অনলাইন ডেস্ক
অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৭ প্রো ম্যাক্স নিয়ে ইতিমধ্যে নানা তথ্য ফাঁস হয়েছে। তবে সবচেয়ে বড় আপগ্রেডটি আসতে পারে এর ব্যাটারিতে।
বিশ্বস্ত টিপস্টার সেটসুনা ডিজিটাল দাবি করেছেন, আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড ফোনের জন্য এটি একটি সাধারণ ব্যাটারির ক্ষমতা হলেও আইফোনের ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় ব্যাটারি।
বর্তমানে অ্যাপলের সবচেয়ে বড় ব্যাটারি রয়েছে আইফোন ১৬ প্রো ম্যাক্সে, যার ব্যাটারি ক্ষমতা ৪৬৮৫ এমএএইচ। সেদিক থেকে নতুন ফোনে আরও ৩১৫ এমএএইচ ব্যাটারি যোগ হচ্ছে। যদি এ তথ্য সত্যি হয়, তাহলে এটি হবে আইফোনে এক বড়সড় পরিবর্তন।
আইফোনে সাধারণত শক্তিশালী ব্যাটারি হার্ডওয়্যার ছাড়াও থাকে দুর্দান্ত পাওয়ার-এফিশিয়েন্সি। ফলে ৫ হাজার এমএএইচ ব্যাটারি থাকলে আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি লাইফ অনেক অ্যান্ড্রয়েড ফোনের চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এত বড় ব্যাটারি আপগ্রেড অ্যাপলের জন্য সাধারণত বিরল। তাই এ তথ্য কিছুটা সন্দেহের চোখেও দেখা হচ্ছে। যদিও সেটসুনা ডিজিটাল নামের এই লিকার অতীতে নির্ভরযোগ্য তথ্য দিয়েছেন, তবু এখন পর্যন্ত অন্য কোনো সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে যেসব তথ্য ফাঁস হয়েছে, তাতে দেখা যাচ্ছে আইফোন ১৭ প্রো ম্যাক্সে মূল পরিবর্তন হতে পারে ডিজাইনে। তবে চিপসেট, ক্যামেরায়ও উন্নয়ন আসার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে যদি বড় ব্যাটারির মতো একটি ফিচার যোগ হয়, তাহলে এটি আগের মডেলের তুলনায় বাস্তবিক অর্থেই একটি বড় আপগ্রেড হতে পারে।
অন্যান্য মডেলেও পরিবর্তন
এই লিকার শুধু প্রো ম্যাক্স মডেল নিয়ে কথা বললেও যদি এটি সত্যি হয়, তাহলে আইফোন ১৭ সিরিজের অন্যান্য মডেলেও ব্যাটারি বড় হতে পারে বলে আশা করা যায়।
সবকিছু ঠিক থাকলে অ্যাপল তাদের নতুন ফোন আইফোন ১৭ সিরিজ উন্মোচন করতে পারে চলতি বছরের সেপ্টেম্বরে। তখনই জানা যাবে এই ব্যাটারির আপগ্রেড সত্যি কি না।
তথ্যসূত্র: ম্যাশাবল ও টেকরেডার
অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৭ প্রো ম্যাক্স নিয়ে ইতিমধ্যে নানা তথ্য ফাঁস হয়েছে। তবে সবচেয়ে বড় আপগ্রেডটি আসতে পারে এর ব্যাটারিতে।
বিশ্বস্ত টিপস্টার সেটসুনা ডিজিটাল দাবি করেছেন, আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড ফোনের জন্য এটি একটি সাধারণ ব্যাটারির ক্ষমতা হলেও আইফোনের ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় ব্যাটারি।
বর্তমানে অ্যাপলের সবচেয়ে বড় ব্যাটারি রয়েছে আইফোন ১৬ প্রো ম্যাক্সে, যার ব্যাটারি ক্ষমতা ৪৬৮৫ এমএএইচ। সেদিক থেকে নতুন ফোনে আরও ৩১৫ এমএএইচ ব্যাটারি যোগ হচ্ছে। যদি এ তথ্য সত্যি হয়, তাহলে এটি হবে আইফোনে এক বড়সড় পরিবর্তন।
আইফোনে সাধারণত শক্তিশালী ব্যাটারি হার্ডওয়্যার ছাড়াও থাকে দুর্দান্ত পাওয়ার-এফিশিয়েন্সি। ফলে ৫ হাজার এমএএইচ ব্যাটারি থাকলে আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি লাইফ অনেক অ্যান্ড্রয়েড ফোনের চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এত বড় ব্যাটারি আপগ্রেড অ্যাপলের জন্য সাধারণত বিরল। তাই এ তথ্য কিছুটা সন্দেহের চোখেও দেখা হচ্ছে। যদিও সেটসুনা ডিজিটাল নামের এই লিকার অতীতে নির্ভরযোগ্য তথ্য দিয়েছেন, তবু এখন পর্যন্ত অন্য কোনো সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে যেসব তথ্য ফাঁস হয়েছে, তাতে দেখা যাচ্ছে আইফোন ১৭ প্রো ম্যাক্সে মূল পরিবর্তন হতে পারে ডিজাইনে। তবে চিপসেট, ক্যামেরায়ও উন্নয়ন আসার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে যদি বড় ব্যাটারির মতো একটি ফিচার যোগ হয়, তাহলে এটি আগের মডেলের তুলনায় বাস্তবিক অর্থেই একটি বড় আপগ্রেড হতে পারে।
অন্যান্য মডেলেও পরিবর্তন
এই লিকার শুধু প্রো ম্যাক্স মডেল নিয়ে কথা বললেও যদি এটি সত্যি হয়, তাহলে আইফোন ১৭ সিরিজের অন্যান্য মডেলেও ব্যাটারি বড় হতে পারে বলে আশা করা যায়।
সবকিছু ঠিক থাকলে অ্যাপল তাদের নতুন ফোন আইফোন ১৭ সিরিজ উন্মোচন করতে পারে চলতি বছরের সেপ্টেম্বরে। তখনই জানা যাবে এই ব্যাটারির আপগ্রেড সত্যি কি না।
তথ্যসূত্র: ম্যাশাবল ও টেকরেডার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে