প্রমিতি কিবরিয়া ইসলাম, ঢাকা
টেলিভিশনে লাইভ খেলা ও পছন্দের শো দেখার মজাই আলাদা। কিন্তু কখনো কখনো অনাকাঙ্ক্ষিত কারণে সেগুলো দেখায় ছেদ পড়ে। এখন থেকে এই সমস্যা আর থাকবে না। এখন চাইলে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আপনার টেলিভিশন সেট। নির্দিষ্ট সময়ে লাইভ দেখতে পারবেন আপনার পছন্দের অনুষ্ঠান কিংবা খেলার।
হ্যাঁ, সহজে বহন করা যায় এমন একটি টেলিভিশন সেট নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি। নাম এলজি স্ট্যানবাইমি গো। ব্রিফকেসের মতো নকশার এই ২৭ ইঞ্চি টেলিভিশন আপনাকে দেবে বিনোদনের নতুন অভিজ্ঞতা। বহনযোগ্যতাই স্ট্যানবাইমি গোর প্রধান আকর্ষণ।
এই টেলিভিশনের ওজন ৭ দশমিক ৪ কেজি। এর স্ক্রিন একটি ব্রিফকেসের ভেতরে থাকবে। স্ক্রিনের সঙ্গে একটি স্ট্যান্ড যুক্ত থাকে। এই স্ট্যান্ডের মাধ্যমে টিভিটিকে যেকোনো দিকে ঘোরানো যাবে আবার চাইলে স্ট্যান্ডটি গুটিয়ে রাখা যাবে। এমনকি স্ট্যান্ডটি সম্পূর্ণ আলাদা করে টিভিকে কোনো টেবিলের ওপর রাখা যাবে বা দেয়ালে টাঙানো যাবে। একবার চার্জ দিলে ৩ ঘণ্টা চলবে। ফলে এখন থেকে আর পছন্দের টেলিভিশন শো দেখতে না পারার কষ্ট থাকছে না।
স্ট্যানবাইমি গোর স্ক্রিন ফুল এইচডি। এতে আছে টাচস্ক্রিন ডিসপ্লে। ফলে ছবি দেখা যাবে ঝকঝকে। এতে ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস সাপোর্ট রয়েছে বলে পছন্দের সিনেমা ও টিভি শোগুলো আরও বাস্তবসম্মতভাবে উপভোগ করা যাবে। ওয়েবওএস স্মার্ট টিভি প্ল্যাটফর্ম ও এলজি থিনকিউ এআইয়ের মাধ্যমে স্ট্যানবাইমি গোতে বিভিন্ন স্ট্রিমিং অ্যাপ, ওয়েব ব্রাউজার ও অন্যান্য স্মার্ট অ্যাপ ব্যবহার করা যাবে। ডিজনি প্লাস, হটস্টার, প্রাইম ভিডিও কিংবা নেটফ্লিক্সের মতো বিভিন্ন প্ল্যাটফর্ম এই মনিটরে দেখা যাবে। ভয়েস কমান্ড ব্যবহার করেও নিয়ন্ত্রণ করা যাবে এই টেলিভিশন।
স্ট্যানবাইমি গোতে ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ও এনএফসি কানেকটিভিটি রয়েছে। ফলে স্মার্টফোন বা অন্যান্য ডিভাইস থেকে সহজে বিভিন্ন কনটেন্ট স্ট্রিম করা যাবে এতে। এইচডিএমআই পোর্ট রয়েছে এই মনিটরে। এই পোর্টের মাধ্যমে গেমিং কনসোল, ল্যাপটপ, এমনকি স্মার্ট টিভি ডঙ্গলও যুক্ত করা যাবে। ওয়াই-ফাই ও ব্লুটুথ কানেকটিভিটি থাকার ফলে ডিভাইসটি স্মার্ট মনিটর হিসেবেও কাজ করবে। মনিটরের সামনে ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। এর মাধ্যমে ডিভাইসটিতে যেকোনো টাইপ-সি কেব্ল দিয়ে চার্জ দেওয়া যাবে। টেলিভিশনের মনিটরের সঙ্গে ২০ ওয়াটের স্পিকার রয়েছে। এতে কাস্টম আলফা ৭ এআই প্রসেসর জেন ৫ ব্যবহার করা হয়েছে।
টেলিভিশনটি অন্যান্য টিভির তুলনায় হালকা হলেও অনেকক্ষণ বহন করা যাবে না। কারণ, দাম অনুযায়ী এর ডিসপ্লে এখনো খুব বেশি উন্নত নয়। মাত্র তিন ঘণ্টা এই টিভি চালানো যাবে। এতে পানি প্রতিরোধী ফিচার নেই। অনেকে ঘরের বাইরে এই টিভি ব্যবহার করবেন—তাই পানির সংস্পর্শে এলে টিভি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে।
এলজি স্ট্যানবাইমি গো শুধু বিনোদনের জন্য নয়; বরং বিভিন্ন পেশাদার কাজেও ব্যবহার করা যাবে। বিক্রেতারা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, শিক্ষকেরা শিক্ষার্থীদের পড়াতে এবং চিকিৎসকেরা রোগীদের সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করার জন্য এটি ব্যবহার করতে পারেন। বহনযোগ্য বৈশিষ্ট্য ও টাচস্ক্রিন ডিসপ্লে যুক্ত থাকার ফলে টিভিটিকে বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করা যাবে।
এলজি স্ট্যানবাইমি গোর দাম ১ হাজার ১৯৯ ডলার বা প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা।
তথ্যসূত্র: দ্য ভার্জ
টেলিভিশনে লাইভ খেলা ও পছন্দের শো দেখার মজাই আলাদা। কিন্তু কখনো কখনো অনাকাঙ্ক্ষিত কারণে সেগুলো দেখায় ছেদ পড়ে। এখন থেকে এই সমস্যা আর থাকবে না। এখন চাইলে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আপনার টেলিভিশন সেট। নির্দিষ্ট সময়ে লাইভ দেখতে পারবেন আপনার পছন্দের অনুষ্ঠান কিংবা খেলার।
হ্যাঁ, সহজে বহন করা যায় এমন একটি টেলিভিশন সেট নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি। নাম এলজি স্ট্যানবাইমি গো। ব্রিফকেসের মতো নকশার এই ২৭ ইঞ্চি টেলিভিশন আপনাকে দেবে বিনোদনের নতুন অভিজ্ঞতা। বহনযোগ্যতাই স্ট্যানবাইমি গোর প্রধান আকর্ষণ।
এই টেলিভিশনের ওজন ৭ দশমিক ৪ কেজি। এর স্ক্রিন একটি ব্রিফকেসের ভেতরে থাকবে। স্ক্রিনের সঙ্গে একটি স্ট্যান্ড যুক্ত থাকে। এই স্ট্যান্ডের মাধ্যমে টিভিটিকে যেকোনো দিকে ঘোরানো যাবে আবার চাইলে স্ট্যান্ডটি গুটিয়ে রাখা যাবে। এমনকি স্ট্যান্ডটি সম্পূর্ণ আলাদা করে টিভিকে কোনো টেবিলের ওপর রাখা যাবে বা দেয়ালে টাঙানো যাবে। একবার চার্জ দিলে ৩ ঘণ্টা চলবে। ফলে এখন থেকে আর পছন্দের টেলিভিশন শো দেখতে না পারার কষ্ট থাকছে না।
স্ট্যানবাইমি গোর স্ক্রিন ফুল এইচডি। এতে আছে টাচস্ক্রিন ডিসপ্লে। ফলে ছবি দেখা যাবে ঝকঝকে। এতে ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস সাপোর্ট রয়েছে বলে পছন্দের সিনেমা ও টিভি শোগুলো আরও বাস্তবসম্মতভাবে উপভোগ করা যাবে। ওয়েবওএস স্মার্ট টিভি প্ল্যাটফর্ম ও এলজি থিনকিউ এআইয়ের মাধ্যমে স্ট্যানবাইমি গোতে বিভিন্ন স্ট্রিমিং অ্যাপ, ওয়েব ব্রাউজার ও অন্যান্য স্মার্ট অ্যাপ ব্যবহার করা যাবে। ডিজনি প্লাস, হটস্টার, প্রাইম ভিডিও কিংবা নেটফ্লিক্সের মতো বিভিন্ন প্ল্যাটফর্ম এই মনিটরে দেখা যাবে। ভয়েস কমান্ড ব্যবহার করেও নিয়ন্ত্রণ করা যাবে এই টেলিভিশন।
স্ট্যানবাইমি গোতে ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ও এনএফসি কানেকটিভিটি রয়েছে। ফলে স্মার্টফোন বা অন্যান্য ডিভাইস থেকে সহজে বিভিন্ন কনটেন্ট স্ট্রিম করা যাবে এতে। এইচডিএমআই পোর্ট রয়েছে এই মনিটরে। এই পোর্টের মাধ্যমে গেমিং কনসোল, ল্যাপটপ, এমনকি স্মার্ট টিভি ডঙ্গলও যুক্ত করা যাবে। ওয়াই-ফাই ও ব্লুটুথ কানেকটিভিটি থাকার ফলে ডিভাইসটি স্মার্ট মনিটর হিসেবেও কাজ করবে। মনিটরের সামনে ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। এর মাধ্যমে ডিভাইসটিতে যেকোনো টাইপ-সি কেব্ল দিয়ে চার্জ দেওয়া যাবে। টেলিভিশনের মনিটরের সঙ্গে ২০ ওয়াটের স্পিকার রয়েছে। এতে কাস্টম আলফা ৭ এআই প্রসেসর জেন ৫ ব্যবহার করা হয়েছে।
টেলিভিশনটি অন্যান্য টিভির তুলনায় হালকা হলেও অনেকক্ষণ বহন করা যাবে না। কারণ, দাম অনুযায়ী এর ডিসপ্লে এখনো খুব বেশি উন্নত নয়। মাত্র তিন ঘণ্টা এই টিভি চালানো যাবে। এতে পানি প্রতিরোধী ফিচার নেই। অনেকে ঘরের বাইরে এই টিভি ব্যবহার করবেন—তাই পানির সংস্পর্শে এলে টিভি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে।
এলজি স্ট্যানবাইমি গো শুধু বিনোদনের জন্য নয়; বরং বিভিন্ন পেশাদার কাজেও ব্যবহার করা যাবে। বিক্রেতারা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, শিক্ষকেরা শিক্ষার্থীদের পড়াতে এবং চিকিৎসকেরা রোগীদের সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করার জন্য এটি ব্যবহার করতে পারেন। বহনযোগ্য বৈশিষ্ট্য ও টাচস্ক্রিন ডিসপ্লে যুক্ত থাকার ফলে টিভিটিকে বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করা যাবে।
এলজি স্ট্যানবাইমি গোর দাম ১ হাজার ১৯৯ ডলার বা প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা।
তথ্যসূত্র: দ্য ভার্জ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫