অনলাইন ডেস্ক
ক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল তাদের ডিভাইসে ব্যবহৃত কাস্টম চিপ ডিজাইনের গতি বাড়াতে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে। গত মাসে বেলজিয়ামের এক অনুষ্ঠানে অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব হার্ডওয়্যার টেকনোলজিস জনি স্রোজি এ কথা জানান।
এই অনুষ্ঠানে তিনি ইমেক নামে একটি স্বাধীন সেমিকন্ডাক্টর গবেষণা ও উন্নয়ন সংস্থার কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এই প্রতিষ্ঠান বিশ্বের প্রায় সব বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে থাকে।
সংবাদ সংস্থা রয়টার্স তাদের হাতে থাকা স্রোজির বক্তৃতার একটি রেকর্ডিং পর্যালোচনা করে জানায়, ওই বক্তব্যে অ্যাপলের নিজস্ব চিপ তৈরির যাত্রাপথ তুলে ধরেন তিনি। ২০১০ সালে আইফোনে ব্যবহৃত প্রথম এ৪ চিপ থেকে শুরু করে সর্বশেষ ম্যাক কম্পিউটার ও ভিশন প্রো হেডসেটে ব্যবহৃত চিপগুলোর কথা বলেন তিনি।
স্রোজি বলেন, চিপ ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সবচেয়ে আধুনিক ও অগ্রগামী প্রযুক্তি ব্যবহার করা। এ জন্য ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ ব্যবহারের ওপর জোর দেন তিনি।
বর্তমানে ইডিএ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস ও সিনোপসিস—এ দুই প্রতিষ্ঠান জেনারেটিভ এআই যুক্ত করে তাদের সফটওয়্যারের সক্ষমতা বাড়াচ্ছে।
স্রোজি বলেন, ‘আমাদের জটিল চিপ ডিজাইন প্রক্রিয়ায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইডিএ কোম্পানিগুলো। জেনারেটিভ এআই প্রযুক্তি কম সময়ে বেশি ডিজাইন কাজ সম্পন্ন করতে পারে, ফলে এটি বিশাল এক উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যম হতে পারে।’
অ্যাপলের আরেকটি বড় প্রবণতা হলো একবার সিদ্ধান্ত নিলে পেছনে ফিরে না তাকানো। স্রোজি বলেন, ‘২০২০ সালে আমরা যখন ম্যাক কম্পিউটারকে ইন্টেলের চিপ থেকে নিজেদের অ্যাপল সিলিকন চিপে রূপান্তর করার সিদ্ধান্ত নিই, তখন কোনো ব্যাকআপ পরিকল্পনা রাখা হয়নি।’
তিনি আরও বলেন, ম্যাককে অ্যাপল সিলিকনে রূপান্তর করা ছিল আমাদের জন্য এক বিশাল পদক্ষেপ। কোনো বিকল্প পরিকল্পনা ছিল না, কোনো বিভক্ত লাইনআপও ছিল না—আমরা পুরোপুরি সেই পথে অগ্রসর হই। এর সঙ্গে যুক্ত ছিল এক বিশাল সফটওয়্যার প্রকল্প।
ক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল তাদের ডিভাইসে ব্যবহৃত কাস্টম চিপ ডিজাইনের গতি বাড়াতে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে। গত মাসে বেলজিয়ামের এক অনুষ্ঠানে অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব হার্ডওয়্যার টেকনোলজিস জনি স্রোজি এ কথা জানান।
এই অনুষ্ঠানে তিনি ইমেক নামে একটি স্বাধীন সেমিকন্ডাক্টর গবেষণা ও উন্নয়ন সংস্থার কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এই প্রতিষ্ঠান বিশ্বের প্রায় সব বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে থাকে।
সংবাদ সংস্থা রয়টার্স তাদের হাতে থাকা স্রোজির বক্তৃতার একটি রেকর্ডিং পর্যালোচনা করে জানায়, ওই বক্তব্যে অ্যাপলের নিজস্ব চিপ তৈরির যাত্রাপথ তুলে ধরেন তিনি। ২০১০ সালে আইফোনে ব্যবহৃত প্রথম এ৪ চিপ থেকে শুরু করে সর্বশেষ ম্যাক কম্পিউটার ও ভিশন প্রো হেডসেটে ব্যবহৃত চিপগুলোর কথা বলেন তিনি।
স্রোজি বলেন, চিপ ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সবচেয়ে আধুনিক ও অগ্রগামী প্রযুক্তি ব্যবহার করা। এ জন্য ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ ব্যবহারের ওপর জোর দেন তিনি।
বর্তমানে ইডিএ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস ও সিনোপসিস—এ দুই প্রতিষ্ঠান জেনারেটিভ এআই যুক্ত করে তাদের সফটওয়্যারের সক্ষমতা বাড়াচ্ছে।
স্রোজি বলেন, ‘আমাদের জটিল চিপ ডিজাইন প্রক্রিয়ায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইডিএ কোম্পানিগুলো। জেনারেটিভ এআই প্রযুক্তি কম সময়ে বেশি ডিজাইন কাজ সম্পন্ন করতে পারে, ফলে এটি বিশাল এক উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যম হতে পারে।’
অ্যাপলের আরেকটি বড় প্রবণতা হলো একবার সিদ্ধান্ত নিলে পেছনে ফিরে না তাকানো। স্রোজি বলেন, ‘২০২০ সালে আমরা যখন ম্যাক কম্পিউটারকে ইন্টেলের চিপ থেকে নিজেদের অ্যাপল সিলিকন চিপে রূপান্তর করার সিদ্ধান্ত নিই, তখন কোনো ব্যাকআপ পরিকল্পনা রাখা হয়নি।’
তিনি আরও বলেন, ম্যাককে অ্যাপল সিলিকনে রূপান্তর করা ছিল আমাদের জন্য এক বিশাল পদক্ষেপ। কোনো বিকল্প পরিকল্পনা ছিল না, কোনো বিভক্ত লাইনআপও ছিল না—আমরা পুরোপুরি সেই পথে অগ্রসর হই। এর সঙ্গে যুক্ত ছিল এক বিশাল সফটওয়্যার প্রকল্প।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে