অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে জেমিনিকে আরও কার্যকর করা চেষ্টা চালিয়ে যাচ্ছে গুগল। সেই চেষ্টার অংশ হিসেবে এবার ‘শিডিউলড অ্যাকশনস’ নামে একটি ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে নির্দিষ্ট সময় অনুযায়ী বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে জেমিনি।
এই ফিচারটি জেমিনি এআই প্রো এবং এআই আলট্রা সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ে জেমিনিকে বিভিন্ন কাজের নির্দেশ দিতে পারবেন। যেমন—প্রতিদিন কাজ শেষে ক্যালেন্ডারের সারাংশ জানানো বা প্রতি সোমবার ব্লগ লেখার আইডিয়া তৈরি করা।
ধরা যাক, প্রতি রোববার আপনি পাঁচটি নতুন ব্লগ আইডিয়া চান, অথবা প্রতিদিন সকাল ৮টায় ক্যালেন্ডারের সারাংশ ও ইনবক্স হাইলাইটস দরকার হয়—জেমিনিকে একবার সেট করলেই সময়মতো এসব জানাবে। এমনকি মঙ্গলবারের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট মনে করিয়ে দেওয়ার মতো ব্যক্তিগত কাজেও এটি সহায়ক হবে।
এ ছাড়া এককালীন কাজেও এই ফিচার ব্যবহার করা যাবে। যেমন—কোনো কোনো নির্দিষ্ট তারিখে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সারাংশ চাইলে সেটিও জানিয়ে রাখবে আগে থেকেই।
গুগল এক ব্লগপোস্টে জানিয়েছে, ‘জেমিনিকে শুধু বলুন কী দরকার এবং কখন দরকার—বাকিটা সামলে নেবে ও নিজেই।’
জেমিনি অ্যাপে গিয়ে সেটিংস থেকে শিডিউলড অ্যাকশনস অপশনে ব্যবহারকারীরা তাঁদের নির্ধারিত কাজগুলো ব্যবস্থাপনা করতে পারবেন।
চলতি বছরের এপ্রিল মাসে প্রথম এই ফিচারটির প্রাথমিক সংস্করণ শনাক্ত করেছিল প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটি। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে জেমিনিকে আরও বেশি ‘এজেন্ট’ সদৃশ করে তোলার লক্ষ্যে কাজ করছে গুগল।
উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী ওপেনেএআইয়ের চ্যাটজিপিটিতেও ‘টাস্ক’ নামের এমন একটি ফিচার রয়েছে, যেখানে সাবস্ক্রাইবাররা রিমাইন্ডার পাঠানো বা নির্ধারিত সময়ের কাজ সম্পন্ন করার নির্দেশ দিতে পারেন।
তবে গুগলের সুবিধা হলো—এটি সরাসরি জিমেইল, ক্যালেন্ডার, ডকসসহ গুগলের অন্য সেবার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ফলে, পুরো অভিজ্ঞতাটি আরও সাবলীল হবে।
এই নতুন ফিচারের মাধ্যমে এআইভিত্তিক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে বাজারে নিজের অবস্থান আরও শক্ত করতে চায় গুগল।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে জেমিনিকে আরও কার্যকর করা চেষ্টা চালিয়ে যাচ্ছে গুগল। সেই চেষ্টার অংশ হিসেবে এবার ‘শিডিউলড অ্যাকশনস’ নামে একটি ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে নির্দিষ্ট সময় অনুযায়ী বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে জেমিনি।
এই ফিচারটি জেমিনি এআই প্রো এবং এআই আলট্রা সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ে জেমিনিকে বিভিন্ন কাজের নির্দেশ দিতে পারবেন। যেমন—প্রতিদিন কাজ শেষে ক্যালেন্ডারের সারাংশ জানানো বা প্রতি সোমবার ব্লগ লেখার আইডিয়া তৈরি করা।
ধরা যাক, প্রতি রোববার আপনি পাঁচটি নতুন ব্লগ আইডিয়া চান, অথবা প্রতিদিন সকাল ৮টায় ক্যালেন্ডারের সারাংশ ও ইনবক্স হাইলাইটস দরকার হয়—জেমিনিকে একবার সেট করলেই সময়মতো এসব জানাবে। এমনকি মঙ্গলবারের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট মনে করিয়ে দেওয়ার মতো ব্যক্তিগত কাজেও এটি সহায়ক হবে।
এ ছাড়া এককালীন কাজেও এই ফিচার ব্যবহার করা যাবে। যেমন—কোনো কোনো নির্দিষ্ট তারিখে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সারাংশ চাইলে সেটিও জানিয়ে রাখবে আগে থেকেই।
গুগল এক ব্লগপোস্টে জানিয়েছে, ‘জেমিনিকে শুধু বলুন কী দরকার এবং কখন দরকার—বাকিটা সামলে নেবে ও নিজেই।’
জেমিনি অ্যাপে গিয়ে সেটিংস থেকে শিডিউলড অ্যাকশনস অপশনে ব্যবহারকারীরা তাঁদের নির্ধারিত কাজগুলো ব্যবস্থাপনা করতে পারবেন।
চলতি বছরের এপ্রিল মাসে প্রথম এই ফিচারটির প্রাথমিক সংস্করণ শনাক্ত করেছিল প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটি। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে জেমিনিকে আরও বেশি ‘এজেন্ট’ সদৃশ করে তোলার লক্ষ্যে কাজ করছে গুগল।
উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী ওপেনেএআইয়ের চ্যাটজিপিটিতেও ‘টাস্ক’ নামের এমন একটি ফিচার রয়েছে, যেখানে সাবস্ক্রাইবাররা রিমাইন্ডার পাঠানো বা নির্ধারিত সময়ের কাজ সম্পন্ন করার নির্দেশ দিতে পারেন।
তবে গুগলের সুবিধা হলো—এটি সরাসরি জিমেইল, ক্যালেন্ডার, ডকসসহ গুগলের অন্য সেবার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ফলে, পুরো অভিজ্ঞতাটি আরও সাবলীল হবে।
এই নতুন ফিচারের মাধ্যমে এআইভিত্তিক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে বাজারে নিজের অবস্থান আরও শক্ত করতে চায় গুগল।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে