চলতি সপ্তাহে নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন করতে পারে টেক জায়ান্ট অ্যাপল। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যের আভাস দিয়েছেন কোম্পানিটির সিইও টিম কুক। দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি সংস্করণে আসতে পারে নতুন এই মডেল এবং এতে এম৪ চিপ থাকতে পারে। এ ছাড়া ল্যাপটিতে অ্যাপল ইন্টেলিজেন্সের বেশ কিছু আকর্ষণীয় ফিচার থাকবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন মডেলটি ম্যাকবুক এয়ার এম৩-এর উত্তরসূরি হবে। গত মার্চে বাজারে এসেছে ম্যাকবুক এয়ার এম৩।
এক্স প্ল্যাটফর্মে এক টিজার ভিডিও শেয়ার করেন অ্যাপলের সিইও টিক কুক। এই ভিডিও নতুন ম্যাকবুক এয়ারের উন্মোচনকে ইঙ্গিত দেয়। এতে এম৪ চিপসেট থাকবে বলে ধারণা করা যাচ্ছে। মডেলটি বর্তমানে ম্যাকবুক এয়ার এম৩ ডিজাইনই বজায় রেখে নতুন প্রসেসর দিয়ে আপডেট করা হতে পারে।
এটি ১৩ ও ১৫ ইঞ্চি ডিসপ্লে সাইজের বিকল্পে আসবে, যার কোড নেম হতে পারে জে৭১২ এবং জে৭১৫। ম্যাকবুক এয়ার এম৪-এ একই লিকুইড রেটিনা ডিসপ্লে থাকবে। তবে ম্যাকবুক প্রো (এম ৪,২০২৪)-এর মতো নতুন ন্যানো টেক্সটার প্রলেপ থাকারও সম্ভাবনাও আছে। এ ছাড়া বর্তমান ম্যাকবুক এয়ারের থান্ডারবোল্ট ৩ পোর্টগুলো আপডেট করে থান্ডারবোল্ট ৪ পোর্ট দেওয়া হতে পারে।
এ ছাড়া, নতুন ম্যাকবুক এয়ার এম৪-এ অ্যাপল ইন্টেলিজেন্সের সমর্থন থাকতে পারে। তবে এর জন্য এতে কমপক্ষে ৮ জিবি র্যাম থাকতে হবে। এটি অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম চালানোর জন্য একটি প্রাথমিক শর্ত।
২০২৪ সালের অক্টোবরে এই চিপ আপগ্রেডের খবর প্রথম জানা ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান। সম্প্রতি এই ডিভাইসের উন্মোচনের সময়ও প্রকাশ করেছেন তিনি। এই লঞ্চের পরে এম৪ চিপসেটযুক্ত ম্যাক স্টুডিওর উদ্বোধন হতে পারে, যার কোড নেম জে৫৭৫। এটি মার্চ থেকে জুনের মধ্যে আসতে পারে।
তবে, বর্তমানে ম্যাক প্রো মডেলের এম৪ চিপ সংস্করণ নিয়ে কোনো খবর পাওয়া যায়নি। তবে ম্যাকবুক এয়ার এম৫ উন্মোচনের পর অ্যাপল নতুন তথ্য প্রকাশ করতে পারে।
চলতি সপ্তাহে নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন করতে পারে টেক জায়ান্ট অ্যাপল। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যের আভাস দিয়েছেন কোম্পানিটির সিইও টিম কুক। দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি সংস্করণে আসতে পারে নতুন এই মডেল এবং এতে এম৪ চিপ থাকতে পারে। এ ছাড়া ল্যাপটিতে অ্যাপল ইন্টেলিজেন্সের বেশ কিছু আকর্ষণীয় ফিচার থাকবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন মডেলটি ম্যাকবুক এয়ার এম৩-এর উত্তরসূরি হবে। গত মার্চে বাজারে এসেছে ম্যাকবুক এয়ার এম৩।
এক্স প্ল্যাটফর্মে এক টিজার ভিডিও শেয়ার করেন অ্যাপলের সিইও টিক কুক। এই ভিডিও নতুন ম্যাকবুক এয়ারের উন্মোচনকে ইঙ্গিত দেয়। এতে এম৪ চিপসেট থাকবে বলে ধারণা করা যাচ্ছে। মডেলটি বর্তমানে ম্যাকবুক এয়ার এম৩ ডিজাইনই বজায় রেখে নতুন প্রসেসর দিয়ে আপডেট করা হতে পারে।
এটি ১৩ ও ১৫ ইঞ্চি ডিসপ্লে সাইজের বিকল্পে আসবে, যার কোড নেম হতে পারে জে৭১২ এবং জে৭১৫। ম্যাকবুক এয়ার এম৪-এ একই লিকুইড রেটিনা ডিসপ্লে থাকবে। তবে ম্যাকবুক প্রো (এম ৪,২০২৪)-এর মতো নতুন ন্যানো টেক্সটার প্রলেপ থাকারও সম্ভাবনাও আছে। এ ছাড়া বর্তমান ম্যাকবুক এয়ারের থান্ডারবোল্ট ৩ পোর্টগুলো আপডেট করে থান্ডারবোল্ট ৪ পোর্ট দেওয়া হতে পারে।
এ ছাড়া, নতুন ম্যাকবুক এয়ার এম৪-এ অ্যাপল ইন্টেলিজেন্সের সমর্থন থাকতে পারে। তবে এর জন্য এতে কমপক্ষে ৮ জিবি র্যাম থাকতে হবে। এটি অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম চালানোর জন্য একটি প্রাথমিক শর্ত।
২০২৪ সালের অক্টোবরে এই চিপ আপগ্রেডের খবর প্রথম জানা ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান। সম্প্রতি এই ডিভাইসের উন্মোচনের সময়ও প্রকাশ করেছেন তিনি। এই লঞ্চের পরে এম৪ চিপসেটযুক্ত ম্যাক স্টুডিওর উদ্বোধন হতে পারে, যার কোড নেম জে৫৭৫। এটি মার্চ থেকে জুনের মধ্যে আসতে পারে।
তবে, বর্তমানে ম্যাক প্রো মডেলের এম৪ চিপ সংস্করণ নিয়ে কোনো খবর পাওয়া যায়নি। তবে ম্যাকবুক এয়ার এম৫ উন্মোচনের পর অ্যাপল নতুন তথ্য প্রকাশ করতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫