ইন্টারনেটে অনুসন্ধানের জন্য গুগল লেন্সে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ‘ভিডিও সার্চ’ ফিচার। তাই গুগল লেন্স ব্যবহার করে নির্দিষ্ট বস্তু বা স্থানের ভিডিও ধারণ করে অনলাইন থেকে সে বিষয়ের বিস্তারিত তথ্য জানা যাবে। অর্থাৎ, ব্যবহারকারীরা সামনে কোনো ঘটনা ঘটতে দেখলে সে সম্পর্কে তথ্য জানতে দ্রুত ভিডিও ধারণ করে গুগলের এআইকে প্রশ্ন করতে পারবে।
বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড ও আইফোনে ফিচারটি চালু করা হয়েছে। তবে ফিচারটি ব্যবহারের জন্য গুগল অ্যাপের ‘এআই ওভারভিউস’ সক্রিয় করতে হবে। তবে বর্তমানে শুধু ইংরেজি ভাষা সমর্থন করবে ফিচারটি।
গুগলের সার্চ বিভাগের প্রধান লিজ রিড বলেন, ব্যবহারকারীদের চারপাশের জগৎ সম্পর্কে আরও সহজে প্রশ্ন করার সুযোগ দেবে নতুন এই ফিচার।
তিনি ফিচারটি ব্যাখ্যা করতে একটি উদাহরণ তুলে ধরেন। যেমন: কোনো এক ব্যক্তি অ্যাকোরিয়ামে থাকা কিছু মাছ একসঙ্গে সাঁতরে যাচ্ছে কেন জানতে আগ্রহী হলে এখন তাকে মাছ সম্পর্কে অনলাইনে সার্চ করে প্রশ্ন লিখতে হবে না। নতুন ফিচারটি তাঁকে গুগল লেন্সের ক্যামেরা ধরে একটি ছোট ভিডিও ক্লিপ রেকর্ড করতে দেবে এবং তখন ব্যবহারকারী দেখতে থাকা বিষয় নিয়ে প্রশ্ন করতে পারবেন। গুগল লেন্স এআই মডেল জেমিনি ব্যবহার করে উত্তর দেবে এবং প্রশ্নের সঙ্গে মিলিয়ে সার্চ ফলাফল প্রদান করবে।
প্রযুক্তি খাতের বিশ্লেষক পাওলো পেসকাতোর মতে, এটি গুগলের জন্য একটি ‘বড় বিষয়’।
চলতি বছর কিছু নির্দিষ্ট অনুসন্ধানের ওপরে এআই দিয়ে তৈরি ফলাফল চালু করেছিল গুগল। তবে এই ফিচারের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। গত মে মাসে ফিচারটি নিয়ে বেশ সমালোচনা হয়। কারণ এটি ভুল তথ্য প্রদান করেছিল, যার মধ্যে ছিল ‘পিজ্জায় চিজ আটকাতে আঠা ব্যবহার করার’ মতো বিপজ্জনক পরামর্শ।
সে সময় গুগলের এক মুখপাত্র বলেন, এই সমস্যা ছিল ‘একটি বিচ্ছিন্ন উদাহরণ’। পরবর্তীতে, এআইভিত্তিক ফলাফল উন্নত হয়েছে এবং ভুলের সংখ্যা কমে গেছে।
এরপর থেকে সার্চে এআই অন্তর্ভুক্ত করার জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে গুগলে, যার মধ্যে ছিল গুগল লেন্স ব্যবহার করে স্থির ছবির বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করার ফিচার।
গুগল জানিয়েছে, ফিচারটি মোবাইল অ্যাপে গুগল লেন্সের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে, যা তাদের ফিচারটি আরও বিস্তৃত করার জন্য উদ্বুদ্ধ করেছে।
ভিডিও দিয়ে সার্চ করার নতুন উপায় চালু করার পাশাপাশি আরও কিছু নতুন আপডেটও নিয়ে এসেছে গুগল। কোম্পানিটি বলছে, তারা তাদের শপিং ফলাফল উন্নত করেছে, এখন বিভিন্ন বিক্রেতার রিভিউ এবং মূল্যের তথ্যও অন্তর্ভুক্ত হতে থাকবে।
এ ছাড়া শাজাম নামের অ্যাপটির একটি প্রতিদ্বন্দ্বী ফিচার চালু করেছে গুগল। অ্যাপটি অ্যাপলের মালিকানাধীন। এই প্রতিদ্বন্দ্বী টুলটি ‘সার্কেল টু সার্চ’ ফিচারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে কোনো গান সহজেই খুঁজে বের করা যাবে।
সার্চ খাতে বাড়তি প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার সময় গুগল নতুন ফিচারটি চালু করেছে। এর মধ্যে ওপেনএআই জুলাই মাসে ঘোষণা দেয়, চ্যাটজিপিটি একটি সার্চ ফিচার ‘সার্চ জিপিটি’ নিয়ে আসছে। এটি ব্যবহারকারীদের চ্যাটবটের মাধ্যমে ইন্টারনেটে প্রশ্ন করে সার্চ করার সুযোগ দিচ্ছে এবং এটি বর্তমানে যুক্তরাষ্ট্রে সীমিতসংখ্যক ব্যবহারকারীর কাছে পরীক্ষা করা হচ্ছে।
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ৬৬০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে, যা কোম্পানির বাজারমূল্য ১৫৭ বিলিয়ন ডলার বা ১৫ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছাতে সাহায্য করেছে।
গুগলের নতুন ঘোষণাগুলো সম্ভবত প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো থেকে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য। তবে কোনো কোম্পানিই এখন পর্যন্ত গুগলের বিশাল প্রভাবকে সত্যিকার অর্থে চ্যালেঞ্জ করতে পারেনি।
তথ্যসূত্র: বিবিসি ও জেড নেট
ইন্টারনেটে অনুসন্ধানের জন্য গুগল লেন্সে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ‘ভিডিও সার্চ’ ফিচার। তাই গুগল লেন্স ব্যবহার করে নির্দিষ্ট বস্তু বা স্থানের ভিডিও ধারণ করে অনলাইন থেকে সে বিষয়ের বিস্তারিত তথ্য জানা যাবে। অর্থাৎ, ব্যবহারকারীরা সামনে কোনো ঘটনা ঘটতে দেখলে সে সম্পর্কে তথ্য জানতে দ্রুত ভিডিও ধারণ করে গুগলের এআইকে প্রশ্ন করতে পারবে।
বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড ও আইফোনে ফিচারটি চালু করা হয়েছে। তবে ফিচারটি ব্যবহারের জন্য গুগল অ্যাপের ‘এআই ওভারভিউস’ সক্রিয় করতে হবে। তবে বর্তমানে শুধু ইংরেজি ভাষা সমর্থন করবে ফিচারটি।
গুগলের সার্চ বিভাগের প্রধান লিজ রিড বলেন, ব্যবহারকারীদের চারপাশের জগৎ সম্পর্কে আরও সহজে প্রশ্ন করার সুযোগ দেবে নতুন এই ফিচার।
তিনি ফিচারটি ব্যাখ্যা করতে একটি উদাহরণ তুলে ধরেন। যেমন: কোনো এক ব্যক্তি অ্যাকোরিয়ামে থাকা কিছু মাছ একসঙ্গে সাঁতরে যাচ্ছে কেন জানতে আগ্রহী হলে এখন তাকে মাছ সম্পর্কে অনলাইনে সার্চ করে প্রশ্ন লিখতে হবে না। নতুন ফিচারটি তাঁকে গুগল লেন্সের ক্যামেরা ধরে একটি ছোট ভিডিও ক্লিপ রেকর্ড করতে দেবে এবং তখন ব্যবহারকারী দেখতে থাকা বিষয় নিয়ে প্রশ্ন করতে পারবেন। গুগল লেন্স এআই মডেল জেমিনি ব্যবহার করে উত্তর দেবে এবং প্রশ্নের সঙ্গে মিলিয়ে সার্চ ফলাফল প্রদান করবে।
প্রযুক্তি খাতের বিশ্লেষক পাওলো পেসকাতোর মতে, এটি গুগলের জন্য একটি ‘বড় বিষয়’।
চলতি বছর কিছু নির্দিষ্ট অনুসন্ধানের ওপরে এআই দিয়ে তৈরি ফলাফল চালু করেছিল গুগল। তবে এই ফিচারের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। গত মে মাসে ফিচারটি নিয়ে বেশ সমালোচনা হয়। কারণ এটি ভুল তথ্য প্রদান করেছিল, যার মধ্যে ছিল ‘পিজ্জায় চিজ আটকাতে আঠা ব্যবহার করার’ মতো বিপজ্জনক পরামর্শ।
সে সময় গুগলের এক মুখপাত্র বলেন, এই সমস্যা ছিল ‘একটি বিচ্ছিন্ন উদাহরণ’। পরবর্তীতে, এআইভিত্তিক ফলাফল উন্নত হয়েছে এবং ভুলের সংখ্যা কমে গেছে।
এরপর থেকে সার্চে এআই অন্তর্ভুক্ত করার জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে গুগলে, যার মধ্যে ছিল গুগল লেন্স ব্যবহার করে স্থির ছবির বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করার ফিচার।
গুগল জানিয়েছে, ফিচারটি মোবাইল অ্যাপে গুগল লেন্সের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে, যা তাদের ফিচারটি আরও বিস্তৃত করার জন্য উদ্বুদ্ধ করেছে।
ভিডিও দিয়ে সার্চ করার নতুন উপায় চালু করার পাশাপাশি আরও কিছু নতুন আপডেটও নিয়ে এসেছে গুগল। কোম্পানিটি বলছে, তারা তাদের শপিং ফলাফল উন্নত করেছে, এখন বিভিন্ন বিক্রেতার রিভিউ এবং মূল্যের তথ্যও অন্তর্ভুক্ত হতে থাকবে।
এ ছাড়া শাজাম নামের অ্যাপটির একটি প্রতিদ্বন্দ্বী ফিচার চালু করেছে গুগল। অ্যাপটি অ্যাপলের মালিকানাধীন। এই প্রতিদ্বন্দ্বী টুলটি ‘সার্কেল টু সার্চ’ ফিচারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে কোনো গান সহজেই খুঁজে বের করা যাবে।
সার্চ খাতে বাড়তি প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার সময় গুগল নতুন ফিচারটি চালু করেছে। এর মধ্যে ওপেনএআই জুলাই মাসে ঘোষণা দেয়, চ্যাটজিপিটি একটি সার্চ ফিচার ‘সার্চ জিপিটি’ নিয়ে আসছে। এটি ব্যবহারকারীদের চ্যাটবটের মাধ্যমে ইন্টারনেটে প্রশ্ন করে সার্চ করার সুযোগ দিচ্ছে এবং এটি বর্তমানে যুক্তরাষ্ট্রে সীমিতসংখ্যক ব্যবহারকারীর কাছে পরীক্ষা করা হচ্ছে।
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ৬৬০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে, যা কোম্পানির বাজারমূল্য ১৫৭ বিলিয়ন ডলার বা ১৫ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছাতে সাহায্য করেছে।
গুগলের নতুন ঘোষণাগুলো সম্ভবত প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো থেকে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য। তবে কোনো কোম্পানিই এখন পর্যন্ত গুগলের বিশাল প্রভাবকে সত্যিকার অর্থে চ্যালেঞ্জ করতে পারেনি।
তথ্যসূত্র: বিবিসি ও জেড নেট
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে