আগামীকাল গ্যালাক্সি এস ২৪ সিরিজ উন্মোচন করবে স্যামসাং। এর আগেই সিরিজটি সম্পর্কে নানা তথ্য ফাঁস হয়েছে। গ্যালাক্সি এস ২৪ সিরিজে সাত বছরের সফটওয়্যার আপডেট সুবিধা থাকতে পারে। এছাড়া প্রি-অর্ডারের ক্ষেত্রে বিশেষ সুবিধা ও এই সিরিজের মডেলগুলোর রং সম্পর্কেও বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস বলছে, গ্যালাক্সি এস ২৪ সিরিজ সাত বছরের সফটওয়্যার আপডেটের সমর্থন পাবে। সম্ভবত, অ্যান্ড্রয়েড এবং ওয়ান ইউআইয়ের (স্যামসাংয়ের ইউজার ইন্টারফেস) উভয় ক্ষেত্রেই এই সমর্থন পাওয়া যাবে।
গত বছর গ্যালাক্সি এস ২৩ সিরিজে চার বছরের অ্যান্ড্রয়েড ও পাঁচ বছরের সিকিউরিটি (নিরাপত্তা) আপডেটের সুবিধা দেয় স্যামসাং। যদি নতুন তথ্যটি সত্য হয়, তাহলে অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারকেরাও স্যামসাংয়ের পথ অনুসরণ করতে পারে।
স্যামসাংয়ের প্রধান প্রতিযোগী কোম্পানি গুগলও গত বছরের অক্টোবরে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো ফোনে সাত বছরের অ্যান্ড্রয়েড আপডেটের সুবিধা দেওয়ার ঘোষণা দেয়।
এছাড়া নতুন সিরিজের ফোনগুলোর রং এবং ইউরোপে গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা ফোন প্রিঅর্ডারের সুবিধাগুলো প্রকাশ করেছে স্যামসাং ফোনের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট স্যাম ইনসাইডার।
গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে তিন ধরনের রং দেখা যেতে পারে। সেগুলো হলো–টাইটেনিয়াম গ্রিন (সবুজ), টাইটেনিয়াম ব্লু (নীল) ও টাইটেনিয়াম অরেঞ্জ (কমলা)। গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাসে জেড গ্রিন, স্যাফেয়ার ব্লু ও স্যান্ডস্টোন অরেঞ্জ–এই তিনটি রং দেখা দিতে পারে।
স্যামসাংয়ের প্রচারণামূলক অফারগুলো আগের বছরের মতোই হতে পারে। গ্যালাক্সি এস ২৪ সংস্করণের অতিরিক্ত চার্জ ছাড়াই দ্বিগুণ স্টোরেজ সুবিধা দেবে। প্রি অর্ডারে গ্রাহকেরা ১২৮ জিবি সংস্করণের দামে ২৫৬ জিবি সংস্করণ কিনতে পারবে। একইভাবে ২৫৬ জিবি সংস্করণের দামে ৫১২ জিবি সংস্করণের মডেল কিনতে পারবে। ১ টিবি স্টোরেজের সংস্করণটি খুচরা বিক্রির জন্য ২ হাজার ইউনিটের মধ্যে সীমাবদ্ধ হতে পারে।
গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা কেনার সময় পুরোনো ফোনের পরিবর্তে ১০০ ইউরো পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল বলছে, স্যামসাং এস ২৪ সিরিজে এআই ভিত্তিক বিভিন্ন ফিচার দেখা যাবে।
সিরিজটির বিভিন্ন স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে। গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে ৬ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে ও ২০০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা থাকবে। গ্যালাক্সি এস ২৪ প্লাসে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং গ্যালাক্সি এস ২৪—এ ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
আগামীকাল গ্যালাক্সি এস ২৪ সিরিজ উন্মোচন করবে স্যামসাং। এর আগেই সিরিজটি সম্পর্কে নানা তথ্য ফাঁস হয়েছে। গ্যালাক্সি এস ২৪ সিরিজে সাত বছরের সফটওয়্যার আপডেট সুবিধা থাকতে পারে। এছাড়া প্রি-অর্ডারের ক্ষেত্রে বিশেষ সুবিধা ও এই সিরিজের মডেলগুলোর রং সম্পর্কেও বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস বলছে, গ্যালাক্সি এস ২৪ সিরিজ সাত বছরের সফটওয়্যার আপডেটের সমর্থন পাবে। সম্ভবত, অ্যান্ড্রয়েড এবং ওয়ান ইউআইয়ের (স্যামসাংয়ের ইউজার ইন্টারফেস) উভয় ক্ষেত্রেই এই সমর্থন পাওয়া যাবে।
গত বছর গ্যালাক্সি এস ২৩ সিরিজে চার বছরের অ্যান্ড্রয়েড ও পাঁচ বছরের সিকিউরিটি (নিরাপত্তা) আপডেটের সুবিধা দেয় স্যামসাং। যদি নতুন তথ্যটি সত্য হয়, তাহলে অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারকেরাও স্যামসাংয়ের পথ অনুসরণ করতে পারে।
স্যামসাংয়ের প্রধান প্রতিযোগী কোম্পানি গুগলও গত বছরের অক্টোবরে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো ফোনে সাত বছরের অ্যান্ড্রয়েড আপডেটের সুবিধা দেওয়ার ঘোষণা দেয়।
এছাড়া নতুন সিরিজের ফোনগুলোর রং এবং ইউরোপে গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা ফোন প্রিঅর্ডারের সুবিধাগুলো প্রকাশ করেছে স্যামসাং ফোনের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট স্যাম ইনসাইডার।
গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে তিন ধরনের রং দেখা যেতে পারে। সেগুলো হলো–টাইটেনিয়াম গ্রিন (সবুজ), টাইটেনিয়াম ব্লু (নীল) ও টাইটেনিয়াম অরেঞ্জ (কমলা)। গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাসে জেড গ্রিন, স্যাফেয়ার ব্লু ও স্যান্ডস্টোন অরেঞ্জ–এই তিনটি রং দেখা দিতে পারে।
স্যামসাংয়ের প্রচারণামূলক অফারগুলো আগের বছরের মতোই হতে পারে। গ্যালাক্সি এস ২৪ সংস্করণের অতিরিক্ত চার্জ ছাড়াই দ্বিগুণ স্টোরেজ সুবিধা দেবে। প্রি অর্ডারে গ্রাহকেরা ১২৮ জিবি সংস্করণের দামে ২৫৬ জিবি সংস্করণ কিনতে পারবে। একইভাবে ২৫৬ জিবি সংস্করণের দামে ৫১২ জিবি সংস্করণের মডেল কিনতে পারবে। ১ টিবি স্টোরেজের সংস্করণটি খুচরা বিক্রির জন্য ২ হাজার ইউনিটের মধ্যে সীমাবদ্ধ হতে পারে।
গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা কেনার সময় পুরোনো ফোনের পরিবর্তে ১০০ ইউরো পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল বলছে, স্যামসাং এস ২৪ সিরিজে এআই ভিত্তিক বিভিন্ন ফিচার দেখা যাবে।
সিরিজটির বিভিন্ন স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে। গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে ৬ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে ও ২০০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা থাকবে। গ্যালাক্সি এস ২৪ প্লাসে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং গ্যালাক্সি এস ২৪—এ ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে