উইন্ডোজ ১১-এর সফটওয়্যারগুলোর ত্রুটি সারাতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম তৈরি করছে মাইক্রোসফট। বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে ত্রুটি শনাক্ত করে সমস্যা সমাধানে দক্ষভাবে কাজ করবে এই সিস্টেম। এ ছাড়া কোপাইলটকে আরও একটি মাল্টি-ইউজার চ্যাট প্ল্যাটফর্মে রূপান্তরিত করার চেষ্টা করছে টেক জায়ান্টটি।
সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘এমএসপাওয়ার উইজার’-এর কাছে পৌঁছেছে মাইক্রোসফটের একটি পেমেন্ট নথি। চলতি মাসের ফেব্রুয়ারিতে পেটেন্টটি প্রকাশ পায়। এটি একটি ২৫ পৃষ্ঠার নথি। সিস্টেমটি কীভাবে কাজ করবে তার বিস্তারিত বর্ণনা এই নথিতে রয়েছে।
ডকুমেন্ট অনুযায়ী, নতুন এআই সিস্টেমটি সমস্যাগুলো শনাক্ত করবে এবং সমস্যা সমাধানের প্রক্রিয়া প্রস্তাব করবে বা প্রয়োগ করবে। যদিও এআই সিস্টেমটি ডেভেলপারদের জন্য ডিজাইন করা, সাধারণ ব্যবহারকারীরাও এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ত্রুটি সারাতে পারবে এবং ‘স্মার্ট সাপোর্ট’ পাবে। এ ছাড়া সিস্টেমটি জটিল সমস্যা সম্পর্কিত রিপোর্ট তৈরি করতে পারে, যা ডেভেলপারদের আরও দক্ষভাবে ত্রুটি সারাতে সাহায্য করবে।
এমএসপাওয়ার উইজার একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে। স্ক্রিনশটে থেকে বোঝা যায় যে, কীভাবে এআই সিস্টেমটি বিভিন্ন সমস্যা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারে। যেমন: পিসি ক্র্যাশের কারণ বা সফটওয়্যার কোড। এ ছাড়া, সিস্টেমটি সফটওয়্যার কোডকে সাধারণ ভাষায় সহজভাবে উপস্থাপন করতে পারে, যাতে এটি সাধারণ মানুষের জন্য আরও অ্যাক্সেসযোগ্য হয়। এই প্রক্রিয়ায় ত্রুটি তথ্য বিশ্লেষণ করে সমস্যাটির জন্য দায়ী কোড বা তার সঙ্গে সম্পর্কিত কোড নির্ধারণ করবে এআই।
এ ছাড়া নতুন পেটেন্টের নথি থেকে জানা যায় যে, মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১১ এবং ১০-এ কোপাইলটকে আপগ্রেড করার পরিকল্পনা করছে এবং এটি একটি মাল্টি-ইউজার চ্যাট প্ল্যাটফর্মে রূপান্তরিত করবে। অর্থাৎ রিয়েল টাইম আপডেট এবং চ্যাট ইতিহাসসহ একাধিক ব্যক্তি একসঙ্গে এআইয়ের সঙ্গে চ্যাট করতে পারবেন। তবে, ফিচারটি কখন চালু হবে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি মাইক্রোসফট।
এদিকে গত বছরের অক্টোবর মাসে উইন্ডোজ ১১-এর ২৪ এইচ ২ আপডেট নিয়ে আসার পর এই অপারেটিং সিস্টেমে একাধিক সমস্যা দেখা যায়। ব্যবহারকারীদের জন্য নতুন নতুন সমস্যা সৃষ্টি করছে এই সংস্করণ। এসব ত্রুটির ফলে পিসিগুলোতে অডিও, ব্লুটুথ, ওয়েবক্যামসহ আরও নানা সমস্যা দেখা গেছে। এসব ত্রুটির কথা মাইক্রোসফটও স্বীকার করেছে।
তাই আরও নির্ঝঞ্ঝাটে উইন্ডোজ ব্যবহারের সুবিধা দিতে এআই সিস্টেমটি তৈরির উদ্যোগ নিচ্ছে মাইক্রোসফট।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
উইন্ডোজ ১১-এর সফটওয়্যারগুলোর ত্রুটি সারাতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম তৈরি করছে মাইক্রোসফট। বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে ত্রুটি শনাক্ত করে সমস্যা সমাধানে দক্ষভাবে কাজ করবে এই সিস্টেম। এ ছাড়া কোপাইলটকে আরও একটি মাল্টি-ইউজার চ্যাট প্ল্যাটফর্মে রূপান্তরিত করার চেষ্টা করছে টেক জায়ান্টটি।
সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘এমএসপাওয়ার উইজার’-এর কাছে পৌঁছেছে মাইক্রোসফটের একটি পেমেন্ট নথি। চলতি মাসের ফেব্রুয়ারিতে পেটেন্টটি প্রকাশ পায়। এটি একটি ২৫ পৃষ্ঠার নথি। সিস্টেমটি কীভাবে কাজ করবে তার বিস্তারিত বর্ণনা এই নথিতে রয়েছে।
ডকুমেন্ট অনুযায়ী, নতুন এআই সিস্টেমটি সমস্যাগুলো শনাক্ত করবে এবং সমস্যা সমাধানের প্রক্রিয়া প্রস্তাব করবে বা প্রয়োগ করবে। যদিও এআই সিস্টেমটি ডেভেলপারদের জন্য ডিজাইন করা, সাধারণ ব্যবহারকারীরাও এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ত্রুটি সারাতে পারবে এবং ‘স্মার্ট সাপোর্ট’ পাবে। এ ছাড়া সিস্টেমটি জটিল সমস্যা সম্পর্কিত রিপোর্ট তৈরি করতে পারে, যা ডেভেলপারদের আরও দক্ষভাবে ত্রুটি সারাতে সাহায্য করবে।
এমএসপাওয়ার উইজার একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে। স্ক্রিনশটে থেকে বোঝা যায় যে, কীভাবে এআই সিস্টেমটি বিভিন্ন সমস্যা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারে। যেমন: পিসি ক্র্যাশের কারণ বা সফটওয়্যার কোড। এ ছাড়া, সিস্টেমটি সফটওয়্যার কোডকে সাধারণ ভাষায় সহজভাবে উপস্থাপন করতে পারে, যাতে এটি সাধারণ মানুষের জন্য আরও অ্যাক্সেসযোগ্য হয়। এই প্রক্রিয়ায় ত্রুটি তথ্য বিশ্লেষণ করে সমস্যাটির জন্য দায়ী কোড বা তার সঙ্গে সম্পর্কিত কোড নির্ধারণ করবে এআই।
এ ছাড়া নতুন পেটেন্টের নথি থেকে জানা যায় যে, মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১১ এবং ১০-এ কোপাইলটকে আপগ্রেড করার পরিকল্পনা করছে এবং এটি একটি মাল্টি-ইউজার চ্যাট প্ল্যাটফর্মে রূপান্তরিত করবে। অর্থাৎ রিয়েল টাইম আপডেট এবং চ্যাট ইতিহাসসহ একাধিক ব্যক্তি একসঙ্গে এআইয়ের সঙ্গে চ্যাট করতে পারবেন। তবে, ফিচারটি কখন চালু হবে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি মাইক্রোসফট।
এদিকে গত বছরের অক্টোবর মাসে উইন্ডোজ ১১-এর ২৪ এইচ ২ আপডেট নিয়ে আসার পর এই অপারেটিং সিস্টেমে একাধিক সমস্যা দেখা যায়। ব্যবহারকারীদের জন্য নতুন নতুন সমস্যা সৃষ্টি করছে এই সংস্করণ। এসব ত্রুটির ফলে পিসিগুলোতে অডিও, ব্লুটুথ, ওয়েবক্যামসহ আরও নানা সমস্যা দেখা গেছে। এসব ত্রুটির কথা মাইক্রোসফটও স্বীকার করেছে।
তাই আরও নির্ঝঞ্ঝাটে উইন্ডোজ ব্যবহারের সুবিধা দিতে এআই সিস্টেমটি তৈরির উদ্যোগ নিচ্ছে মাইক্রোসফট।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে