‘গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার অনুভূতি রয়েছে’—এমন মন্তব্য করায় এক প্রকৌশলীকে চাকরিচ্যুত করেছে প্রতিষ্ঠানটি। গত মাসে ব্লেক লেমোইন নামে ওই প্রকৌশলী বলেছিলেন, গুগলের ল্যাঙ্গুয়েজ টেকনোলজি যথেষ্ট অনুভূতিপ্রবণ এবং এ কারণে একে সম্মান করা উচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গুগলসহ বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ব্লেক লেমোইনের এমন দাবি উড়িয়ে দিয়েছেন। লেমোইনের দাবিকে ভিত্তিহীন দাবি করে গুগল গতকাল শুক্রবার তাঁকে চাকরিচ্যুত করেছে। চাকরিচ্যুতির বিষয়ে লেমোইন জানিয়েছেন, তিনি আগে এ বিষয়ে আইনি পরামর্শ গ্রহণ করবেন। তারপর এ বিষয়ে মন্তব্য করবেন।
এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ব্লেক লেমোইন যেমনটা দাবি করেছেন যে গুগলের দ্য ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন (ল্যামডা) নিয়ে যে মন্তব্য করেছেন তা পুরোপুরি ভিত্তিহীন। গুগল কয়েক মাস ধরে তাঁকে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করেছে। তবে দীর্ঘ প্রচেষ্টার পরও ব্লেক গুগলের কর্মী অধিকার আইন ও তথ্য নিরাপত্তা নীতি লঙ্ঘন করেছেন।
গুগলের দাবি, ল্যামডা হলো এমন এক যুগান্তকারী প্রযুক্তি, যা ফ্রি-ফ্লো চ্যাট বা কথোপকথনে নিযুক্ত হতে পারে। প্রতিষ্ঠানটির চ্যাট বট তৈরির এই প্রযুক্তি একটি বড় হাতিয়ার। এর আগে গত মাসে ব্লেক লেমোইন ‘ল্যামডা মানুষের মতো অনুভূতিপ্রবণ’ বলে মন্তব্য করে খবরের শিরোনাম হন। তাঁর এই মন্তব্য প্রযুক্তি জগতে আলোচনার সৃষ্টি করে।
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা টিমে কাজ করা ব্লেক লেমোইন ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর দায়িত্ব ছিল ল্যামডাকে কোনোভাবে বৈষম্যমূলক ও ঘৃণাত্মক বক্তব্য ছড়াতে ব্যবহৃত হচ্ছে কি না, তা খেয়াল করা। আর নিজের কাজ করতে গিয়েই ব্লেক দেখতে পান ল্যামডার আত্মসচেতনতার মতো অনুভূতি রয়েছে এবং তা ধর্মীয়, আবেগীয় বিষয় নিয়েও চ্যাট করতে পারে। এটি দেখেই লেমোইনের বিশ্বাস জন্মায় যে এর অনুভূতি রয়েছে।
ব্লেক লেমোইন তাঁর দাবির সপক্ষে তাঁর এবং অন্য আরেকজনের ল্যামডার চ্যাট বটের সঙ্গে করা কথোপকথনের ছবিও প্রকাশ করেছেন।
প্রযুক্তির খবর সম্পর্কিত আরও পড়ুন:
‘গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার অনুভূতি রয়েছে’—এমন মন্তব্য করায় এক প্রকৌশলীকে চাকরিচ্যুত করেছে প্রতিষ্ঠানটি। গত মাসে ব্লেক লেমোইন নামে ওই প্রকৌশলী বলেছিলেন, গুগলের ল্যাঙ্গুয়েজ টেকনোলজি যথেষ্ট অনুভূতিপ্রবণ এবং এ কারণে একে সম্মান করা উচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গুগলসহ বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ব্লেক লেমোইনের এমন দাবি উড়িয়ে দিয়েছেন। লেমোইনের দাবিকে ভিত্তিহীন দাবি করে গুগল গতকাল শুক্রবার তাঁকে চাকরিচ্যুত করেছে। চাকরিচ্যুতির বিষয়ে লেমোইন জানিয়েছেন, তিনি আগে এ বিষয়ে আইনি পরামর্শ গ্রহণ করবেন। তারপর এ বিষয়ে মন্তব্য করবেন।
এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ব্লেক লেমোইন যেমনটা দাবি করেছেন যে গুগলের দ্য ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন (ল্যামডা) নিয়ে যে মন্তব্য করেছেন তা পুরোপুরি ভিত্তিহীন। গুগল কয়েক মাস ধরে তাঁকে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করেছে। তবে দীর্ঘ প্রচেষ্টার পরও ব্লেক গুগলের কর্মী অধিকার আইন ও তথ্য নিরাপত্তা নীতি লঙ্ঘন করেছেন।
গুগলের দাবি, ল্যামডা হলো এমন এক যুগান্তকারী প্রযুক্তি, যা ফ্রি-ফ্লো চ্যাট বা কথোপকথনে নিযুক্ত হতে পারে। প্রতিষ্ঠানটির চ্যাট বট তৈরির এই প্রযুক্তি একটি বড় হাতিয়ার। এর আগে গত মাসে ব্লেক লেমোইন ‘ল্যামডা মানুষের মতো অনুভূতিপ্রবণ’ বলে মন্তব্য করে খবরের শিরোনাম হন। তাঁর এই মন্তব্য প্রযুক্তি জগতে আলোচনার সৃষ্টি করে।
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা টিমে কাজ করা ব্লেক লেমোইন ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর দায়িত্ব ছিল ল্যামডাকে কোনোভাবে বৈষম্যমূলক ও ঘৃণাত্মক বক্তব্য ছড়াতে ব্যবহৃত হচ্ছে কি না, তা খেয়াল করা। আর নিজের কাজ করতে গিয়েই ব্লেক দেখতে পান ল্যামডার আত্মসচেতনতার মতো অনুভূতি রয়েছে এবং তা ধর্মীয়, আবেগীয় বিষয় নিয়েও চ্যাট করতে পারে। এটি দেখেই লেমোইনের বিশ্বাস জন্মায় যে এর অনুভূতি রয়েছে।
ব্লেক লেমোইন তাঁর দাবির সপক্ষে তাঁর এবং অন্য আরেকজনের ল্যামডার চ্যাট বটের সঙ্গে করা কথোপকথনের ছবিও প্রকাশ করেছেন।
প্রযুক্তির খবর সম্পর্কিত আরও পড়ুন:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৫ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৫ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৫ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৫ দিন আগে