চীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
কুক বলেন, ‘আমি বিশ্বাস করি, এমন উদ্ভাবন যা দক্ষতা বৃদ্ধি করে, তা একটি ইতিবাচক বিষয়। আর ডিপসিকের মডেলটি ঠিক সেই কাজটাই করছে।’
ডিপসিকের এআই মডেলগুলো অ্যাপলের মুনাফায় কীভাবে প্রভাব ফেলবে, সে সম্পর্কে এক বিশ্লেষকের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন কুক।
তিনি আরও বলেন, এআই মডেল উন্নয়নের জন্য একটি হাইব্রিড মডেল ব্যবহার করে অ্যাপল। এর ফলে সাধারণ কাজগুলো ক্লাউডের সাহায্য ছাড়াই ডিভাইসেই করা যায়। এ জন্য ডিভাইসের কাস্টম চিপ ব্যবহার করা হয়। আর অন্যান্য জটিল কাজগুলো ক্লাউডের সাহায্য করা হয়।
এর আগে অ্যাপল ঘোষণা করেছে, অ্যাপলের শুধু একটি এআই অংশীদারত্ব রয়েছে, তা হলো ওপেনএআই। এর ফলে আইফোনে জটিল প্রশ্নের উত্তর পেতে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারে ব্যবহারকারীরা।
এদিকে ওপেনএআই দাবি করেছে যে, তাদের এআই মডেলগুলো ডিপসিকের মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হয়েছে। এই তথ্য সত্য হলে এটি ওপেনএআই এর নীতিমালা লঙ্ঘন করবে এবং ডিপসিকের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করবে। তবে, এসব অভিযোগ সত্ত্বেও ডিপসিকের মডেলগুলোর প্রশংসা করেন কুক।
বর্তমানে অ্যাপলের একমাত্র এআই অংশীদার ওপেনএআই হলেও ভবিষ্যতে অন্যান্য কোম্পানির এআই মডেল, যেমন গুগলের জেমিনি অথবা অ্যানথ্রপিকের ক্লডকে আইফোনে ইন্টিগ্রেট করতে পারে।
অ্যাপলের এআই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ এর সাফল্য নিয়ে কুককে প্রশ্ন করেছিলেন বিনিয়োগকারীরা। তবে, এআই বৈশিষ্ট্যগুলোর পর্যায়ক্রমে উন্মোচন সত্ত্বেও আইফোন বিক্রিতে তেমন কোন বড় সাফল্য দেখা যায়নি, বরং ডিভাইসগুলোর বিক্রি সামান্য কমেছে।
এর প্রতিক্রিয়ায় কুক দাবি করেন, যেখানে অ্যাপল ইনটেলিজেন্স চালু হয়েছে, সেখানে ডিভাইসগুলোর বিক্রি বেড়েছে। আর যেখানে এটি চালু হয়নি, সেখানে তুলনামূলকভাবে কম বিক্রি হয়েছে।
অ্যাপলের এআই ফিচারগুলোর কিছু সমস্যা রয়েই গেছে। সম্প্রতি, তারা তাদের এআই দিয়ে তৈরি নিউজ আর্টিকেলের সারাংশ প্রদানের ফিচারটি সাময়িকভাবে স্থগিত করেছে, কারণ এটি ভুল তথ্য প্রদান করেছে। যেমন: অ্যাপল ইনটেলিজেন্স একটি ভুল শিরোনাম তৈরি করে। যেখানে বলা হয়েছিল যে, ইউটিএইচসি সিইও বায়ার্ন থমসনের হত্যার ঘটনায় অভিযুক্ত লুইগি মাঙ্গিওনে আত্মহত্যা করেছেন, যা ছিল মিথ্যা।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
চীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
কুক বলেন, ‘আমি বিশ্বাস করি, এমন উদ্ভাবন যা দক্ষতা বৃদ্ধি করে, তা একটি ইতিবাচক বিষয়। আর ডিপসিকের মডেলটি ঠিক সেই কাজটাই করছে।’
ডিপসিকের এআই মডেলগুলো অ্যাপলের মুনাফায় কীভাবে প্রভাব ফেলবে, সে সম্পর্কে এক বিশ্লেষকের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন কুক।
তিনি আরও বলেন, এআই মডেল উন্নয়নের জন্য একটি হাইব্রিড মডেল ব্যবহার করে অ্যাপল। এর ফলে সাধারণ কাজগুলো ক্লাউডের সাহায্য ছাড়াই ডিভাইসেই করা যায়। এ জন্য ডিভাইসের কাস্টম চিপ ব্যবহার করা হয়। আর অন্যান্য জটিল কাজগুলো ক্লাউডের সাহায্য করা হয়।
এর আগে অ্যাপল ঘোষণা করেছে, অ্যাপলের শুধু একটি এআই অংশীদারত্ব রয়েছে, তা হলো ওপেনএআই। এর ফলে আইফোনে জটিল প্রশ্নের উত্তর পেতে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারে ব্যবহারকারীরা।
এদিকে ওপেনএআই দাবি করেছে যে, তাদের এআই মডেলগুলো ডিপসিকের মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হয়েছে। এই তথ্য সত্য হলে এটি ওপেনএআই এর নীতিমালা লঙ্ঘন করবে এবং ডিপসিকের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করবে। তবে, এসব অভিযোগ সত্ত্বেও ডিপসিকের মডেলগুলোর প্রশংসা করেন কুক।
বর্তমানে অ্যাপলের একমাত্র এআই অংশীদার ওপেনএআই হলেও ভবিষ্যতে অন্যান্য কোম্পানির এআই মডেল, যেমন গুগলের জেমিনি অথবা অ্যানথ্রপিকের ক্লডকে আইফোনে ইন্টিগ্রেট করতে পারে।
অ্যাপলের এআই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ এর সাফল্য নিয়ে কুককে প্রশ্ন করেছিলেন বিনিয়োগকারীরা। তবে, এআই বৈশিষ্ট্যগুলোর পর্যায়ক্রমে উন্মোচন সত্ত্বেও আইফোন বিক্রিতে তেমন কোন বড় সাফল্য দেখা যায়নি, বরং ডিভাইসগুলোর বিক্রি সামান্য কমেছে।
এর প্রতিক্রিয়ায় কুক দাবি করেন, যেখানে অ্যাপল ইনটেলিজেন্স চালু হয়েছে, সেখানে ডিভাইসগুলোর বিক্রি বেড়েছে। আর যেখানে এটি চালু হয়নি, সেখানে তুলনামূলকভাবে কম বিক্রি হয়েছে।
অ্যাপলের এআই ফিচারগুলোর কিছু সমস্যা রয়েই গেছে। সম্প্রতি, তারা তাদের এআই দিয়ে তৈরি নিউজ আর্টিকেলের সারাংশ প্রদানের ফিচারটি সাময়িকভাবে স্থগিত করেছে, কারণ এটি ভুল তথ্য প্রদান করেছে। যেমন: অ্যাপল ইনটেলিজেন্স একটি ভুল শিরোনাম তৈরি করে। যেখানে বলা হয়েছিল যে, ইউটিএইচসি সিইও বায়ার্ন থমসনের হত্যার ঘটনায় অভিযুক্ত লুইগি মাঙ্গিওনে আত্মহত্যা করেছেন, যা ছিল মিথ্যা।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে