গুগল সার্চ রেজাল্টে ক্যাশ ওয়েব পেজ আর পাওয়া যাবে না। সার্চ রেজাল্ট থেকে ক্যাশড ওয়েব পেজ সরিয়ে ফেলছে গুগল। ওয়েবসাইটের সার্চের ফলাফলে ক্যাশ ফিচার না দেখতে পাওয়ার অভিযোগ কয়েক মাস ধরেই ব্যবহারকারীরা করে আসছিলেন। ১ ফেব্রুয়ারি এক্স প্ল্যাটফর্মের পোস্টে ফিচারটি সরিয়ে ফেলার আনুষ্ঠানিক ঘোষণা দেন গুগল সার্চের জনসংযোগ কর্মকর্তা ড্যানি সুলিভান।
বেশির ভাগ ওয়েবসাইটই প্রতিনিয়ত আপডেট হয়। নির্দিষ্ট তারিখ ও সময়ে ওয়েবসাইটটি কেমন ছিল তা রেকর্ড করে রাখে ক্যাশ ফিচার। ফলে এই ক্যাশ লিংকগুলোতে প্রবেশ করলে ওয়েবসাইটগুলোয় আগের আপডেটগুলো দেখা যায়। এই ফিচার শুধু ওয়েবসাইট ডেভেলপারদেরই সাহায্য করে না, সেই সঙ্গে সাংবাদিকদেরও সাহায্য করে। বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে কোন সময় কোন তথ্য আপডেট করা হয়েছে তা জানতেও ফিচারটি সাহায্য করে।
গুগল সার্চের একটি জনপ্রিয় ফিচার হলো ক্যাশ। আর ক্যাশ পেজে কয়েকভাবে প্রবেশ করা যেত। সার্চের ফলাফলে যেকোনো ওয়েবসাইটের পাশে তিন ডটে ক্লিক করলে ‘অ্যাবাউট দিস রেজাল্ট’ নামে একটি প্যানেল চালু হয়। প্যানেলটির নিচে স্ক্রল করলে ‘ক্যাশ’ অপশনটি পাওয়া যেত। আবার যেকোনো URL এর আগে ‘ক্যাশ’ শব্দ যুক্ত করলে সরাসরি ক্যাশড ভার্সনে নিয়ে যেত গুগল।
গুগল ধীরে ধীরে সরিয়ে ফেলেছে এই ফিচার। এর আগে এক্সে এক পোস্টে প্রযুক্তি বিশ্লেষক ব্যারি শোয়ার্টজ ডিসেম্বরের শুরুর দিকে ক্যাশ লিংকগুলো সরিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন।
আপাতত এই ফিচারের পরিবর্তে অন্য কোনো ফিচার নিয়ে আসার কোনো পরিকল্পনা নেই গুগলের। তবে সুভিলিয়ান আশা করেন, গুগলের ফলাফলের সঙ্গে ইন্টারনেট আর্কাইভের একটি লিংক যুক্ত করে দিতে পারে কোম্পানিটি। এর মাধ্যমে ওয়েবপেজে সময়ের সঙ্গে সঙ্গে কী কী পরিবর্তন হয়েছে, সেই আপডেটগুলো দেখা যাবে। তবে এই সুবিধা আসলেই আসবে কি না, তা নিশ্চিত করে বলেননি সুভিলিয়ান। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে তাদের (গুগলের কার্যনির্বাহীদের) সঙ্গে আলোচনা করতে হবে, কারণ এর সঙ্গে আরও মানুষ জড়িত। তবে ফিচারটি যুক্ত হলে সব মিলিয়ে ভালোই হবে।’
এই ফিচার সরিয়ে ফেলার ফলে অনেক গ্রাহক বিং সার্চ ইঞ্জিন ব্যবহার শুরু করতে পারে। কারণ ক্যাশ ওয়েবসাইট দেখার সুবিধা এখনো এই সার্চ ইঞ্জিনে পাওয়া যায়।
তথ্যসূত্র: দ্য ভার্জ
গুগল সার্চ রেজাল্টে ক্যাশ ওয়েব পেজ আর পাওয়া যাবে না। সার্চ রেজাল্ট থেকে ক্যাশড ওয়েব পেজ সরিয়ে ফেলছে গুগল। ওয়েবসাইটের সার্চের ফলাফলে ক্যাশ ফিচার না দেখতে পাওয়ার অভিযোগ কয়েক মাস ধরেই ব্যবহারকারীরা করে আসছিলেন। ১ ফেব্রুয়ারি এক্স প্ল্যাটফর্মের পোস্টে ফিচারটি সরিয়ে ফেলার আনুষ্ঠানিক ঘোষণা দেন গুগল সার্চের জনসংযোগ কর্মকর্তা ড্যানি সুলিভান।
বেশির ভাগ ওয়েবসাইটই প্রতিনিয়ত আপডেট হয়। নির্দিষ্ট তারিখ ও সময়ে ওয়েবসাইটটি কেমন ছিল তা রেকর্ড করে রাখে ক্যাশ ফিচার। ফলে এই ক্যাশ লিংকগুলোতে প্রবেশ করলে ওয়েবসাইটগুলোয় আগের আপডেটগুলো দেখা যায়। এই ফিচার শুধু ওয়েবসাইট ডেভেলপারদেরই সাহায্য করে না, সেই সঙ্গে সাংবাদিকদেরও সাহায্য করে। বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে কোন সময় কোন তথ্য আপডেট করা হয়েছে তা জানতেও ফিচারটি সাহায্য করে।
গুগল সার্চের একটি জনপ্রিয় ফিচার হলো ক্যাশ। আর ক্যাশ পেজে কয়েকভাবে প্রবেশ করা যেত। সার্চের ফলাফলে যেকোনো ওয়েবসাইটের পাশে তিন ডটে ক্লিক করলে ‘অ্যাবাউট দিস রেজাল্ট’ নামে একটি প্যানেল চালু হয়। প্যানেলটির নিচে স্ক্রল করলে ‘ক্যাশ’ অপশনটি পাওয়া যেত। আবার যেকোনো URL এর আগে ‘ক্যাশ’ শব্দ যুক্ত করলে সরাসরি ক্যাশড ভার্সনে নিয়ে যেত গুগল।
গুগল ধীরে ধীরে সরিয়ে ফেলেছে এই ফিচার। এর আগে এক্সে এক পোস্টে প্রযুক্তি বিশ্লেষক ব্যারি শোয়ার্টজ ডিসেম্বরের শুরুর দিকে ক্যাশ লিংকগুলো সরিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন।
আপাতত এই ফিচারের পরিবর্তে অন্য কোনো ফিচার নিয়ে আসার কোনো পরিকল্পনা নেই গুগলের। তবে সুভিলিয়ান আশা করেন, গুগলের ফলাফলের সঙ্গে ইন্টারনেট আর্কাইভের একটি লিংক যুক্ত করে দিতে পারে কোম্পানিটি। এর মাধ্যমে ওয়েবপেজে সময়ের সঙ্গে সঙ্গে কী কী পরিবর্তন হয়েছে, সেই আপডেটগুলো দেখা যাবে। তবে এই সুবিধা আসলেই আসবে কি না, তা নিশ্চিত করে বলেননি সুভিলিয়ান। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে তাদের (গুগলের কার্যনির্বাহীদের) সঙ্গে আলোচনা করতে হবে, কারণ এর সঙ্গে আরও মানুষ জড়িত। তবে ফিচারটি যুক্ত হলে সব মিলিয়ে ভালোই হবে।’
এই ফিচার সরিয়ে ফেলার ফলে অনেক গ্রাহক বিং সার্চ ইঞ্জিন ব্যবহার শুরু করতে পারে। কারণ ক্যাশ ওয়েবসাইট দেখার সুবিধা এখনো এই সার্চ ইঞ্জিনে পাওয়া যায়।
তথ্যসূত্র: দ্য ভার্জ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২২ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২২ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২২ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২২ দিন আগে