অনলাইন ডেস্ক
আবহাওয়ার পূর্বাভাস আরও নির্ভুল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নিচ্ছে জাপানের আবহাওয়া সংস্থা। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাসে ‘ডিপ লার্নিং’ প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করছে সংস্থাটি।
এই লক্ষ্যে চলতি বছরের এপ্রিল মাসে একটি নতুন দল গঠন করা হয়েছে। দলটি এআই-ভিত্তিক পূর্বাভাস ব্যবস্থা এবং বর্তমানে ব্যবহৃত সংখ্যাগত পূর্বাভাস মডেল একত্রে ব্যবহার করে অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নের কাজ চালাচ্ছে।
নতুন এআই ব্যবস্থা চালু হলে এটি বিপুল পরিমাণ ঐতিহাসিক আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন প্যাটার্ন শনাক্ত করবে এবং তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিভিন্ন পূর্বাভাস তৈরি করবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, টাইফুনের গতিপথ নির্ধারণের মতো কিছু ক্ষেত্রে প্রচলিত পূর্বাভাসের চেয়ে আরও নির্ভুল হতে পারে এআইভিত্তিক পদ্ধতি।
আগামী জুন মাসে এআই ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে তথ্য বিশ্লেষণক্ষমতা বাড়ানোর বিষয়ে অতিরিক্ত পদক্ষেপ ঘোষণা করতে পারে জাপানে আবহাওয়া সংস্থা।
বর্তমানে সংস্থাটি উপাত্তনির্ভর সংখ্যাগত আবহাওয়া পূর্বাভাস মডেল এবং সুপারকম্পিউটার ব্যবহার করে ভবিষ্যতের বায়ুমণ্ডলীয় পরিস্থিতি বোঝার চেষ্টা করে। অভিজ্ঞ আবহাওয়াবিদেরা এই ফলাফল বিশ্লেষণ করে, বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে চূড়ান্ত পূর্বাভাস ও দুর্যোগ সতর্কতা জারি করেন।
সংস্থাটি ইতিমধ্যে কিছু ক্ষেত্রে এআই ব্যবহার করে সিমুলেশনের ফলাফল পরিমার্জন করছে। তবে ভবিষ্যতেও পর্যবেক্ষণ ও চূড়ান্ত পূর্বাভাস দেওয়ার দায়িত্ব মানুষের ওপরেই বর্তাবে।
এ ছাড়া জাপানের আবহাওয়া সংস্থা নতুন এক উপগ্রহের তথ্য বিশ্লেষণে এআই প্রযুক্তি ব্যবহার করতে চায়। ‘হিমাওয়ারি-১০’ নামের এই আবহাওয়া উপগ্রহ ২০২৯ অর্থবছরে চালু হবে। তখন উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের জন্যও গভীর ডিপ লার্নিং পদ্ধতি ব্যবহার করার কথা ভাবছে সংস্থাটি।
আবহাওয়ার পূর্বাভাস আরও নির্ভুল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নিচ্ছে জাপানের আবহাওয়া সংস্থা। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাসে ‘ডিপ লার্নিং’ প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করছে সংস্থাটি।
এই লক্ষ্যে চলতি বছরের এপ্রিল মাসে একটি নতুন দল গঠন করা হয়েছে। দলটি এআই-ভিত্তিক পূর্বাভাস ব্যবস্থা এবং বর্তমানে ব্যবহৃত সংখ্যাগত পূর্বাভাস মডেল একত্রে ব্যবহার করে অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নের কাজ চালাচ্ছে।
নতুন এআই ব্যবস্থা চালু হলে এটি বিপুল পরিমাণ ঐতিহাসিক আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন প্যাটার্ন শনাক্ত করবে এবং তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিভিন্ন পূর্বাভাস তৈরি করবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, টাইফুনের গতিপথ নির্ধারণের মতো কিছু ক্ষেত্রে প্রচলিত পূর্বাভাসের চেয়ে আরও নির্ভুল হতে পারে এআইভিত্তিক পদ্ধতি।
আগামী জুন মাসে এআই ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে তথ্য বিশ্লেষণক্ষমতা বাড়ানোর বিষয়ে অতিরিক্ত পদক্ষেপ ঘোষণা করতে পারে জাপানে আবহাওয়া সংস্থা।
বর্তমানে সংস্থাটি উপাত্তনির্ভর সংখ্যাগত আবহাওয়া পূর্বাভাস মডেল এবং সুপারকম্পিউটার ব্যবহার করে ভবিষ্যতের বায়ুমণ্ডলীয় পরিস্থিতি বোঝার চেষ্টা করে। অভিজ্ঞ আবহাওয়াবিদেরা এই ফলাফল বিশ্লেষণ করে, বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে চূড়ান্ত পূর্বাভাস ও দুর্যোগ সতর্কতা জারি করেন।
সংস্থাটি ইতিমধ্যে কিছু ক্ষেত্রে এআই ব্যবহার করে সিমুলেশনের ফলাফল পরিমার্জন করছে। তবে ভবিষ্যতেও পর্যবেক্ষণ ও চূড়ান্ত পূর্বাভাস দেওয়ার দায়িত্ব মানুষের ওপরেই বর্তাবে।
এ ছাড়া জাপানের আবহাওয়া সংস্থা নতুন এক উপগ্রহের তথ্য বিশ্লেষণে এআই প্রযুক্তি ব্যবহার করতে চায়। ‘হিমাওয়ারি-১০’ নামের এই আবহাওয়া উপগ্রহ ২০২৯ অর্থবছরে চালু হবে। তখন উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের জন্যও গভীর ডিপ লার্নিং পদ্ধতি ব্যবহার করার কথা ভাবছে সংস্থাটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে