অনলাইন ডেস্ক
মাইক্রোসফট তাদের এআই সহকারী ‘কোপাইলট’-এ যুক্ত করল নতুন এক ফিচার। এর ফলে লেখার পাশাপাশি ব্যবহারকারীর বর্ণনা অনুযায়ী ছবি তৈরি করে দিতে পারবে কোপাইলট। সর্বশেষ জিপিটি-৪ও মডেলের সাহায্যে এবার মাইক্রোসফট ৩৬৫-এর ওয়ার্ড, এক্সেল ও আউটলুকে বসেই তৈরি করা যাবে চোখধাঁধানো গ্রাফিকস বা বাস্তবভিত্তিক ছবি।
সোমবার এক ঘোষণায় মাইক্রোসফট জানায়, কোপাইলটে এই আপডেটের ফলে ব্যবহারকারীরা সরাসরি প্রম্পট দিয়ে ছবি তৈরি করতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নথিপত্রে, উপস্থাপনায় কিংবা ই-মেইলে যুক্ত করতে পারবেন নিজের পছন্দমতো ছবি কোনো আলাদা ডিজাইন টুল ছাড়াই।
মাইক্রোসফট কোপাইলট কী
মাইক্রোসফট ৩৬৫-এর অংশ হিসেবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক ও টিমসের মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশনে যুক্ত করা হয়েছে এই এআই সহকারী। এটি বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেমন—নথি তৈরি, ডেটা বিশ্লেষণ, উপস্থাপনা বানানো, ই-মেইল ও মিটিং ব্যবস্থাপনা। নতুন আপডেটের ফলে এখন থেকে ছবি তৈরিও করবে কোপাইলট।
কোপাইলটের ইমেজ জেনারেটরে যে সুবিধা পাওয়া যাবে
জিপিটি-৪ও মডেল ব্যবহারে কোপাইলট এখন আরও উন্নতমানের ছবি তৈরি করতে পারবে। ব্যবহারকারীর লিখিত বর্ণনা অনুযায়ী তৈরি হবে বাস্তবভিত্তিক চিত্র, গ্রাফিকস, ইলাস্ট্রেশন। এমনকি বিদ্যমান ছবিতেও পরিবর্তন আনা যাবে, স্টাইল বদলানো যাবে এবং ছবিতে টেক্সট যুক্ত করা যাবে সহজেই।
প্রথমে শুধু ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য চালু হলেও এখন সাধারণ ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন।
এদিকে, মাইক্রোসফট ডিজাইনার ও ইমেজ ক্রিয়েটরের মতো অন্য সৃষ্টিশীল টুলগুলো এখনো আগের ডাল-ই মডেল ব্যবহার করছে। সেখানে জিপিটি-৪ও ব্যবহার করে কোপাইলট আরও দ্রুত এবং নিখুঁত ছবি দিতে পারবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
এই আপডেটের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে গুগলের জেমিনি কিংবা ওপেনএআইয়ের অন্যান্য সেবার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায় মাইক্রোসফট।
তথ্যসূত্র: সিনেট
মাইক্রোসফট তাদের এআই সহকারী ‘কোপাইলট’-এ যুক্ত করল নতুন এক ফিচার। এর ফলে লেখার পাশাপাশি ব্যবহারকারীর বর্ণনা অনুযায়ী ছবি তৈরি করে দিতে পারবে কোপাইলট। সর্বশেষ জিপিটি-৪ও মডেলের সাহায্যে এবার মাইক্রোসফট ৩৬৫-এর ওয়ার্ড, এক্সেল ও আউটলুকে বসেই তৈরি করা যাবে চোখধাঁধানো গ্রাফিকস বা বাস্তবভিত্তিক ছবি।
সোমবার এক ঘোষণায় মাইক্রোসফট জানায়, কোপাইলটে এই আপডেটের ফলে ব্যবহারকারীরা সরাসরি প্রম্পট দিয়ে ছবি তৈরি করতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নথিপত্রে, উপস্থাপনায় কিংবা ই-মেইলে যুক্ত করতে পারবেন নিজের পছন্দমতো ছবি কোনো আলাদা ডিজাইন টুল ছাড়াই।
মাইক্রোসফট কোপাইলট কী
মাইক্রোসফট ৩৬৫-এর অংশ হিসেবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক ও টিমসের মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশনে যুক্ত করা হয়েছে এই এআই সহকারী। এটি বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেমন—নথি তৈরি, ডেটা বিশ্লেষণ, উপস্থাপনা বানানো, ই-মেইল ও মিটিং ব্যবস্থাপনা। নতুন আপডেটের ফলে এখন থেকে ছবি তৈরিও করবে কোপাইলট।
কোপাইলটের ইমেজ জেনারেটরে যে সুবিধা পাওয়া যাবে
জিপিটি-৪ও মডেল ব্যবহারে কোপাইলট এখন আরও উন্নতমানের ছবি তৈরি করতে পারবে। ব্যবহারকারীর লিখিত বর্ণনা অনুযায়ী তৈরি হবে বাস্তবভিত্তিক চিত্র, গ্রাফিকস, ইলাস্ট্রেশন। এমনকি বিদ্যমান ছবিতেও পরিবর্তন আনা যাবে, স্টাইল বদলানো যাবে এবং ছবিতে টেক্সট যুক্ত করা যাবে সহজেই।
প্রথমে শুধু ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য চালু হলেও এখন সাধারণ ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন।
এদিকে, মাইক্রোসফট ডিজাইনার ও ইমেজ ক্রিয়েটরের মতো অন্য সৃষ্টিশীল টুলগুলো এখনো আগের ডাল-ই মডেল ব্যবহার করছে। সেখানে জিপিটি-৪ও ব্যবহার করে কোপাইলট আরও দ্রুত এবং নিখুঁত ছবি দিতে পারবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
এই আপডেটের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে গুগলের জেমিনি কিংবা ওপেনএআইয়ের অন্যান্য সেবার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায় মাইক্রোসফট।
তথ্যসূত্র: সিনেট
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে