Ajker Patrika

টুইটারের বিরুদ্ধে উঠল নতুন অভিযোগ

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৬: ৩৬
টুইটারের বিরুদ্ধে উঠল নতুন অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ উঠেছে। টুইটার নিরাপত্তা সম্পর্কে ব্যবহারকারী ও মার্কিন নিয়ন্ত্রকদের বিভ্রান্ত করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটিরই একজন সাবেক নিরাপত্তাপ্রধান।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, সাবেক নিরাপত্তাপ্রধান পিটার জাটকো বলেন, টুইটার এর ব্যবহারকারী ও মার্কিন নিয়ন্ত্রকদের নিরাপত্তার ফাঁকফোকর সম্পর্কে বিভ্রান্ত করছে। তিনি আরও দাবি করেছেন, টুইটার নিজেদের প্ল্যাটফর্মের ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের বিষয়ে কম গুরুত্ব দিয়ে থাকে। 

জাটকোর এমন অভিযোগ টুইটার ও টেসলার প্রধান ইলন মাস্কের মধ্যে আইনি লড়াইকে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। টুইটার কিনে নিতে ৪৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু পরে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন মাস্ক। চুক্তি ভঙ্গের অভিযোগে মাস্কের বিরুদ্ধে মামলা করে টুইটার। 

এদিকে টুইটার বলছে, জাটকোর অভিযোগ সঠিক নয় এবং অসংগতিপূর্ণ। এমনকি জাটকোকে অকার্যকর নেতৃত্ব ও দুর্বল পারফরম্যান্সের জন্য জানুয়ারিতে বরখাস্ত করা হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

সাবেক নিরাপত্তাপ্রধান টুইটার কীভাবে ডেটা পরিচালনা করে, সে সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেছেন যে, অনেক কর্মীর সংবেদনশীল সিস্টেম এবং ব্যবহারকারীর ডেটায় প্রবেশাধিকার ছিল। এ ছাড়া অতীতে যাঁরা অ্যাকাউন্ট বাতিল করেছেন, তাঁদের ডেটা সঠিকভাবে মুছে ফেলতে ব্যর্থ হয়েছিল টুইটার।

ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টগুলোর বিষয়ে তিনি বলেন, প্রযুক্তি সংস্থাটিতে ‘ইচ্ছাকৃত অজ্ঞতা ছিল আদর্শ’। তবে টুইটারের সাবেক নিরাপত্তাপ্রধান জাটকো তাঁর দাবিগুলোর সপক্ষে খুব একটা জোরালো প্রমাণ দিতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত