অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য নতুন ফিচারের ঘোষণা দিয়েছে গুগল। ফিচারটি মাধ্যমে নতুন ডিভাইস সেট আপ করার প্রক্রিয়া দ্রুত এবং আরও কার্যকরী হবে। এই ফিচারটির নাম ‘রিস্টোর ক্রেডেনশিয়ালস’, যা ডিভাইস পরিবর্তনের পর ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে অ্যাপগুলোতে লগ ইন করতে সাহায্য করবে। এজন্য ফিচারটি একটি ‘রিস্টোর কী’ ব্যবহার করবে।
ফিচারটি অ্যান্ড্রয়েডের ‘ক্রেডেনশিয়াল ম্যানেজার এপিআই’ এর অংশ হিসেবে চালু করা হয়েছে এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্লাউড ও লোকাল উভয় ধরনের রিস্টোর অপশনের সঙ্গে কাজ করবে।
গুগল তার নতুন ‘রিস্টোর ক্রেডেনশিয়ালস’ ফিচারটি সম্পর্কে একটি ব্লগ পোস্টে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে। প্রযুক্তি জায়ান্টটি বলছে, এই ফিচারটি অ্যান্ড্রয়েড সিস্টেমের ব্যাকআপ এবং রিস্টোর প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। নতুন ডিভাইসে সাইন ইন করার পরেও ব্যবহারকারীরা তাদের পুরানো ডিভাইসে সমস্ত অ্যাপসে অ্যাক্সেস এবং নোটিফিকেশন পাবেন।
ফিচারটি পাবলিক কী ব্যবহার করে, যা পাসকী এবং ফাস্ট আইডেনটিটি অনলাইন ২ (এফআইডিও২) প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেইসঙ্গে পাসকী সার্ভার-সাইড অবকাঠামো ব্যবহার করে এই ফিচার। ফলে প্রযুক্তিটি সার্ভার স্তরে কাজ করে এবং ব্যবহারকারীর ডেটা বা লগইন তথ্য নিরাপদে এবং গোপনীয়ভাবে পরিচালনা করতে সাহায্য করে।
কোম্পানির মতে, যদি ব্যাকআপ এজেন্ট ইন্টিগ্রেশন চালু থাকলে তাহলে ডেটা পুনরুদ্ধার সম্পন্ন হওয়ার পরে ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে লগইন করে দেওয়া হবে। যদি কোনও ব্যাকআপ এজেন্ট ইন্টিগ্রেশন না থাকে, তবে অ্যাপটি প্রথমবার চালুর সময় রিস্টোর কী খুঁজে বের করবে এবং তারপর স্বয়ংক্রিয়ভাবে সাইন ইন হবে।
অ্যাপ ডেভেলপারারা ব্যবহারকারীর জন্য একটি ‘রিস্টোর কী’ তৈরি করতে পারেন, যা স্থানীয়ভাবে ডিভাইসে সংরক্ষিত হয়। যদি ব্যবহারকারী তাদের ডিভাইস ব্যাকআপ করে এবং ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ফিচার চালু থাকে তাহলে এটি ক্লাউডে সংরক্ষিত হতে পারে। একবার যখন ডেটা রিস্টোর প্রক্রিয়া শুরু হয় তখন ক্লাউড অথবা স্থানীয় ট্রান্সফারের মাধ্যমে অ্যাপ ডেটা এবং রিস্টোর কী–ও নতুন ডিভাইসে স্থানান্তরিত হবে। এরপর এটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে নতুন ডিভাইসে সাইন ইন করে দেয়। গুগল বলছে, এই সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য ব্যবহারকারীর কোনো কিছু ইনপুট করার প্রয়োজন নেই। অর্থ্যাৎ লগইন তথ্য দেওয়ার প্রয়োজন নেই।
গুগল ডেভেলপারদের পরামর্শ দিয়েছে যে, ব্যবহারকারী যখন সাইন আউট করবেন, তখন রিস্টোর কী তৎক্ষণাৎ মুছে ফেলতে হবে, যাতে সাইনের আউট করার পর ব্যবহারকারী আবার স্বয়ংক্রিয়ভাবে সাইন ইন না হয়ে যান। এর মাধ্যমে এমন একটি চক্র এড়ানো যাবে, যেখানে ব্যবহারকারী ইচ্ছাকৃতভাবে সাইন আউট করার পর আবার স্বয়ংক্রিয়ভাবে সাইন ইন হয়ে যান।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য নতুন ফিচারের ঘোষণা দিয়েছে গুগল। ফিচারটি মাধ্যমে নতুন ডিভাইস সেট আপ করার প্রক্রিয়া দ্রুত এবং আরও কার্যকরী হবে। এই ফিচারটির নাম ‘রিস্টোর ক্রেডেনশিয়ালস’, যা ডিভাইস পরিবর্তনের পর ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে অ্যাপগুলোতে লগ ইন করতে সাহায্য করবে। এজন্য ফিচারটি একটি ‘রিস্টোর কী’ ব্যবহার করবে।
ফিচারটি অ্যান্ড্রয়েডের ‘ক্রেডেনশিয়াল ম্যানেজার এপিআই’ এর অংশ হিসেবে চালু করা হয়েছে এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্লাউড ও লোকাল উভয় ধরনের রিস্টোর অপশনের সঙ্গে কাজ করবে।
গুগল তার নতুন ‘রিস্টোর ক্রেডেনশিয়ালস’ ফিচারটি সম্পর্কে একটি ব্লগ পোস্টে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে। প্রযুক্তি জায়ান্টটি বলছে, এই ফিচারটি অ্যান্ড্রয়েড সিস্টেমের ব্যাকআপ এবং রিস্টোর প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। নতুন ডিভাইসে সাইন ইন করার পরেও ব্যবহারকারীরা তাদের পুরানো ডিভাইসে সমস্ত অ্যাপসে অ্যাক্সেস এবং নোটিফিকেশন পাবেন।
ফিচারটি পাবলিক কী ব্যবহার করে, যা পাসকী এবং ফাস্ট আইডেনটিটি অনলাইন ২ (এফআইডিও২) প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেইসঙ্গে পাসকী সার্ভার-সাইড অবকাঠামো ব্যবহার করে এই ফিচার। ফলে প্রযুক্তিটি সার্ভার স্তরে কাজ করে এবং ব্যবহারকারীর ডেটা বা লগইন তথ্য নিরাপদে এবং গোপনীয়ভাবে পরিচালনা করতে সাহায্য করে।
কোম্পানির মতে, যদি ব্যাকআপ এজেন্ট ইন্টিগ্রেশন চালু থাকলে তাহলে ডেটা পুনরুদ্ধার সম্পন্ন হওয়ার পরে ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে লগইন করে দেওয়া হবে। যদি কোনও ব্যাকআপ এজেন্ট ইন্টিগ্রেশন না থাকে, তবে অ্যাপটি প্রথমবার চালুর সময় রিস্টোর কী খুঁজে বের করবে এবং তারপর স্বয়ংক্রিয়ভাবে সাইন ইন হবে।
অ্যাপ ডেভেলপারারা ব্যবহারকারীর জন্য একটি ‘রিস্টোর কী’ তৈরি করতে পারেন, যা স্থানীয়ভাবে ডিভাইসে সংরক্ষিত হয়। যদি ব্যবহারকারী তাদের ডিভাইস ব্যাকআপ করে এবং ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ফিচার চালু থাকে তাহলে এটি ক্লাউডে সংরক্ষিত হতে পারে। একবার যখন ডেটা রিস্টোর প্রক্রিয়া শুরু হয় তখন ক্লাউড অথবা স্থানীয় ট্রান্সফারের মাধ্যমে অ্যাপ ডেটা এবং রিস্টোর কী–ও নতুন ডিভাইসে স্থানান্তরিত হবে। এরপর এটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে নতুন ডিভাইসে সাইন ইন করে দেয়। গুগল বলছে, এই সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য ব্যবহারকারীর কোনো কিছু ইনপুট করার প্রয়োজন নেই। অর্থ্যাৎ লগইন তথ্য দেওয়ার প্রয়োজন নেই।
গুগল ডেভেলপারদের পরামর্শ দিয়েছে যে, ব্যবহারকারী যখন সাইন আউট করবেন, তখন রিস্টোর কী তৎক্ষণাৎ মুছে ফেলতে হবে, যাতে সাইনের আউট করার পর ব্যবহারকারী আবার স্বয়ংক্রিয়ভাবে সাইন ইন না হয়ে যান। এর মাধ্যমে এমন একটি চক্র এড়ানো যাবে, যেখানে ব্যবহারকারী ইচ্ছাকৃতভাবে সাইন আউট করার পর আবার স্বয়ংক্রিয়ভাবে সাইন ইন হয়ে যান।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে