে জেমিনি।
এই চ্যাটবটে কিছু আপলোড করে সংশোধন চাইলে সেটি ব্যবহারকারীর পছন্দের ওপর ভিত্তি করে দেবে। এর বাইরে একাধিক কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে জেমিনির কাঁধে; যেমন রিমাইন্ডার সেট করা, হোম ডিভাইস নিয়ন্ত্রণ ইত্যাদি।
এত আপডেট এলেও গুগল সেগুলোর কিছুই বিনা মূল্যে দেবে না। আপাতত শুধু জেমিনি অ্যাডভান্স গ্রাহকেরা এসব সুবিধা নিতে পারবেন।
অন্যদিকে জেমিনি অ্যাপ ব্যবহার নিয়ে অপেক্ষায় ছিলেন আইফোন ব্যবহারকারীরা। তাঁদের জন্য সুখবর, সম্প্রতি অ্যাপ স্টোরে যুক্ত হয়েছে এই অ্যাপ।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে