অনলাইন ডেস্ক
গুগল সম্প্রতি জি-মেইল ব্যবহারকারীদের জন্য এক নতুন সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের কারণে এখন এক নতুন ধরনের সাইবার হুমকি সৃষ্টি হয়েছে, যা হ্যাকারদের আরও সহজে হামলা চালাতে সাহায্য করছে।
এই সতর্কবার্তাটি এসেছে ‘জিরোডিন’ নামের মজিলার জিরো-ডে ইনভেস্টিগেটিভ নেটওয়ার্কের পক্ষ থেকে। একজন গবেষক সম্প্রতি একটি প্রুফ-অফ-কনসেপ্ট উপস্থাপন করেছেন, যেখানে দেখানো হয়েছে হ্যাকাররা কীভাবে গুগল জেমিনি ফর ওয়ার্কস্পেসের একটি দুর্বলতা ব্যবহার করে ই-মেইলের ভেতরে ম্যালিশিয়াস নির্দেশনা লুকিয়ে রাখতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন এমন একধরনের ‘প্রম্পট ইনজেকশন’ (prompt injection) হামলা শুরু হয়েছে, যেখানে হ্যাকাররা ই-মেইলের ভেতরে এমন নির্দেশ লুকিয়ে দেয়, যা সাধারণ পাঠকের চোখে পড়ে না। তবে গুগলের এআই টুল ‘জেমিনি’ ঠিকই পড়ে ফেলে এবং সেই অনুযায়ী কাজ করে।
এ ধরনের হামলার কৌশলে হ্যাকাররা ই-মেইলের মধ্যে সাদা রঙে লেখা গোপন বার্তা বা নির্দেশ (প্রম্পট) লুকিয়ে রাখে। ব্যবহারকারী যখন জি-মেইলে ‘সামারাইজ দিস ই-মেইল’ (এই ই-মেইলটি সারাংশ করো) অপশনটি ব্যবহার করেন, তখন গুগলের জেমিনি সেই লুকানো বার্তাটি পড়ে ফেলে এবং এমন কিছু দেখায়, যা দেখে মনে হয় গুগল নিজেই ব্যবহারকারীকে সতর্ক করছে। জেমিনি এমনভাবে ভুয়া সর্তকবার্তা দেখায়, যা ব্যবহারকারীর কাছে সত্য বলে মনে হয়।
সেই সতর্কবার্তায় বলা হতে পারে, আপনার জি-মেইলের পাসওয়ার্ড হ্যাক হয়েছে এবং তা পরিবর্তন করা জরুরি। সেই সঙ্গে কোনো লিংক থাকতে পারে বা ফোন নম্বর। সেই লিংকে ক্লিক করলে বা ফোন নম্বরে ফোন দিলেও হ্যাকাররা আপনার ডিভাইস বা গুগল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
গুগল সতর্ক করে বলেছে, যত বেশি সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ও মানুষ জেনারেটিভ এআই ব্যবহার করছে, এ সূক্ষ্ম কিন্তু মারাত্মক হামলা পুরো প্রযুক্তি জগতের জন্যই বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে এবং এর বিরুদ্ধে তাৎক্ষণিক ও শক্তিশালী নিরাপত্তা পদক্ষেপ প্রয়োজন।’
তাই যদি কখনো কোনো ই-মেইলের সারাংশে ‘গুগলের পক্ষ থেকে সতর্কতা’ জাতীয় কিছু দেখতে পান, সেটি বিশ্বাস করবেন না। সেই ই-মেইলটি ডিলিট করে দিন।
জিরোডিন নিরাপত্তা দলগুলোর উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে, যেসব ই-মেইলে লুকানো <span> বা <div> ট্যাগে সাদা রঙের লেখা বা জিরো-উইডথ টেক্সট থাকে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আলাদা করে ফেলতে পারে—সে বিষয়ে জেমিনিকে প্রশিক্ষণ দিতে হবে।
গুগল সম্প্রতি জি-মেইল ব্যবহারকারীদের জন্য এক নতুন সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের কারণে এখন এক নতুন ধরনের সাইবার হুমকি সৃষ্টি হয়েছে, যা হ্যাকারদের আরও সহজে হামলা চালাতে সাহায্য করছে।
এই সতর্কবার্তাটি এসেছে ‘জিরোডিন’ নামের মজিলার জিরো-ডে ইনভেস্টিগেটিভ নেটওয়ার্কের পক্ষ থেকে। একজন গবেষক সম্প্রতি একটি প্রুফ-অফ-কনসেপ্ট উপস্থাপন করেছেন, যেখানে দেখানো হয়েছে হ্যাকাররা কীভাবে গুগল জেমিনি ফর ওয়ার্কস্পেসের একটি দুর্বলতা ব্যবহার করে ই-মেইলের ভেতরে ম্যালিশিয়াস নির্দেশনা লুকিয়ে রাখতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন এমন একধরনের ‘প্রম্পট ইনজেকশন’ (prompt injection) হামলা শুরু হয়েছে, যেখানে হ্যাকাররা ই-মেইলের ভেতরে এমন নির্দেশ লুকিয়ে দেয়, যা সাধারণ পাঠকের চোখে পড়ে না। তবে গুগলের এআই টুল ‘জেমিনি’ ঠিকই পড়ে ফেলে এবং সেই অনুযায়ী কাজ করে।
এ ধরনের হামলার কৌশলে হ্যাকাররা ই-মেইলের মধ্যে সাদা রঙে লেখা গোপন বার্তা বা নির্দেশ (প্রম্পট) লুকিয়ে রাখে। ব্যবহারকারী যখন জি-মেইলে ‘সামারাইজ দিস ই-মেইল’ (এই ই-মেইলটি সারাংশ করো) অপশনটি ব্যবহার করেন, তখন গুগলের জেমিনি সেই লুকানো বার্তাটি পড়ে ফেলে এবং এমন কিছু দেখায়, যা দেখে মনে হয় গুগল নিজেই ব্যবহারকারীকে সতর্ক করছে। জেমিনি এমনভাবে ভুয়া সর্তকবার্তা দেখায়, যা ব্যবহারকারীর কাছে সত্য বলে মনে হয়।
সেই সতর্কবার্তায় বলা হতে পারে, আপনার জি-মেইলের পাসওয়ার্ড হ্যাক হয়েছে এবং তা পরিবর্তন করা জরুরি। সেই সঙ্গে কোনো লিংক থাকতে পারে বা ফোন নম্বর। সেই লিংকে ক্লিক করলে বা ফোন নম্বরে ফোন দিলেও হ্যাকাররা আপনার ডিভাইস বা গুগল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
গুগল সতর্ক করে বলেছে, যত বেশি সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ও মানুষ জেনারেটিভ এআই ব্যবহার করছে, এ সূক্ষ্ম কিন্তু মারাত্মক হামলা পুরো প্রযুক্তি জগতের জন্যই বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে এবং এর বিরুদ্ধে তাৎক্ষণিক ও শক্তিশালী নিরাপত্তা পদক্ষেপ প্রয়োজন।’
তাই যদি কখনো কোনো ই-মেইলের সারাংশে ‘গুগলের পক্ষ থেকে সতর্কতা’ জাতীয় কিছু দেখতে পান, সেটি বিশ্বাস করবেন না। সেই ই-মেইলটি ডিলিট করে দিন।
জিরোডিন নিরাপত্তা দলগুলোর উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে, যেসব ই-মেইলে লুকানো <span> বা <div> ট্যাগে সাদা রঙের লেখা বা জিরো-উইডথ টেক্সট থাকে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আলাদা করে ফেলতে পারে—সে বিষয়ে জেমিনিকে প্রশিক্ষণ দিতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে